ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙনে দিশাহারা হাজারো পরিবার শুল্ক চাপে ব্যবসা-বাণিজ্য হঠাৎ অস্থির শিক্ষাঙ্গন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন তারেক রহমান ফেব্রুয়ারির নির্বাচনই বিএনপির সামনে এখন চ্যালেঞ্জ-মির্জা ফখরুল পুরুষশূন্য জোবরা গ্রাম, চবি ক্যাম্পাসে উৎকণ্ঠা অর্ধশত শিক্ষার্থীর মাথায় অস্ত্রের কোপ অনেকের থেঁতলে গেছে হাত-পা নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই -আসিফ নজরুল আরও ৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা নীতিমালা সংশোধন ভোট কক্ষের সংখ্যা কমছে নির্বাচনে তিন বাহিনীকে কাজে লাগানো হবে -স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন কৌশল নতুন চ্যালেঞ্জে নির্বাচন কমিশন ২১৩০ কোটি টাকায় আলেকজান্ডারকে দলে ভেড়ালো লিভারপুল ফাইনাল হেরে কর্মকর্তার মুখে থুতু দিলেন সুয়ারেজ! ভায়োকানোর বিপক্ষে হোঁচট খেলো বার্সা মাঠে ডিম পাড়লো পাখি, এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হলো স্টেডিয়াম পুরুষদের থেকেও বেশি প্রাইজমানি ঘোষণা নারী বিশ্বকাপে! পোরশায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‍্যালিও পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে উন্ডিজ বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল ‘আইএমজি’

রিকশার ধাক্কায় জাবি শিক্ষার্থী নিহতের ঘটনায় চালক আটক

  • আপলোড সময় : ২৬-১১-২০২৪ ১২:২৮:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৪ ১২:২৮:১১ পূর্বাহ্ন
রিকশার ধাক্কায় জাবি শিক্ষার্থী নিহতের ঘটনায় চালক আটক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটোরিকশার ধাক্কায় আফসানা করিম রাচি নিহতের ঘটনায় আরজু নামের এক রিকশা চালককে আটক করা হয়েছে। গত রোববার রাত ২ টার দিকে আশুলিয়া থানা পুলিশ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে তাকে আটক করে নিয়ে যায়। এর আগে গত রোববার দুপর ২ টার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের গেরুয়া থেকে তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তারা। খোঁজ নিয়ে জানা যায়, ঘটনার দিন দুর্ঘটনা কবলিত রিকশায় আবু হায়াত ও নাহিদ নামের দুই জন যাত্রী ছিলেন এবং একজন পথচারী ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। এদের মধ্যে নাইম নামের একজন নির্মাণাধীন লাইব্রেরি ভবনের ঠিকাদারি প্রতিষ্ঠান অনিক এন্টারপ্রাইজের অপারেটর। অপর জন আবু হায়াত ও পথচারী নাইম সমাজবিজ্ঞান এক্সটেনশন ভবনের নির্মাণ শ্রমিক। রিকশার যাত্রী ও প্রত্যক্ষদর্শী পথচারী তিনজন মিলে দুর্ঘটনা কবলিত রিকশাটি শনাক্ত করলে গত রোববার দুপুরে এর চালক আরজুকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার দিন শ্রমিক নাহিদ ও হায়াত টারজান থেকে এই রিকশায় উঠে বিশ্ববিদ্যালয় ত্যাগ করছিলেন। তারা নিশ্চিত করে ওই রিকশাটি শনাক্ত করেন। তবে রিকশার সিট পরিবর্তন করা হয়েছে। যদিও দুর্ঘটনার সময় হেডলাইট ভেঙে গেলেও তা মেরামত করা হয় নি। গাড়ির নিচের দিকেও নতুন রঙ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, বিভিন্ন সূত্র ধরে আরজুকে আহতাবস্থায় খুঁজে পাই, তার বাম হাতে খুব ব্যথা ছিল। এছাড়া তার গলার পাশেও আঘাতের চিহ্ন রয়েছে। যদিও সে বলেছে ওই ব্যাথা তার ১৫ দিন আগের ব্যথা। পরবর্তীতে চিকিৎসককে দেখানো হলে খুব সম্প্রতি ব্যথা বলে নিশ্চিত করে চিকিৎসক। সেদিনের দুর্ঘটনা থেকেই সে আঘাত পেয়েছে বলে আমাদের ধারণা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিকশাচালক আরজু বলেন, আমি রিকশা চালাই না। গত ১৫ দিন আগে থেকে আমার হাতে প্রচণ্ড ব্যথা ছিল। রিকশার ব্যাটারি একটু খারাপ ছিল দেখে কম দামে বিক্রি করে দিয়েছি। আমি ওই দিন জাহাঙ্গীরনগরে ছিলামই না। তবে মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অলক কুমার দে বলেন, তিনি ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিলেন। তার ব্যবহৃত মোবাইলটির লোকেশন সেখানে পাওয়া গেছে। শুধু সন্ধ্যায় তিনি বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছিলেন, দিনের বাকি সময় তিনি ক্যাম্পাসের বাইরে ছিলেন। ঘটনার পর তিনি রিকশাটি বিক্রির চেষ্টা করলে সন্দেহ আরও বেড়ে যায়। তার কথাবার্তায় অসংলগ্নতা লক্ষ্য করা গেছে। ফলে তাতে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নতুন কলা ভবনের সামনে রিকশার ধাক্কায় আহত হন আফসানা করিম রাচি। এরপর এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স