ঢাকা , রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ , ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দ্বৈত নাগরিক সরকারি চাকুরেদের সন্ধান চলছে চারুকলায় ফ্যাসিস্টের মুখে আগুন ভোটে একমঞ্চে লড়বে ইসলামি দলগুলো মার্চ ফর গাজা’র ঘোষণাপত্র ও অঙ্গীকারনামায় যা আছে গাজায় গণহত্যা বন্ধের দাবি বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ ঊর্ধ্বমুখী সবজিও সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই-ছায়ানট দিনেদুপুরে চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালংকার লুট কিশোরগঞ্জে মেঘনায় গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু আশা করি ড. ইউনূস কথা রাখবেন- সেলিমা রহমান লিবিয়া থেকে ফিরলেন আরও ১৬৭ বাংলাদেশি ৩ মাসে বন্ধ ৬৪৮ ইটভাটা জরিমানা ২৪ কোটি বাড়ির পাশে মিলল মা-ছেলেসহ ৩ জনের বস্তাবন্দি মরদেহ আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, বাড়িঘর-দোকান ভাঙচুর চাঁদপুরে আগুনে পুড়েছে ১৭ ব্যবসা প্রতিষ্ঠান ডেঙ্গুর তীব্র ঢেউয়ের শঙ্কা প্রতিরোধে প্রস্তুতি নেই অন্ধকার থেকে উত্তীর্ণ হওয়ার বার্তা চীনের পাল্টা শুল্কে মার্কিন বাজারে ধস আইএস-আল কায়েদার পতাকা নিয়ে মিছিল

সোনারগাঁওয়ের রসালো লিচু বাজারে আসতে শুরু করেছে

  • আপলোড সময় : ১০-০৫-২০২৪ ০২:৩৮:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৪ ০২:৩৯:৪৬ অপরাহ্ন
সোনারগাঁওয়ের রসালো লিচু বাজারে আসতে শুরু করেছে সোনারগাঁওয়ের রসালো লিচু বাজারে আসতে শুরু করেছে
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে মো. মোক্তার হোসেন
সারাদেশের বাজারে সর্বপ্রথম  নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাঁচা-পাকা লাল সবুজ  রঙে কদমি, বোম্বাই, চায়না ও পেতি জাতীয় মিষ্টি রসালো লিচু সর্বত্র এলাকার বাজারগুলোতে আসতে শুরু করেছেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী  সোনারগাঁওয়ে পানাম জাদুঘরে আসা আগত হাজার হাজার দর্শনার্থীরা নিজ বাড়িতে ফেরার পথে চোখ ধাঁধানো বছরের এই মৌসুমের মিষ্টি লিচুর স্বাদ গ্রহণের জন্য ক্রয় করে নিয়ে যায়
সরে জমিনে ঘুরে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা, সোনারগাঁওয়ের ব্যবসায়ী জোন হিসেবে পরিচিত মোগরাপাড়া চৌরাস্তা, বাংলা বাজার, সম্মান্দি, বৈদ্যদের বাজারসোনারগাঁও পৌরসভাকাঁচপুরসহ বিভিন্ন হাটবাজারে আসতে শুরু করেছে বিভিন্ন মিষ্টি জাতীয় লিচুলিচু ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায় প্রতি ১শ কদমি  লিচু ৫ থেকে ৬শবোম্বাই প্রতি ১শ লিচু ৪ থেকে ৪শ ৫০ টাকাচায়না প্রতি ১শ লিচু ৪ থেকে ৬শ টাকা ও দেশি পেতে লিচুপ্রতি ১শ আড়াই থেকে ৩শ টাকায় বিক্রি হচ্ছে
উপজেলার একাধিক  লিচু ফলনকারী কৃষকরা দৈনিক জনতাকে বলেন, সোনারগাঁও  পৌরসভা, বৈদ্যের বাজার, মোগরাপাড়া, পিরোজপুর, সম্মান্দিসহ উপজেলার বিভিন্ন এলাকায় ছোট-বড় বাগানের লিচুর ফলন মালিকেরা বলেন এই মৌসুমে লিচুর মুকুল ভালোই ছিলঅতিরিক্ত তাপদাহের কারণে খরার ফলে গত বছরের তুলনায় এ বছর অনেকটা কম ফলন হয়তবে লিচু বিক্রি বাজারে ক্রেতাদের লিচু ক্রয় ক্ষমতার মধ্যেই আছেরসালো ও মিষ্টির কারণে সোনারগাঁওয়ের লিচুর মান সব লিচুর ঊর্ধ্বেরাজধানীসহ  দূর-দূরান্ত থেকে আগত পানাম সিটি  এলাকার জাদুঘরে দর্শনার্থীরা কাঁচা পাকা রসালো মিষ্টি লিচু কেনার জন্য বাগানে বাগানে ভিড় জমাচ্ছেবাজারে লিচু আসার শুরুতেই প্রবল বৃষ্টি ও শিলা বৃষ্টি হওয়া শুরু হয়েছেবাগান মালিকদের ধারণা এই বৃষ্টিতে শিলা বৃষ্টিতে লিচুতে পোকা ধরতে পারেআর সেই কারণে কাঁচা পাকা লিচু গাছ থেকে পেরে বাজারজাত করার চেষ্টা করছে যাতে বাগান মালিকদের ক্ষতির দিকটা কিছুটা হলো বেঁচে যায়
সোনারগাঁও উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের এই মৌসুমে প্রচণ্ড খরার কারণে লিচুর ফলন তেমন একটা ভালো হয়নিসময়মতো বৃষ্টি হলে লিচুর ফলন আরো অনেক ভালো হতোলিচুগুলো আকারে আরো অনেক বড় হতসোনারগাঁও উপজেলা কৃষি অফিস কর্মকর্তারা লিচু বাগানের মালিকদের সাথে লিচু ফলন ভালো হওয়ার লক্ষ্যে আরো অধিক  উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য