অকারণে কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তাদের প্রতিহত করা বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস আলম।
গতকাল সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন। পোস্টে সারজিস আলম লিখেছেন, সবার আগে দেশ, দেশের মানুষ, জনগণের সম্পদ। তিনি আরও লেখেন, যদি কেউ অযৌক্তিক কারণে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে, সে যে পরিচয়েরই হোক না কেন; তবে দেশের স্বার্থে তাদের প্রতিহত করে জনমানুষের নিরাপত্তা প্রদান করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কাজ।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে-সারজিস আলম
- আপলোড সময় : ২৬-১১-২০২৪ ১২:২১:৪৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৬-১১-২০২৪ ১২:২১:৪৬ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ