রাজধানীর মগবাজার লেভেল ক্রসিংয়ে একটি গাড়ি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে। ট্রেন আসার সংকেত জানিয়ে ব্যারিয়ার (গেটবার) দেয়া সত্ত্বেও প্রাইভেটকারটি ক্রসিংয়ে উঠে যায়। মুহূর্তের মধ্যেই ছুটে আসা ট্রেন ওই গাড়িকে দুমড়ে-মুচড়ে চলে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গাড়িটিতে তিনজন ছিলেন। তারা একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। ট্রেন আসার আগে তারা গাড়ি থেকে নেমে যান। গাড়িটি চালাচ্ছিলেন ফারুক হোসেন নামের এক ব্যাক্তি। এটি কোম্পানির গাড়ি নাকি ব্যক্তিগত তা নিশ্চিত করা যায়নি।
গাড়িতে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী বলেন, অফিস শেষ করে পান্থপথ দিয়ে মগবাজার থেকে মহাখালীর হয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম। যাওয়ার সময় মগবাজার রেলগেট খোলা ছিল। ট্রেন যে আসছিল আমরা দেখেনি। রাস্তায়ও জ্যাম ছিল। পরে ট্রেন আসতে দেখে আমরা গাড়ি থেকে নেমে যাই। এরপরই ট্রেন গাড়িটিকে ধাক্কা দেয়।
এ বিষয়ে রেলগেটে দায়িত্বে থাকা গেটম্যান মো. আমিরুল বলেন, সে সময় রাস্তায় জ্যাম ছিল। পাশাপাশি রেলগেটের গেটও নামানো ছিল।
ঘটনাস্থলে থাকা হাতিরঝিল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাওয়ান বলেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুধু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাদের নাম পরিচয় রেখে ছেড়ে দেব। একটি রেকার আনা হয়েছে তাদের গাড়িটি পৌঁছে দেয়ার জন্য।
দুর্ঘটনার খবর পাওয়া কথা তৎক্ষণাৎ নিশ্চিত করেছিলেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু ও ঢাকার রেলওয়ে থানার (কমলাপুর) ওসি জয়নাল আবেদীন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

মগবাজার ক্রসিংয়ে গাড়ি দুমড়ে-মুচড়ে চলে গেল ট্রেন
- আপলোড সময় : ০১-১২-২০২৪ ১১:৫৮:১০ অপরাহ্ন
- আপডেট সময় : ০১-১২-২০২৪ ১১:৫৮:১০ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ