বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ সেশনের স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে শনিবার। এবারও প্রাক-নির্বাচনী ও মূল পরীক্ষার মাধ্যমে দুই ধাপে ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হবে। এ জন্য শিক্ষার্থীদের গুনতে হবে আলাদা ফি। বুয়েটের ভর্তি বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ‘ক’ গ্রুপে প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ থাকবে। ‘খ’ গ্রুপে থাকবে প্রকৌশল বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ। আবেদনকারী শিক্ষার্থীদের অনলাইনে আবেদনপত্র পূরণের সময়ে প্রাথমিক আবেদন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে। যারা প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হবেন, তাদের ‘ক’ গ্রুপের জন্য ৮০০ টাকা এবং ‘খ’ গ্রুপের জন্য ১০০০ টাকা ফি দিতে হবে। এ টাকা জমা দিয়ে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। তবে মূলভর্তি পরীক্ষার আগে আর কোনো ফি দিতে হবে না। প্রাক-নির্বাচনী পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় মেধার ভিত্তিতে নির্বাচিত আবেদনকারীরা মূলভর্তি পরীক্ষায় অংশ নেবেন। মূলভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ ফেব্রুয়ারি। বুয়েটে ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
বুয়েটে ভর্তির আবেদন শুরু কাল
- আপলোড সময় : ২৯-১১-২০২৪ ১০:১৬:৩৪ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-১১-২০২৪ ১০:১৬:৩৪ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ