রণক্ষেত্র পাকিস্তানের ইসলামাবাদ
- আপলোড সময় : ২৭-১১-২০২৪ ১১:০৩:৪৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-১১-২০২৪ ১১:০৩:৪৭ পূর্বাহ্ন
* মূল কেন্দ্র ডি-চক দখল ইমরান খানের সমর্থকদের
* এখন পর্যন্ত নিহত ৬
* ছোড়া হয় ব্যাপক কাঁদানে গ্যাস
* ইসলামবাদ অভিমুখে ঢল অব্যাহত আছে পিটিআই নেতাকর্মীদের
* কেউ গাড়িতে করে, কেউ পায়ে হেঁটে রওয়ানা দিয়েছেন চূড়ান্ত আন্দোলনে যোগ দিতে
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা বিক্ষোভ সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। এরইমধ্যে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ পরিস্থিতিতে ইসলামাবাদে সেনা মোতায়েন করেছে প্রশাসন। এমনকি দাঙ্গা নিয়ন্ত্রণে প্রয়োজনে গুলির নির্দেশও দেয়া হয়েছে। এর আগে পুলিশ, রেঞ্জার্স, ও সেনাবাহিনীর বাধা টপকে ইসলামাবাদের মূল কেন্দ্র ডি-চকে পৌঁছে প্রায় দখল করেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা। তবে ডি-চকে পৌঁছানোর পর তারা আবারও বাধার মুখে পড়েন বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম। এছাড়া ডি-চকের মূল স্থানের আগে কনটেইনার দিয়ে বাধা সৃষ্টি করে রাখা হয়েছিল। সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, ডি-চকে ইমরান খানের সমর্থকদের লক্ষ্য করে ব্যাপক কাঁদানে গ্যাস ছোড়া হয়।
আদালতের নির্দেশ আর কড়া নিরাপত্তা সত্ত্বেও ইসলামবাদ অভিমুখে ঢল অব্যাহত আছে পিটিআই নেতাকর্মীদের। কেউ গাড়িতে করে, কেউ পায়ে হেঁটে রওয়ানা দিয়েছেন ইমরান খানের ডাকা চূড়ান্ত আন্দোলনে যোগ দিতে। শহরের প্রবেশমুখে কন্টেইনার দিয়েও থামানো যাচ্ছেনা তাদের। বাধা উপেক্ষা করে স্থানীয় সময় গত সোমবার রাতেই রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে যায় পিটিআই নেতাকর্মীদের গাড়িবহর। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় তাদের। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি সাংবাদিকদের বলেন, শ্রীনগর মহাসড়কে বিক্ষোভকারীরা নিরাপত্তাবাহিনীর সদস্যদের ওপর গাড়ি উঠিয়ে দেয়ায় ৬ জন নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন জায়াগায় সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক। এরইমধ্যে গ্রেফতার করা হয়েছে পিটিআইয়ের ৪ হাজার নেতাকর্মীকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসলামাবাদে সেনা মোতায়েন করেছে প্রশাসন। দাঙ্গা নিয়ন্ত্রণে প্রয়োজনে গুলির নির্দেশও দেয়া হয়েছে। এছাড়া পাঞ্জাব প্রদেশে ১৪৪ ধারার সময়সীমা আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে।
গত রোববার সারা দেশ থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দেন ইমরানের সমর্থকরা। তারা সাবেক প্রধানমন্ত্রীর মুক্তি ও এই সরকারের পদত্যাগ দাবি করছে। এছাড়া ইমরানের সমর্থকদের আরেকটি বড় দাবি হলো সংবিধানের ২৬ তম সংশোধনী বাতিল করতে হবে। যেটির মাধ্যমে মূলত দেশটির উচ্চ আদালতের স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। ডি-চকে উপস্থিত ডনের সাংবাদিক জানিয়েছেন, তিনি ইমরানের কয়েক ডজন সমর্থককে কনটেইনার বেয়ে অপরপাশে যেতে দেখেছেন। ওই সময় একটি কনটেইনারের ওপর সেনাবাহিনীর সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ইসলামাবাদের পরিস্থিতির অবনতি হওয়ায় শেহবাজ শরীফের সরকার সংবিধানের ২৪৫ ধারা অনুযায়ী সেখানে সেনাবাহিনী মোতায়েন করেছে। অপর সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ইমরান খানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বাধীন বিশাল বহর ইসলামাবাদের জিরো পয়েন্টে এসে পৌঁছেছে। তারা সেখানে পৌঁছানোর পর তাদের লক্ষ্য করে বিপুল কাঁদানে গ্যাস ছোড়া হয়। অপরদিকে ইমরানের সমর্থকদের আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা গেছে। সব বাধা দিয়েও ইমরানের সমর্থকদের আটকাতে না পারায় রাওয়ালপিন্ডি থেকে পুলিশের আরও এক হাজার সদস্যকে ডেকেছে স্থানীয় প্রশাসন।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় নিজেদের তিন সদস্য নিহত হওয়ার তথ্য জানিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। তবে পিটিআইয়ের হামলায় আধাসামরিক বাহিনী রেঞ্জার্স ও পুলিশের ছয় সদস্য নিহত হওয়ার দাবি করেছে দেশটির সরকার। ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে মাসের শুরুতে কারাগার থেকে সমাবেশের ডাক দেন ইমরান খান। একে তিনি ‘চূড়ান্ত ডাক’ বলে অভিহিত করেছেন। এই ডাকে সাড়া দিয়ে সোমবার থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে যাত্রা শুরু করে ইমরানের সমর্থকরা। সমর্থকদের দাবি, ইমরান খানসহ পিটিআই দলের যে নেতারা বন্দি আছেন, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ