ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মেধাস্বত্ব সংরক্ষণে সেল প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির বিপুল আমদানিতেও ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল চিন্ময় দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল মুক্তিযোদ্ধা তথ্যভাণ্ডার তৈরিতে অনিয়ম এ সরকারও কুমিল্লা থেকে খুনের ইতিহাস শুরু করেছে-শামসুজ্জামান দুদু যুব সমাজ দেশে জীবন ও জীবিকার নিশ্চয়তা পাচ্ছে না-জিএম কাদের ট্রাম্পের শুল্কনীতির অস্থিরতায় বিশ্ব অর্থনীতির ঝুঁকি বাড়ছে সাংবাদিকদের ওপর নির্যাতন বাড়ছে পাচার অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ২৩৯৯ কোটি টাকা ব্যয়ে ক্রয় কমিটিতে ১২ প্রস্তাব অনুমোদন প্রশাসন ক্যাডারের তরুণদের হতাশা-ক্ষোভ গুচ্ছে থাকছে ২০ বিশ্ববিদ্যালয় ৯ বছরেও ফেরেনি রিজার্ভ চুরির অর্থ কারাগার থেকে ফেসবুক চালানো সম্ভব নয় ৮ ফেব্রুয়ারি ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ-আসিফ নজরুল এক সপ্তাহ পর ক্লাসে ফিরলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কোটায় উত্তাল জাবি সংখ্যানুপাতিক নির্বাচনব্যবস্থা সমর্থন করছি না-মান্না চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪৬ নেতাকর্মী গ্রেফতার বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ঋণের সুদহার স্মার্ট পদ্ধতি প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক

  • আপলোড সময় : ১০-০৫-২০২৪ ০২:৩১:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৪ ০২:৩১:৫৬ অপরাহ্ন
ঋণের সুদহার স্মার্ট পদ্ধতি প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক
ঋণের সুদহার নির্ধারণের পদ্ধতি স্মার্ট (সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল) প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংকএবার সুদহার ছেড়ে দেওয়া হলো বাজারের ওপরএক্ষেত্রে পাঁচটি নির্দেশনা দেওয়া হয়েছেগত বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছেএতে বলা হয়, ব্যাংকঋণের সুদহার সম্পূর্ণ বাজারভিত্তিক করার লক্ষ্যে স্মার্ট প্রত্যাহার করা হলোব্যাংক খাতে ঋণের চাহিদা ও ঋণযোগ্য তহবিলের যোগান সাপেক্ষে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ঋণের সুদহার নির্ধারিত হবেঋণের বাজারভিত্তিক সুদহার নির্ধারণে ৫ নির্দেশনা পরিপালন করতে হবেনির্দেশনা পাঁচটি হলো - ব্যাংকগুলো খাতভিত্তিক সুদহার ঘোষণা করবেঝুঁকি বিবেচনায় নিয়ে ঘোষিত সুদহারের সঙ্গে ১ শতাংশ বাড়িয়ে বা কমিয়ে ঋণ বিতরণ করতে পারবেঋণের মঞ্জুরিপত্রে সুদহার অপরিবর্তনশীল বা পরিবর্তনশীল কি না, তা উল্লেখ থাকতে হবেকোনো ঋণের সুদহার পরিবর্তনশীল হলে তা বছরে সর্বোচ্চ কতবার বাড়ানো হবে এবং এ বৃদ্ধি কত শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে, তা আবশ্যিকভাবে মঞ্জুরিপত্রে উল্লেখ থাকতে হবেকোনো ঋণ অথবা ঋণের কিস্তি সম্পূর্ণ বা আংশিক মেয়াদোত্তীর্ণ হিসেবে চিহ্নিত হলে যে সময়ের জন্য মেয়াদোত্তীর্ণ হবে, সে সময়ে চলমান ঋণ বা তলবি ঋণের ক্ষেত্রে সম্পূর্ণ ঋণস্থিতির ওপর এবং মেয়াদি ঋণের ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ কিস্তির ওপর সর্বোচ্চ ১ দশমিক ৫ শতাংশ দণ্ড সুদ আরোপ করা যাবেব্যাংক কর্তৃক ঘোষিত সুদহারের অতিরিক্ত কোনো সার্ভিস চার্জ আদায় করা যাবে নাবাংলাদেশ ব্যাংক বা সরকার কর্তৃক গঠিত প্রণোদনা প্যাকেজ, বিশেষ তহবিল, পুনঃঅর্থায়ন, প্রাক-অর্থায়ন তহবিলের আওতায় দেয়া ঋণের সুদহার নির্ধারণে সংশ্লিষ্ট তহবিলের জন্য প্রণীত নীতিমালা প্রযোজ্য হবে
আন্তঃব্যাংক ডলার লেনদেন চালু করতে কারেন্সি সোয়াপ বন্ধ: কারেন্সি সোয়াপের মাধ্যমে ব্যাংকগুলোর হাতে থাকা উদ্বৃত্ত ডলার জমা রেখে টাকা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংকআন্তঃব্যাংক ডলার লেনদেন চালু করতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকএকই সঙ্গে রেমিট্যান্সের ডলার কেনায় ব্যাংকগুলো নিজেদের তহবিল থেকে কোনো প্রণোদনা দিতে পারবে না, তবে চালু থাকবে সরকারি প্রণোদনাগত বুধবার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে এক সভায় এ নির্দেশনা দেওয়া হয়বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি মাস মের প্রথম সপ্তাহ পর কারেন্সি সোয়াপের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা থাকা ডলারের বকেয়া রয়েছে এক দশমিক এক বিলিয়ন ডলারবাণিজ্যিক ব্যাংকগুলো এসব ডলার জমা রেখে ১১০ টাকা দরে টাকা নিয়েছেকেন্দ্রীয় ব্যাংকের কাছে বিভিন্ন মেয়াদে এসব ডলার জমা রেখেছে ব্যাংকগুলোমেয়াদ শেষে এসব ডলার ফিরিয়ে নেবে তারাডলার জমা রেখে বাণিজ্যিক ব্যাংকগুলো ১২ হাজার ১০০ কোটি টাকা নিয়েছে বলে জানয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তাএকটি বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহী জানান, বুধবারের সভায় নির্দেশনা দেওয়া হয়েছে রেমিট্যান্স কেনায় ব্যাংকগুলো নিজেদের তহবিল থেকে প্রণোদনা দিতে পারবে নাতবে সরকারি আড়াই শতাংশ প্রণোদনা অব্যাহত থাকবেএর আগে গতে বছরের অক্টোবরে এবিবি-বাফেদার মাধ্যমে ব্যাংকগুলোর নিজেদের তহবিল থেকে রেমিট্যান্সের ডলারে সর্বোচ্চ আড়াই শতাংশ প্রণোদনা দেওয়ার নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংকএখন আগের তুলনায় ডলারের রেট ভালো হওয়ায় যে বেঞ্চমার্ক রেট ঠিক করে দেওয়া হয়েছে সেটি বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স