
ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু
- আপলোড সময় : ২৭-১১-২০২৪ ১০:৩৩:৫৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-১১-২০২৪ ১০:৩৩:৫৭ পূর্বাহ্ন


গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে মারা গেছেন ১০ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৭১ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮ হাজার ৭১৫ জন। শুধু নভেম্বর মাসে ডেঙ্গুতে মারা গেছেন ১৫৬ জন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৫২২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৩৭৩ জন, বাকি ২ হাজার ১৪৯ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ