ঢাকা , রবিবার, ০৬ জুলাই ২০২৫ , ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ৬১৩: জাতিসংঘ প্রাচীরে ধাক্কা খেয়ে উল্টে গেল গাড়ি, বরসহ নিহত ৮ মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণ পৌঁছেছে ৩৭ ট্রিলিয়ন ডলারে টেক্সাসে হঠাৎ বন্যায় ২৪ জনের মৃত্যু, নিখোঁজ ২৫ শিশু পাকিস্তানে অফিস বন্ধ করল মাইক্রোসফট, কর্মী ছাঁটাই ভুলবশত নিজেদের ছোড়া গুলিতে ৩১ ইসরায়েলি সেনা নিহত: রিপোর্ট চুক্তি নবায়ন করতে আলোচনার টেবিলে মেসি ক্লাব বিশ্বকাপের শেষ চারে পৌঁছে গেলো চেলসি ক্লাব বিশ্বকাপের সেমির টিকেট পেলো ব্রাজিলের ফ্লুমিনেন্স ধ্বংসস্তূপ থেকে ইংল্যান্ডকে টেনে তুললেন ব্রুক-স্মিথ লিড পেয়েও অস্বস্তিতে অস্ট্রেলিয়া পিছিয়ে গেলো ভারত সিরিজ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা দারিদ্র্য, প্রতারণা আর দালাল চক্রের ভয়াবহ বাস্তবতা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ হাসপাতালে ভর্তি ৮৬ প্রতিদিন সড়কে ঝরছে ১৫ প্রাণ গোলাম মাওলা রনি টেলিভিশন টকশোতে অসত্য তথ্য ছড়াচ্ছেন-প্রেসসচিব আরও ৮ জনের করোনা শনাক্ত দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন-জামায়াত আমির

পরীর উঠানে শিক্ষার্থীদের ভিড়

  • আপলোড সময় : ২৬-১১-২০২৪ ০৯:৩০:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৪ ০৯:৩০:২৮ অপরাহ্ন
পরীর উঠানে শিক্ষার্থীদের ভিড়
বিনোদন ডেস্ক
কিছুদিন ধরে সময়টা ভালো যাচ্ছে না পরীমণির। নিজ জন্মস্থান বরিশালে নানার মৃত্যুবার্ষিকী পালন করতে এসে দুটি দুঃসংবাদ পেয়েছেন পরী। তার একটি হলো নায়িকার প্রথম স্বামীর মৃত্যু, আরেকটি হলো পরিচালক শাহ আলম মণ্ডলের প্রয়াণ; যার হাত ধরে সিনেমা জগতে নিজের নাম লিখিয়েছিলেন পরীমণি। এই মুহূর্তে শ্যুটিং ছেড়ে নানাবিধ কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এই ঢাকাই নায়িকা। এছাড়াও সামাজিক মাধ্যমে প্রায় সময়ই ব্যক্তিজীবনের নানান মুহূর্ত অনুরাগীদের কাছে ভাগ করে নিতে দেখা যায় পরীকে। বর্তমানে তিনি বরিশাল রয়েছেন। সেখান থেকে একাধিক ভিডিও, ছবি প্রকাশ্যে এনেছেন নায়িকা। গতকাল মঙ্গলবার সকালে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন পরীমণি। সেই ভিডিওতে দেখা যায়, সকাল সকাল পরীর বাড়ির উঠানে একঝাঁক শিক্ষার্থী জড়ো হয়েছেন! নায়িকার সঙ্গে মূলত দেখা করতেই স্কুল পড়ুয়া সেই শিক্ষার্থীগুলো পরীর বাড়িতে ভিড় করে। ভিডিওতে দেখা যায়, প্রায় প্রতিটি শিক্ষার্থীই পরীকে এক নজর দেখার জন্যে উৎসুক! এ সময় পরীকে মজার ছলে বলতে শোনা যায়, ‘তোমাদের টিচারকে নালিশ করব, তোমরা স্কুল পালিয়ে এসেছ নাকি?’ এরপরই তাদেরকে বিকেলে আসার কথা বলেন নায়িকা। তার কথায় বিকেলে আবারও চলে আসে তারা। তবে এবার শুধু শিক্ষার্থীরাই ছিলেন না, সঙ্গে ছিলেন এলাকার আরও কিছু সাধারণ উৎসুক মানুষেরাও। পরে সবার সঙ্গে একে একে সেলফি তোলেন নায়িকা। তখন পরীর সঙ্গে দেখা করতে আসা সবার সঙ্গে সাক্ষাৎ হয়েছে নায়িকার দুই সন্তানেরও। ছবি তোলা শেষে রীমণির ছেলে সবাইকে হাত তুলে বিদায় জানায়। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে পরী লেখেন, ‘আমার জন্য সকাল সকাল নানু বাড়ির উঠানে একরাশ ভালোবাসার ছড়াছড়ি! কি লাগে এক জীবনে আর! আমি তোমাদেরই লোক এই আমার পরম পাওয়া।’ ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়াতেই পরীমণির অনুরাগীরা নায়িকার মন্তব্য ঘর ভালোবাসায় ভরিয়ে দেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য