ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা

অগ্রিম টিকেট সঙ্কটে ‘পুষ্পা ট’ু

  • আপলোড সময় : ০৪-১২-২০২৪ ০৬:৩১:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৪ ০৬:৩১:০৬ অপরাহ্ন
অগ্রিম টিকেট সঙ্কটে ‘পুষ্পা ট’ু
বিনোদন ডেস্ক
সুকুমার পরিচালিত বহুল প্রতীক্ষিত তেলেগু সিনেমা ‘পুষ্পা টু’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। আগামীকাল বৃহস্পতিবার বিশ্বব্যাপী মুক্তি পাবে এটি। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। চড়া মূল্যেও বিক্রি হচ্ছে টিকিট; তাও যেন টিকিট নিয়ে টানাটানি থামছেই না। ভারতের কোথাও কোথাও প্রথম দিনের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে না। সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রির নানা রেকর্ড নিয়ে এ প্রতিবেদন।
মুক্তিতে রেকর্ড
আইএমএএক্স থিয়েটারসহ বিশ্বের ১২ হাজারের বেশি পর্দায় মুক্তি পাবে ‘পুষ্পা টু’। ৬টি ভাষায় দেখা যাবে সিনেমাটি। দর্শকরা সিনেডাবস অ্যাপ ব্যবহার করে পছন্দমতো ভাষা বেছে নিতে পারবেন।
বিশেষ প্রদর্শনী
তেলেঙ্গানা সরকার মুক্তির দিনে সিনেমাটির বিশেষ শো প্রদর্শনের অনুমতি দিয়েছে। এদিন, রাত সাড়ে ৯টা এবং রাত ১টায় প্রদর্শিত হবে সিনেমাটি। এ দুটো শোয়ের টিকিট মূল্য ৮০০ রুপি (সিঙ্গেল এবং মাল্টিপ্লেক্স)।
‘পুষ্পা টু’ সিনেমার টিকিট মূল্য
*** ৪ ডিসেম্বর সিঙ্গেল স্ক্রিনের টিকিট মূল্য ১ হাজার ১২১ রুপি এবং মাল্টিপ্লেক্সে ১ হাজার ২৩৯ রুপি।
*** ৫-৮ ডিসেম্বর সিঙ্গেল স্ক্রিনের টিকিট মূল্য ৩৫৪ রুপি এবং মাল্টিপ্লেক্সে ৫৩১ রুপি।
*** ৯-১৬ ডিসেম্বর সিঙ্গেল স্ক্রিনের টিকিট মূল্য ৩০০ রুপি এবং মাল্টিপ্লেক্সে ৪৭২ রুপি।
*** ১৭-২৩ ডিসেম্বর সিঙ্গেল স্ক্রিনের টিকিট মূল্য ২০০ রুপি এবং মাল্টিপ্লেক্সে ৩৫৪ রুপি।
কয়েকটি শহরে চড়া মূল্যে টিকিট বিক্রি
***দিল্লিতে প্রিমিয়াম সিট বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ রুপিতে।
***মুম্বাইতে টপ স্ক্রিনিংয়ের টিকিট বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে।
***তেলেঙ্গানায় সিনেমাটির বিশেষ প্রদর্শনীসহ টিকিট বিক্রি হচ্ছে ৮০০ রুপিতে। ‘পুষ্পা টু’ সিনেমার অধিক চাহিদার কথা বিবেচনা করে তেলেঙ্গানা সরকার অতিরিক্ত শো চালানো এবং বেশি মূল্যে টিকিট বিক্রির অনুমোদন দিয়েছে। তবে হলমালিকরা মাত্র কয়েক দিন এটা করতে পারবেন।
টিকিট বিক্রিতে রেকর্ড
গত ১ ডিসেম্বর মধ্যরাত থেকে ‘পুষ্পা টু’ সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। প্রথম ২৮ ঘণ্টায় অগ্রিম টিকিট বিক্রিতে অতীতের রেকর্ড ভাঙে; শুধু ভারতে প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি হয় ২০ কোটি রুপির। প্রথম ১২ ঘণ্টায় প্রথম দিনের ৩ লাখ অগ্রিম টিকিট বিক্রি হয়। যার মূল্য ১০ কোটি রুপি। অন্ধ্রপ্রদেশের টিকিট বিক্রির হিসাব ছাড়াই এই অঙ্ক দাঁড়িয়েছে।
অন্ধ্রপ্রদেশে প্রথম ২৬ ঘণ্টায় ১.১ লাখ টিকিটি বিক্রি হয় মাল্টিপ্লেক্স চেইনে। ‘পাঠান’, ‘কেজিএফ টু’ সিনেমার অগ্রিম টিকিট বিক্রির রেকর্ড ভেঙে দিয়েছে ‘পুষ্পা টু’। বক্স অফিস বিশ্লেকদের বিশ্বাস, ‘বাহুবলি টু’ সিনেমার সর্বকালের রেকর্ডকে চ্যালেঞ্জ করবে আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ