ঢাকা , শুক্রবার, ২৩ মে ২০২৫ , ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে কি না, পুনর্বিবেচনা করবে বিএনপি শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ ছাত্রদলের আন্দোলন স্থগিত করেছেন ইশরাক পদত্যাগ করলেন কুয়েটের উপাচার্য অটোপাস দেয়া হচ্ছে না শিক্ষার্থীদের উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত গুরুত্বপূর্ণ ৫ সিদ্ধান্ত ঈদের আগেই আসছে নতুন নোট থাকছে না কোনো ব্যক্তির ছবি সাগরে রাষ্ট্রীয় তেল চুরি কুমিল্লা সীমান্তে ১৩ জনকে বিএসএফের পুশইন দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা মানবিক করিডরের নামে দেশকে যুদ্ধে নিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়- দুদু টেকসই উন্নয়নের জন্য প্রকৃতির সঙ্গে সম্প্রীতি জরুরিÑ পরিবেশ উপদেষ্টা হবিগঞ্জে দুর্ঘটনায় ২ যুবক নিহত, মহাসড়ক অবরোধ ফ্যাসিস্টের দোসর কিবরিয়া হোসনে আরা বহাল তবিয়তে সারাদেশে একই দামে ব্রডব্যান্ড ইন্টারনেট জুলাই থেকে কার্যকর ডেঙ্গুতে একদিনে ৪৬ জন হাসপাতালে ভর্তি, করোনায় সংক্রমিত ৬ জন ক্ষুদ্র ও মাঝারি পোলট্রি খামারিরা দিশেহারা আবারও পিএসএল থেকে ক্রিকেটার নিলো আইপিএল উইন্ডিজের বিপক্ষে ইংলিশ দল থেকে ছিটকে গেলেন আর্চার ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন ক্যাবরেরা

আলিফ হত্যার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না-ধর্ম উপদেষ্টা

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ১২:২৩:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ১২:২৩:৫৫ পূর্বাহ্ন
আলিফ হত্যার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না-ধর্ম উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। সেটা হোক ব্যক্তি, সংগঠন কিংবা গোষ্ঠী। তদন্ত চলছে, ফুটেজ আছে। ভিডিও ফুটেজের মাধ্যমে  হত্যাকারীদের আইনের আওতায় আনতে প্রশাসন চেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে অনেকে গ্রেফতার হয়েছে। আপনারা কেউ উত্তেজিত হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবেন না। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখবেন।
তিনি বলেন, আমরা সরকারের পক্ষ থেকে স্পষ্ট বলতে চাই, আলিফ হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের দ্রুততম সময়ে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। গতকাল শুক্রবার বেলা ১১টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জেয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং আর্থিক সহায়তা প্রদান শেষে গণমাধ্যমে দেয়া সংক্ষিপ্ত ব্রিফিংয়ে ড. আ ফ ম খালিদ হোসেন এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, গুজব একটা মারাত্মক জিনিস, আমাদের গুজব থেকে দূরে থাকতে হবে। আমাদের অভ্যন্তরীণ শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সজাগ থাকতে হবে, সতর্ক দৃষ্টি রাখতে হবে। সরকারকে বিব্রত করতে দেশে-বিদেশে একটি গোষ্ঠী তৎপরতা চালাচ্ছে। আমি দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ঘটনার পর থেকে অদ্যাবধি পর্যন্ত আপনারা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, আগামীতেও দেশ-বিদেশের সব ষড়যন্ত্র মোকাবেলা করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আশা করি আপনারা এভাবে ঐক্যবদ্ধ থাকবেন।
ধর্ম উপদেষ্টা আলহাজ শামসুল ইসলাম ফাউন্ডেশনের মাধ্যমে নিহতের পরিবারকে ১ কোটি টাকা অনুদান সংগ্রহ করে দেবেন বলে আশ্বস্ত করেন। নিহতের পরিবারকে নগদ ২ লাখ টাকা ও একটি ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পর প্রাতিষ্ঠানিক সংস্কারের কাজে হাত দিয়েছে। এরপর সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণের মাধ্যমে কাজ শেষ করবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার সাংবাদিকদের বলেন, আমরা আশ্বস্ত করতে চাই অ্যাডভোকেট আলিফ হত্যার বিচার নিশ্চিত করা হবে। বিষয়টিকে কেন্দ্র করে যাতে কোনো উসকানিমূলক ঘটনা না ঘটে সেদিকে সবার সতর্ক থাকতে হবে। দেশে-বিদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা যে দৃষ্টান্ত স্থাপন করেছি, সেটা যাতে কোনো কূপমণ্ডূকতায় আচ্ছাদিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রতিটি বিপদ মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে ঐক্যের কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। এ সময় লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স