ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
হিজাব বিতর্কে শিক্ষক বরখাস্ত উত্তাল ভিকারুননিসা আজ জাতীয় নির্বাচনের রোডম্যাপ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ডাকসু নির্বাচনে প্রচারণায় উৎসবমুখর ঢাবি ক্যাম্পাস প্রকৌশল শিক্ষার্থীদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গাজীপুরে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি জেনেভা ক্যাম্পে সেনা অভিযানে গ্রেফতার ১১ গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ভূমিদস্যু ও জালিয়াতি সম্রাট আসলামের অবৈধ কর্মকাণ্ডে গোপন তদন্ত শুরু ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৭ বাংলাদেশি প্রধান আসামির মৃত্যুদণ্ড সহযোগীর পাঁচ বছর কারাদণ্ড জটিল রোগে ৩ লাখ টাকা পাবেন সরকারি কর্মচারীরা আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালের বিচার শুরু কর্মস্থলে শ্রমিকের মৃত্যু কমছে না আমতলীতে যুবদল নেতাদের বিরুদ্ধে মিথ্যে ও ভিত্তিহীন বানোয়াট সংবাদ প্রকাশে নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন যুবদল নেতা আমতলীতে প্রতিবন্ধীর জমি দখলের পায়তারা,সালিশ বৈঠকে বসে মারামারির অভিযোগ উঠেছে ফরিদপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নিয়মিত মাসোহারা নিচ্ছে পুলিশ ভিকারুননিসায় হিজাবকাণ্ড অভিযুক্ত সেই শিক্ষিকা বরখাস্ত প্রণোদনার বীজ আমদানিতে অমিত-বঙ্গ সিন্ডিকেট বহাল ৩০৯ আবেদনের নিষ্পত্তি

অনুদান না পেলেও গ্রীনলাইট পেলো নুহাশের ‘মুভিং বাংলাদেশ’

  • আপলোড সময় : ২৬-১১-২০২৪ ০৯:২৯:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৪ ০৯:২৯:৫৩ অপরাহ্ন
অনুদান না পেলেও গ্রীনলাইট পেলো নুহাশের ‘মুভিং বাংলাদেশ’
বিনোদন ডেস্ক
চার বছর আগে ‘মুভিং বাংলাদেশ’ নামের সিনেমা বানানোর ঘোষণা দিয়েছিলেন নুহাশ হুমায়ূন। চলচ্চিত্রটি নির্মাণের জন্য তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় থেকে ৫০ লাখ টাকা বরাদ্দ পেয়েছিলেন তিনি। সম্প্রতি সিনেমাটির জন্য ৫০ লাখ টাকার অনুদান বাতিল করে মন্ত্রণালয়। কারণ দশানো হয়, সিনেমা বানানো তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের কাজ না। তাই আপাতত সিনেমায় বিনিয়োগের পদক্ষেপ থেকে সরে আসা হয়েছে। নুহাশ হুমায়ূনের ‘মুভিং বাংলাদেশ’ ছবির প্রযোজক আরিফুর রহমান। তিনি বলেছিলেন, ‘যে টাকাটা এখান থেকে সরে গেল, সেটা হয়ত আমাদের জোগাড় করতে হবে, কিন্তু ছবি আমরা বানাবই। হয়ত সময় লাগবে।’ বিষয়টি নিয়ে গণমাধ্যমকে এক মুঠোবার্তায় নির্মাতা নুহাশ হুমায়ুন বলেন, ‘এটা তরুণদের গল্প, যারা দেশে ইতিবাচক পরিবর্তন আনতে চায়। এটি প্রথম বাংলাদেশি ছবি, যেটা সানডান্স উৎসব, তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা পেয়েছে। নতুন সরকার দেশের সংস্কৃতি খাতের বিভিন্ন উদ্যোগে বিনিয়োগ করছে।’ সরকারের প্রতি নুহাশ হুমায়ুনের অনুরোধ, ‘বিনয়ের সঙ্গে বলতে চাই, এ রকম (মুভিং বাংলাদেশ) প্রজেক্টে বাধা না দিয়ে সহযোগিতা করা উচিত।’ এদিকে সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রযোজক আরিফুর। ‘মুভিং বাংলাদেশ’ বিষয়ে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন তিনি। এদিকে তাইওয়ানের তাইপে ফিল্ম কমিশনের ৮৯ হাজার ৮০০ ডলারের তহবিল পেয়ে প্রথম আলোচনায় আসে ‘মুভিং বাংলাদেশ’। বাংলাদেশি অর্থে বর্তমানে যা ১ কোটি ৭ লাখ টাকার বেশি। সিনক্রাফ্ট ফিল্ম ফান্ড থেকে পেয়েছিল ২৫ লাখ টাকা। সিনেমাটি টোকিও গ্রান্ট ফাইনান্সিং মার্কেট, কান উৎসবের মার্শে দ্যু ফিল্ম বাজার, লোকার্নো চলচ্চিত্র উৎসব ও ভারতের ফিল্ম বাজার থেকেও নানা সহযোগিতা পেয়েছে। উল্লেখ্য, দেশের তরুণদের ইতিবাচক নানা দিক তুলে ধরবে সিনেমাটি। চিত্রনাট্য তৈরির কাজ শেষ করে আগামী বছর শ্যুটিং শুরু হবে। এরই মধ্যে সিনেমার শিল্পী ও কলাকুশলীদের নাম ঘোষণা করা হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য