সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে মো. মোক্তার হোসেন
সারাদেশের বাজারে সর্বপ্রথম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাঁচা-পাকা লাল সবুজ রঙে কদমি, বোম্বাই, চায়না ও পেতি জাতীয় মিষ্টি রসালো লিচু সর্বত্র এলাকার বাজারগুলোতে আসতে শুরু করেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী সোনারগাঁওয়ে পানাম জাদুঘরে আসা আগত হাজার হাজার দর্শনার্থীরা নিজ বাড়িতে ফেরার পথে চোখ ধাঁধানো বছরের এই মৌসুমের মিষ্টি লিচুর স্বাদ গ্রহণের জন্য ক্রয় করে নিয়ে যায়।
সরে জমিনে ঘুরে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা, সোনারগাঁওয়ের ব্যবসায়ী জোন হিসেবে পরিচিত মোগরাপাড়া চৌরাস্তা, বাংলা বাজার, সম্মান্দি, বৈদ্যদের বাজার, সোনারগাঁও পৌরসভা, কাঁচপুরসহ বিভিন্ন হাটবাজারে আসতে শুরু করেছে বিভিন্ন মিষ্টি জাতীয় লিচু। লিচু ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায় প্রতি ১শ কদমি লিচু ৫ থেকে ৬শ। বোম্বাই প্রতি ১শ লিচু ৪ থেকে ৪শ ৫০ টাকা। চায়না প্রতি ১শ লিচু ৪ থেকে ৬শ টাকা ও দেশি পেতে লিচুপ্রতি ১শ আড়াই থেকে ৩শ টাকায় বিক্রি হচ্ছে।
উপজেলার একাধিক লিচু ফলনকারী কৃষকরা দৈনিক জনতাকে বলেন, সোনারগাঁও পৌরসভা, বৈদ্যের বাজার, মোগরাপাড়া, পিরোজপুর, সম্মান্দিসহ উপজেলার বিভিন্ন এলাকায় ছোট-বড় বাগানের লিচুর ফলন মালিকেরা বলেন এই মৌসুমে লিচুর মুকুল ভালোই ছিল। অতিরিক্ত তাপদাহের কারণে খরার ফলে গত বছরের তুলনায় এ বছর অনেকটা কম ফলন হয়। তবে লিচু বিক্রি বাজারে ক্রেতাদের লিচু ক্রয় ক্ষমতার মধ্যেই আছে। রসালো ও মিষ্টির কারণে সোনারগাঁওয়ের লিচুর মান সব লিচুর ঊর্ধ্বে। রাজধানীসহ দূর-দূরান্ত থেকে আগত পানাম সিটি এলাকার জাদুঘরে দর্শনার্থীরা কাঁচা পাকা রসালো মিষ্টি লিচু কেনার জন্য বাগানে বাগানে ভিড় জমাচ্ছে। বাজারে লিচু আসার শুরুতেই প্রবল বৃষ্টি ও শিলা বৃষ্টি হওয়া শুরু হয়েছে। বাগান মালিকদের ধারণা এই বৃষ্টিতে শিলা বৃষ্টিতে লিচুতে পোকা ধরতে পারে। আর সেই কারণে কাঁচা পাকা লিচু গাছ থেকে পেরে বাজারজাত করার চেষ্টা করছে যাতে বাগান মালিকদের ক্ষতির দিকটা কিছুটা হলো বেঁচে যায়।
সোনারগাঁও উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের এই মৌসুমে প্রচণ্ড খরার কারণে লিচুর ফলন তেমন একটা ভালো হয়নি। সময়মতো বৃষ্টি হলে লিচুর ফলন আরো অনেক ভালো হতো। লিচুগুলো আকারে আরো অনেক বড় হত। সোনারগাঁও উপজেলা কৃষি অফিস কর্মকর্তারা লিচু বাগানের মালিকদের সাথে লিচু ফলন ভালো হওয়ার লক্ষ্যে আরো অধিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
