ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জন্মসূত্রে নাগরিকত্বের নিয়ম উল্টে দিতে পারবেন ট্রাম্প? শেখ হাসিনাকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি রোবট অলিম্পিয়াডে সোনাসহ ১০ পদক জিতলো বাংলাদেশ ভোমরা সীমান্তে যৌথ মাপ-জরিপ স্থগিত বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ, বিজিবির বাধা মালয়েশিয়া পাচারের সময় ১৭ রোহিঙ্গাসহ আটক ২০ শিশুখাদ্যে ভ্যাট, ক্ষুব্ধ অভিভাবকরা শ্রীলঙ্কায় টেনিস টুর্নামেন্টে বাংলাদেশের কাব্য সেমিতে জেলফেরত শীর্ষ সন্ত্রাসীরা জড়িয়ে পড়ছে অপরাধে বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি নারীসহ আহত ৭ আরএফএলর ২০ হাজার পণ্যের সমাহার পুলিশের সব ইউনিটে একই পোশাক থাকবে- ডিএমপি কমিশনার ঢেলে সাজানো হচ্ছে বিচার বিভাগ টিকা না পেয়ে সড়কে অবস্থান প্রবাসীদের কেন ভ্যাট বাড়ানো হলো কিছুদিন পর জানা যাবে কোটাবিরোধী সমালোচনায় আওয়ামী লীগ কোটায় বেকায়দায় সরকার জব্দ অ্যাকাউন্ট থেকে টাকা উদ্ধারের প্রস্তুতি দুর্নীতি চুরি ব্যক্তিগত স্বার্থ ছাড়া আমলাদের কোনো চিন্তা নেই-মির্জা ফখরুল মঙ্গলে নভোচারী পাঠানো ও পানামা খাল দখলের ঘোষণা

ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে লোক জড়ো করার চেষ্টা

  • আপলোড সময় : ২৬-১১-২০২৪ ১২:২৪:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৪ ১২:২৪:২৬ পূর্বাহ্ন
ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে লোক জড়ো করার চেষ্টা
শাহবাগের সমাবেশে যারা উপস্থিত থাকবে তাদেরকে ‘এক থেকে পাঁচ লাখ টাকা’ ঋণ দেয়া হবে- এমন কথা বলে বিভিন্ন এলাকা থেকে লোকজনকে আনা হয়

লাখ টাকা ঋণের প্রলোভন দেখিয়ে সারা দেশ থেকে মানুষ এনে ঢাকার শাহবাগে জমায়েতের চেষ্টা চালিয়েছে ‘অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ’ নামের একটি সংগঠন।
রোববার মধ্যরাত থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষভর্তি করে শতাধিক বাস, পিকআপ ও মাইক্রোবাস শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসতে থাকে বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর।
বিভিন্ন এলাকা থেকে যারা আসনে তারা বেশিরভাগই স্বল্প ও নিম্ন আয়ের মানুষ। তাদেরকে বলা হয় শাহবাগে সমাবেশ হবে, সেখানে যারা উপস্থিত থাকবে তাদেরকে ‘এক থেকে পাঁচ লাখ টাকা’ ঋণ দেওয়া হবে।
২৫ নভেম্বর ‘রাজধানীর শাহবাগে মহাসবেশ’ লেখা ব্যানারও দেখা গেছে কয়েকটি গাড়িতে।
মোস্তফা আমীন নামের এক ব্যক্তির নামে লিফটলেট পাওয়া গেছে সেখানে আসা অনেকের কাছে। লিফলেটে মোস্তফা আমীনকে ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’র আহ্বায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে।
তবে শাহবাগ এলাকায় আসা গাড়িভর্তি লোকজনকে জমায়েত হতে দেওয়া হয়নি, কথা বলে প্রত্যেকটি গাড়ি ফিরিয়ে দিয়েছেন পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নারায়ণগঞ্জ থেকে বাসে আসা এক নারী বলেন, তাকে বলা হয় শাহবাগ গেলে এক লাখ টাকা ঋণ দেওয়া হবে। মাসে ৩-৪ হাজার টাকা করে শোধ করতে হবে। এজন্যই তিনি এসেছেন, এরচেয়ে বেশি কিছুই তিনি জানেন না।
ওসি খালিদ মনসুর বলেন, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শত শত বাস ও মাইক্রোবাস ভর্তি মানুষ শাহবাগ এলাকায় আসে। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা সেসব মানুষদেরকে মোটা অঙ্কের ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে ঢাকায় আনা হয়।
সেসব বাসে আসা অনেককেই আমরা জিজ্ঞাসাবাদ করেছি। এদের নিয়ে আসার পেছনে কারা কাজ করেছে তাদের বিষয়ে জানার চেষ্টা চলছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।
এ ঘটনায় মোস্তফা আমীনসহ কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, আমরা বেশ কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও অনেককে আমাদের কাছে সোপর্দ করছে। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।
প্রাথমিকভাবে এই সংগঠনে সংশ্লিষ্টতা ছাড়া মোস্তাফা আমীনের অন্য কোনো পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তিনি।
‘অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ’ নামে সংগঠনটি মানুষদের প্রলোভন দেখিয়ে এর আগে দেশের বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ করেছে জানিয়ে পুলিশ কর্মকর্তা জুয়েল রানা বলেন, আজ তারা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে একটি আবেদন করেছিল। আমরা যাচাই-বাছাই করে তাদেরকে অনুমতি দেইনি। কিন্তু তারা যে আবেদনটি করেছিল, সেখানে পুলিশের স্বাক্ষর দেখিয়ে সাধারণ মানুষকে বলেছে তারা সমাবেশের অনুমতি পেয়েছে। সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে না দিলে শাহবাগে সমাবেশ করার পরিকল্পনা ছিল তাদের।
তিনি আরও বলেন, গ্রাম-গঞ্জে সংগঠনটির ব্যানারে মানুষের কাছ থেকে চাঁদা তুলে বিভিন্ন যানবাহন ভাড়া করে ঢাকায় নিয়ে আসে। গাড়িতে আসা লোকজনদেরকে আমরা সকলের সহযোগিতায় বুঝিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স