ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

মামলা না নিলে ওসি ‘সাসপেন্ড’-ডিএমপি কমিশনার

  • আপলোড সময় : ২৬-১১-২০২৪ ১২:২৯:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৪ ১২:২৯:৫৭ পূর্বাহ্ন
মামলা না নিলে ওসি ‘সাসপেন্ড’-ডিএমপি কমিশনার
এজাহার হিসেবে গ্রহণ করার মত বিষয় হওয়ার পরও মামলা না নিলে থানার ওসিদের ‘এক মিনিটে সাসপেন্ড’ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগরের পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
গতকাল সোমবার ডিএমপি সদর দপ্তরে ব্যাটারিচালিত অটোরিকশা চালক-মালিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এমন হুঁশিয়ারি দেন।
ঢাকা মহানগরে ব্যাটারির রিকশা বন্ধে উচ্চ আদালতের নির্দেশের প্রেক্ষিতে সড়ক অবরোধ এবং এর জেরে পুলিশি ‘হয়রানির নানা বিষয় ডিএমপি কমিশনারের সামনে তুলে ধরেন চালক-মালিকরা।
রিকশাচালকরা সড়কে উঠলে ‘পুলিশের হাতে মারধর’ এবং রিকশার ব্যাটারি খুলে নিলামে বিক্রি করে দেওয়াসহ নানা বিষয়ে ডিএমপি কমিশনারের কাছে অভিযোগ করেন।
বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া ওই বৈঠকে ডিএমপি কমিশনার প্রত্যেকের কথা শোনেন এবং উচ্চ আদালতে রিকশাচালকদের পক্ষে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।
প্যাডেল চালিত রিকশা সমিতি করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে গত ১৯ নভেম্বর হাই কোর্ট ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেয়।
এরপর প্রায় প্রতিদিনই ঢাকার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। কয়েক জয়েগায় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষও হয়েছে।
এই প্রেক্ষাপটে হাই কোর্টের আদেশের বিরুদ্ধে সোমবার আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
রিকশা চালক-মালিকদের সঙ্গে বৈঠকে একজন চালক ডিএমপি কমিশনারকে বলেন, তাকে কামরাঙ্গীরচর এলাকায় রোববার ও এর আগে একদিন ‘মারধর’ করা হয়।
এমন অভিযোগের প্রেক্ষিতে ডিএমপি কমিশনার বলেন, আপনি মামলা করেননি কেন? মামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটে সাসপেন্ড করা হবে।
চাঁদাবাজি নিয়ে অভিযোগের প্রেক্ষিতে ‘গত ৫০ বছরেও চাঁদাবাজি বন্ধ করা যায়নি’ মন্তব্য করে ডিএমপি কমিশনার বলন, রিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরীবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়।
যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তার আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদাবাজি বন্ধে কমিটি করার পরামর্শ দিয়ে তিনি বলেন, রিকশাচালকরা থানার ওসিকে নিয়ে কমিটি করেন। কমিটি চাঁদাবাজি বন্ধে কাজ করবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স