
ঢাকায় আপাতত চলবে ব্যাটারিচালিত রিকশা
- আপলোড সময় : ২৬-১১-২০২৪ ১২:২৭:১৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৬-১১-২০২৪ ১২:২৭:১৬ পূর্বাহ্ন


* আগারগাঁয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ
* ব্যাটারিচালিত রিকশা নিয়ে হাই কোর্ট যে রুল জারি করেছিল, এক মাসের মধ্যে তা নিষ্পত্তি করতে বলেছে চেম্বার আদালত
\
ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের যে আদেশ হাই কোর্ট দিয়েছিল, তার ওপর একমাসের জন্য স্থিতাবস্থা জারি করেছে আপিল বিভাগের চেম্বার আদালত।
এর ফলে ব্যাটারির রিকশা চলাচলে আপাতত কোনো বাধা থাকছে না বলে আইনজীবীরা জানিয়েছেন।
হাই কোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি করে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক সোমবার এ আদেশ দেন।
পাশাপাশি ব্যাটারিচালিত রিকশা নিয়ে হাই কোর্ট যে রুল জারি করেছিল, এক মাসের মধ্যে তা নিষ্পত্তি করতে বলেছে চেম্বার আদালত।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। রিটকারী পক্ষে ছিলেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী, ব্যারিস্টার তাহসিনা তাসনিম। এছাড়া ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আদালতের অনুমতি নিয়ে সাধারণ নাগরিকের পক্ষে শুনানি করেন।
সানজিদ সিদ্দিকী পরে সাংবাদিকদের বলেন, স্থিতাবস্থা জারির ফলে ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে আপাতত আইনগত কোনো বাধা থাকল না।
প্যাডেলচালিত রিকশা সমিতি করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানির পর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাই কোর্ট বেঞ্চ গত ১৯ নভেম্বর ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয়।
স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকার পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়।
সেইসঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে রুল জারি করা হয়।
আইনি বৈধতা না থাকলেও রাজধানীর অলিগলিতে দীর্ঘদিন থেকে চলছে ব্যাটারিচালিত রিকশা। তবে সরকার পতনের আন্দোলনের পর থেকে নগরীর প্রধান সড়কেও চলতে শুরু করে এসব বাহন।
এর মধ্যে বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন প্যাডেলচালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সেক্রেটারি মো. মমিন আলী হাই কোর্টে ওই রিট আবেদন করেন। তাদের অভিযোগ ছিল, লাইসেন্সবিহীন ব্যাটারি রিকশার কারণে তাদের রুটি রুজি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
রায়ের আগে আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চালকরা।
গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সড়কে অবস্থান নেন তারা।
তারা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়বেন না।
ব্যাটারিচালিত চালকদের অবরোধের কারণে সড়কে যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এদিকে হাই কোর্টের আদেশের পর থেকে প্রায় প্রতিদিনই ঢাকার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়ে আসছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা। কয়েক জায়গায় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষও হয়েছে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ