ঢাকা , বুধবার, ০২ জুলাই ২০২৫ , ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মূল ফোকাস জাতীয় নির্বাচন টার্গেট ফেব্রুয়ারি এপ্রিল : সিইসি প্রতিবছর জুলাই অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কার ইস্যুতে ঐকমত্যে অনিশ্চয়তা ইরান থেকে ঢাকায় পৌঁছালেন ২৮ বাংলাদেশি ২৩৯ কোটি টাকা ব্যয়ে হবে বিদ্যুতের ১০ সাবস্টেশন নির্মাণ হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত বিচারের দাবি শেষবারের মতো পর্দায় ফিরছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ শুধু পুরুষদের বিনোদনের জন্য ভাবা হতো আমাকে : স্কারলেট মাফিয়া চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আমির খান বিজয়ের সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন ফাতিমা এবার পাইরেসির কবলে পড়লো ‘কান্নাপ্পা’ ব্যস্ততার মাঝেই জন্মদিন পালন করলেন জয়া শাকিব খানকে ‘মেগাস্টার’ বলতে নারাজ জাহিদ হাসান নিজের মৃত্যুর গুজব নিয়ে যা জানালেন মাহি আবারও ৪৮ ঘণ্টার আলটিমেটাম তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৬ জনকে গ্রেফতারের নির্দেশ ছয় মাসে কর্মস্থলে ঝরেছে ৪২২ শ্রমিকের প্রাণ

‘পুষ্পা টু’ সিনেমার আইটেম গান নিয়ে হতাশ দর্শকরা

  • আপলোড সময় : ২৬-১১-২০২৪ ০৯:৩২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৪ ০৯:৩২:০৭ অপরাহ্ন
‘পুষ্পা টু’ সিনেমার আইটেম গান নিয়ে হতাশ দর্শকরা
বিনোদন ডেস্ক
আল্লু অর্জুন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা টু’। সিনেমাটির আইটেম গান নিয়ে নাটকীয়তা কম হয়নি। সর্বশেষ গানটিতে আইটেম কন্যা হয়েছেন দক্ষিণী সিনেমার অভিনেত্রী শ্রীলীলা। কিছু দিন আগে গানটিতে শ্রীলীলার ফার্স্ট লুক প্রকাশ্যে আসে। তারপর দর্শকদের আগ্রহের পারদ আরো চড়তে থাকে। গত রোববার রাতে ‘কিসসিক’ শিরোনামের আইটেম গানটির লিরিক্যাল ভিডিও টি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। তামিল, তেলেগু ও হিন্দি ভার্সন প্রকাশ করেছেন নির্মাতারা। লিরিক্যাল ভিডিওতে পুরো গান শোনা গেছে, মাঝে দেখা গেছে শ্রীলীলা আর আল্লু অর্জুনের ঝলক। কিন্তু সামান্থার মতো প্রত্যাশা পূরণ করতে পারেননি শ্রীলীলা। পাশাপাশি গানের কথা ও সুর অনেকেরই মন স্পর্শ করেনি। আইটেম গানটির তেলেগু ভার্সন দেখে একজন লেখেন, ‘‘শ্রীলীলা আগুন। আর সামান্থা দাবানল।’’ আরেকজন লেখেন, ‘‘সত্যি বলছি, এটি খুবই বিরক্তিকর। সামান্থার ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ সর্বকালের সেরা।’’ হিন্দি ভার্সন দেখে একজন লেখেন, ‘‘পুষ্পা’’ অ্যালবামকে কখনো অতিক্রম করতে পারবে না ‘পুষ্পা টু’ অ্যালবাম।’’ আরেকজন লেখেন, ‘‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গানের সঙ্গে এটা তুলনাই করা যায় না।’’ কেউ কেউ বলছেন, ‘‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গানটি ছিল ইন্টারন্যাশনাল, এটা ন্যাশনাল।’’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। ‘পুষ্পা: দ্য রাইজ’ বা ‘পুষ্পা’ সিনেমায় প্রথমবারের মতো আইটেম গানে পারফর্ম করেন সামান্থা রুথ প্রভু। ২০২১ সালের ১০ ডিসেম্বর আইটেম গানটির একটি লিরিক্যাল ভিডিও ইউটিউবে মুক্তি পায়। ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ শিরোনামের এই গান মুহূর্তের মধ্যেই আলোচনায় চলে এসেছিল। শুধু তাই নয়, সামান্থার এই আইটেম গান বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছিল। ‘পুষ্পা টু’ সিনেমার দ্বিতীয় পার্টের আইটেম গানে পারফর্মের জন্য সামান্থাকে প্রস্তাব দেওয়া হলে তা ফিরিয়ে দেন সামান্থা। এ অভিনেত্রী প্রস্তাব ফেরানোর পর বেশ কয়েকজন ভারতীয় নায়িকার নাম আলোচনায় উঠে আসে। এ তালিকায় ছিলেন— মালাইকা আরোরা, কাজল আগরওয়াল, দিশা পাটানি, তৃপ্তি দিমরি, শ্রদ্ধা কাপুর, শ্রীলীলা। সর্বশেষ গানটিতে পারফর্ম করেন ২৩ বছর বয়সি শ্রীলীলা। প্রথম পার্টের মতো ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয় পার্টে জুটি বেঁধে অভিনয় করেছেন আল্লু অর্জুন-রাশমিকা। ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যাবে ফাহাদ ফাসিলকে। সুকুমার পরিচালিত এ সিনেমা আগামী ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য