ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

অগ্রিম টিকেট সঙ্কটে ‘পুষ্পা ট’ু

  • আপলোড সময় : ০৪-১২-২০২৪ ০৬:৩১:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৪ ০৬:৩১:০৬ অপরাহ্ন
অগ্রিম টিকেট সঙ্কটে ‘পুষ্পা ট’ু
বিনোদন ডেস্ক
সুকুমার পরিচালিত বহুল প্রতীক্ষিত তেলেগু সিনেমা ‘পুষ্পা টু’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। আগামীকাল বৃহস্পতিবার বিশ্বব্যাপী মুক্তি পাবে এটি। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। চড়া মূল্যেও বিক্রি হচ্ছে টিকিট; তাও যেন টিকিট নিয়ে টানাটানি থামছেই না। ভারতের কোথাও কোথাও প্রথম দিনের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে না। সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রির নানা রেকর্ড নিয়ে এ প্রতিবেদন।
মুক্তিতে রেকর্ড
আইএমএএক্স থিয়েটারসহ বিশ্বের ১২ হাজারের বেশি পর্দায় মুক্তি পাবে ‘পুষ্পা টু’। ৬টি ভাষায় দেখা যাবে সিনেমাটি। দর্শকরা সিনেডাবস অ্যাপ ব্যবহার করে পছন্দমতো ভাষা বেছে নিতে পারবেন।
বিশেষ প্রদর্শনী
তেলেঙ্গানা সরকার মুক্তির দিনে সিনেমাটির বিশেষ শো প্রদর্শনের অনুমতি দিয়েছে। এদিন, রাত সাড়ে ৯টা এবং রাত ১টায় প্রদর্শিত হবে সিনেমাটি। এ দুটো শোয়ের টিকিট মূল্য ৮০০ রুপি (সিঙ্গেল এবং মাল্টিপ্লেক্স)।
‘পুষ্পা টু’ সিনেমার টিকিট মূল্য
*** ৪ ডিসেম্বর সিঙ্গেল স্ক্রিনের টিকিট মূল্য ১ হাজার ১২১ রুপি এবং মাল্টিপ্লেক্সে ১ হাজার ২৩৯ রুপি।
*** ৫-৮ ডিসেম্বর সিঙ্গেল স্ক্রিনের টিকিট মূল্য ৩৫৪ রুপি এবং মাল্টিপ্লেক্সে ৫৩১ রুপি।
*** ৯-১৬ ডিসেম্বর সিঙ্গেল স্ক্রিনের টিকিট মূল্য ৩০০ রুপি এবং মাল্টিপ্লেক্সে ৪৭২ রুপি।
*** ১৭-২৩ ডিসেম্বর সিঙ্গেল স্ক্রিনের টিকিট মূল্য ২০০ রুপি এবং মাল্টিপ্লেক্সে ৩৫৪ রুপি।
কয়েকটি শহরে চড়া মূল্যে টিকিট বিক্রি
***দিল্লিতে প্রিমিয়াম সিট বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ রুপিতে।
***মুম্বাইতে টপ স্ক্রিনিংয়ের টিকিট বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে।
***তেলেঙ্গানায় সিনেমাটির বিশেষ প্রদর্শনীসহ টিকিট বিক্রি হচ্ছে ৮০০ রুপিতে। ‘পুষ্পা টু’ সিনেমার অধিক চাহিদার কথা বিবেচনা করে তেলেঙ্গানা সরকার অতিরিক্ত শো চালানো এবং বেশি মূল্যে টিকিট বিক্রির অনুমোদন দিয়েছে। তবে হলমালিকরা মাত্র কয়েক দিন এটা করতে পারবেন।
টিকিট বিক্রিতে রেকর্ড
গত ১ ডিসেম্বর মধ্যরাত থেকে ‘পুষ্পা টু’ সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। প্রথম ২৮ ঘণ্টায় অগ্রিম টিকিট বিক্রিতে অতীতের রেকর্ড ভাঙে; শুধু ভারতে প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি হয় ২০ কোটি রুপির। প্রথম ১২ ঘণ্টায় প্রথম দিনের ৩ লাখ অগ্রিম টিকিট বিক্রি হয়। যার মূল্য ১০ কোটি রুপি। অন্ধ্রপ্রদেশের টিকিট বিক্রির হিসাব ছাড়াই এই অঙ্ক দাঁড়িয়েছে।
অন্ধ্রপ্রদেশে প্রথম ২৬ ঘণ্টায় ১.১ লাখ টিকিটি বিক্রি হয় মাল্টিপ্লেক্স চেইনে। ‘পাঠান’, ‘কেজিএফ টু’ সিনেমার অগ্রিম টিকিট বিক্রির রেকর্ড ভেঙে দিয়েছে ‘পুষ্পা টু’। বক্স অফিস বিশ্লেকদের বিশ্বাস, ‘বাহুবলি টু’ সিনেমার সর্বকালের রেকর্ডকে চ্যালেঞ্জ করবে আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য