
বরিশাল হিজলায় দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ


বরিশাল প্রতিনিধি
জেলার হিজলা উপজেলার চর একতা বাজারে অভিযান চালিয়ে একটি দোকানের গোডাউন থেকে দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গত বুধবার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে মেঘনা নদীর তীরবর্তী চর একতা বাজারের একটি জালের দোকানের গোডাউনে গত মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য চার লাখ টাকা। পরবর্তীতে জব্দকৃত জালগুলো গত বুধবার সকালে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। অভিযানে হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বশির উদ্দিন উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ