বিনোদন ডেস্ক
বিশ্বখ্যাত ব্রিটিশ গীতিকার ও সংগীতশিল্পী অ্যাডেল তার লাস ভেগাসে অনুষ্ঠিত শেষ রেসিডেন্সি শোয়ের সময় এক আবেগপূর্ণ বিদায়ী ভাষণ দিয়েছেন। গত শনিবার রাতে সিজার্স প্যালেসের কলোসিয়াম থিয়েটারে অনুষ্ঠিত এ শোয়ের মাধ্যমে শেষ হলো তার ‘উইকেন্ডস উইথ অ্যাডেল’ রেসিডেন্সি। এ সময় অ্যাডেল উপস্থিত দর্শকদের উদ্দেশে বলেন, ‘এই শোটি অনেক সুন্দর ছিল এবং আমি আপনাদের খুব মিস করব। আমি জানি না পরবর্তী সময়ে কবে আবার পারফর্ম করব; কিন্তু আমি এখন কিছুই করছি না। আমি আসলে ভয় পাচ্ছি, কারণ আমার আগামী দিনের জন্য কোনো পরিকল্পনা নেই।’ অ্যাডেল তার এই রেসিডেন্সি শো শুরু করেছিলেন ২০২২ সালের নভেম্বরে এবং চলতি বছর তিনি ঘোষণা করেছিলেন যে, তিনি কিছু সময় সংগীত থেকে বিরতি নেবেন। জুলাই মাসে তিনি জানিয়েছিলেন, সংগীত নিয়ে তার নতুন কোনো পরিকল্পনা নেই, তিনি বড় একটা বিরতি নিতে চান এবং কিছু অন্যরকম সৃজনশীল কাজ করতে চান কিছু সময়ের জন্য। এরপর শোয়ের একেবারে শেষ ভাগে অ্যাডেল দর্শকদের আশ্বস্ত করে আরও বলেন, ‘আমি যা ভালো জানি তা হলো গান গাওয়া। আমি জানি না পরবর্তী সময়ে কবে আবার মঞ্চে উঠতে পারব, তবে আমি আপনাদের ভালোবাসি। আমি অবশ্যই ফিরে আসব।’ অ্যাডেল তার রেসিডেন্সি শো করার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আমি বিশেষত আমার ছেলে অ্যাঞ্জেলোর জন্য রেসিডেন্সি শো করার সিদ্ধান্ত নিয়েছিলাম, যাতে তার জীবন স্বাভাবিক থাকে।’ তিনি আরও জানান, রেসিডেন্সি শো করার মাধ্যমে তিনি এখন সপ্তাহান্তে তার ছেলের সঙ্গে সময় কাটাতে পারবেন। এ ছাড়া অ্যাডেল তার হবু স্বামী রিচ পলকেও ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘রিচ সবসময় আমাকে সমর্থন দেয় এবং আমাকে এমন অনুভব করায় যেন আমি যা খুশি করতে পারি।’ মঞ্চে সেলিন ডিওনের কথাও উল্লেখ করেন অ্যাডেল। অক্টোবর মাসে সেলিন ডিওন তার শোতে উপস্থিত ছিলেন এবং অ্যাডেল জানান, সেলিনের উপস্থিতি তার জন্য একটি বিশেষ মুহূর্ত ছিল। এই অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘আমি এক সপ্তাহ ধরে কেঁদেছিলাম, কারণ সেলিন যখন আমার শোতে এসেছিলেন, এটি ছিল পুরোপুরি একটি সার্কেল মুহূর্ত। এ কারণেই আমি এখানে শো করতে চেয়েছিলাম।’ অ্যাডেলের বিদায়ী ভাষণটি ছিল অত্যন্ত আবেগপূর্ণ এবং তার পরবর্তী পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা থাকলেও, তিনি নিশ্চিত করেছেন যে একদিন তিনি আবারও মঞ্চে ফিরবেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata