ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিশ্বকাপজয়ী আলমাদাকে দলে ভেড়াচ্ছে অ্যাতলেতিকো মাদ্রিদ ভুটানের সাথে জয় পেলো বাংলাদেশ ৪৩ বছর বয়সে ‘দ্য হান্ড্রেডে’ অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের শাস্তির সম্মুখীন হলেন স্টোকসরা বড় সাকিবের প্রত্যাশা; ছোট সাকিবও হবে অলরাউন্ডার ঢাকায় পৌঁছালো পাকিস্তান দল টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বড় লাফ দিলো রিশাদ বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় মোট ১৪ এনবিআর কর্মকর্তা বরখাস্ত শতকোটি টাকা ব্যয়ে হচ্ছে গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর জুলাইয়ের চেতনায় একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার রাজনৈতিক অস্থিরতার প্রভাব শেয়ারবাজারে ইসিতে ৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও বাছাইয়ে ফেল এনসিপি যৌক্তিক শুল্ক প্রত্যাশা বাংলাদেশের ১৫ টাকা দরে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার-খাদ্য উপদেষ্টা ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট চুক্তি রিভিউ হবে-অর্থ উপদেষ্টা এ বছরের শেষ নাগাদ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চূড়ান্ত সুখবর-পরিবেশ উপদেষ্টা পঞ্চদশ সংশোধনীতে হাসিনা ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করেছিলেন : বদিউল আলম মজুমদার নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫ বাক্সবন্দি মেশিন এখন চায়ের টেবিল

ভারতে বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে যশোরে বিএনপির বিক্ষোভ

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ১২:৩২:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ১২:৩২:৪৩ পূর্বাহ্ন
ভারতে বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে যশোরে বিএনপির বিক্ষোভ
যশোর প্রতিনিধি
বিএনপি’র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশ হাই কমিশনে জাতীয় পতাকা অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।  ‘মানুষ বাঁচাও দেশ বাঁচাও’- এই সেøাগান উল্লেখ করে তিনি বলেন  বিএনপি সব সময় রাজপথে অবিচল ছিল, অবিচল থাকবে। এক মুহূর্তের জন্যও  রাজপথ ছেড়ে যাবে না। আওয়ামী স্বৈরাচারের দোসররা দেশ এবং দেশের জনগণকে আবারো বিপদের মুখে ঠেলে দিতে গভীর ষড়যন্ত্র শুরু করেছে। এ সকল ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
গতকাল বুধবার যশোর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারি হাইকমিশনে হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপির লালদীঘি পাড়সহ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক  অধ্যাপিকা নার্গিস বেগম।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল।
প্রধান অতিথি আরও বলেন, মুখে গণতন্ত্রের কথা বলে যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। প্রয়োজনীয় সংস্কারের পর দেশে যে সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনে  বিজয় অর্জন করতে হলে জনগণের আস্থা অর্জন করতে হবে। শেখ হাসিনা গত ১৬ বছর দেশে যে অত্যাচার, নির্যাতন- নিপীড়ন চালিয়েছে তার বিচার না হওয়া পর্যন্ত কোন আওয়ামী দোসর যাতে আর  ফিরতে না পারে তার জন্য বিএনপি’র প্রতিটি নেতা কর্মীকে সতর্ক থাকতে হবে।
বিএনপি নেতা অমিত আওয়ামী স্বৈরাচারের ভোটারবিহীন নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, তারা দিনের ভোট রাতে করেছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। ২০১৮ সালের   নির্বাচনের আগে যশোরে ৫শ’ নেতা কর্মীকে কারাগারে পাঠিয়েছে।  ৯৪ জন নেতাকর্মীকে হত্যা করেছে। সারা দেশে ৭শ’ নেতা- কর্মীকে গুম করেছে। ৬০ লক্ষাধিক মামলার পাহাড় গড়ে তুলেছে। বিএনপির এমন কোন নেতা কর্মী নেই যে তারা কারাগারে যাইনি। এখনও তারা দেশে বিদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে। যে কোনো মূল্যে তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের গুরুত্বপূর্ণ  সড়ক প্রদক্ষিণ করে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য