বিনোদন ডেস্ক
মাত্র একদিন আগেই লাক্স তারকা অভিনেত্রী ফারিয়া শাহরিন এক ফেসবুক স্ট্যাটাসে জানান, আপাতত কোনো নাটকে কাজ করছেন না তিনি। তবে ভালো বিজ্ঞাপনচিত্র পেলে কাজ করবেন। ফারিয়া জানান, ‘যারা মাঝখানে আমাকে ফোন করেছিলেন, মেসেজ করেছিলেন কাজের জন্য, সরি আমি কারো ফোন ধরতে পারিনি, মেসেজের রিপ্লাইও করতে পারিনি। কারণ, ওই ফোনটাই আমি অনেক দিন ইউজ করিনি। তাই সবার রিপ্লাই একসাথে দিচ্ছি, আপাতত নাটক এ কাজ করছি না। কবে করবো এটাও জানিনা। কিন্তু ভালো টিভিসি হলে করবো, ধন্যবাদ।’ অভিনেত্রীর নাটক থেকে বিরতি নেওয়ার ঘোষণায় হতাশ হয়েছেন তার ভক্তরা। এরই মধ্যে গত সোমবার মধ্যরাতে এক সাংবাদিক ফারিয়াকে মেসেজে জানান, তার নাটক ছেড়ে দেওয়ার খবরে কষ্ট পাচ্ছেন। সেই সাংবাদিকের মেসেজ তুলে ধরে গত সোমবার দিবাগত রাতেই আবারও একটি স্ট্যাটাস দেন ফারিয়া শাহরিন। যেখানে তিনি জানান, নাটক থেকে আপাতত বিরতি নিচ্ছেন। পুরোপুরি ছেড়ে দিচ্ছেন না। অভিনেত্রী লেখেন, ‘রাত আড়াইটায় আমি এই স্ট্যাটাস দিতে বাধ্য হলাম। এক সাংবাদিক ভাইয়ের মেসেজ দেখে খারাপ লাগলো। সে বললো, আমি নাটক ছেড়ে দিচ্ছি, সেই খবরটি প্রকাশ করতে তার খুব কষ্ট হচ্ছে।’ ফারিয়া যোগ করেন, ‘চিল ব্রো। আমি বলছি, আপাতত করছি না। কবে করবো জানিনা। তার মানে হলো একটু বিরতিতে আছি। তার মানে এই নয়, আমি নাটক ছেড়ে দিচ্ছি একেবারে।’ এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে ফারিয়া শাহরিন বলেন, ‘যেসব সাংবাদিক ভাইয়া নিউজ করছেন আমি নাটক ছেড়ে দিছি, তারা দয়াকরে আমার স্ট্যাটাস ভালো করে পড়বেন। ভুল নিউজ ছড়াবেন না, আমার অনুরোধ।’ প্রসঙ্গত, ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজাঙ্গনে পথচলার শুরু অভিনেত্রী ফারিয়া শাহরিনের। এরপর বেশকিছু নাটক ও বিজ্ঞাপনচিত্র কাজ করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে ২০২১ সালে আংটি বদলের পর ২০২৩ সালে বিয়ে করেন এই অভিনেত্রী। এরপর চলতি বছরে মা হন তিনি। বর্তমানে সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন ফারিয়া।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
