ঢাকা , বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ , ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আবারও পিএসএল থেকে ক্রিকেটার নিলো আইপিএল উইন্ডিজের বিপক্ষে ইংলিশ দল থেকে ছিটকে গেলেন আর্চার ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন ক্যাবরেরা ট্রফিখরা কাটিয়ে চ্যাম্পিয়নের মুকুট পড়লো টটেনহ্যাম ডিআরএস থাকছেনা পিএসএলে আবারও লাহোর শিবিরে যোগ দিলেন রিশাদ পাকিস্তানের বিপক্ষে স্কোয়াডে ডাক পড়লো মিরাজের দীর্ঘদিনেও শিক্ষাঙ্গনে ফিরে আসছে না স্বাভাবিক অবস্থা গাজায় এখনো কোনো সহায়তা দেয়া যায়নি- জাতিসংঘ গাজায় ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে শিশুরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি বিধিমালা অনুসরণ না করে ২৫৭ প্রকৌশলীর পদোন্নতি ১০ম গ্রেডে উন্নীত হচ্ছে মেডিকেল টকনোলোজিস্ট ও ফার্মাসিস্ট পদ র‌্যাব সদস্যদের অতীত ভুলে নতুন উদ্যমে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার পদযাত্রায় পুলিশকে নিবন্ধনধারীরা বললেন, ‘দয়া করে মারবেন না’ অধ্যাদেশ বাতিল ও চেয়ারম্যানের পদত্যাগ দাবি ২৮ মে’র মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে : উপদেষ্টা মানবিক করিডোর নিয়ে নিরাপত্তা ঝুঁকি রয়েছে-নিরাপত্তা উপদেষ্টা রাখাইন অঞ্চলের মানবিক করিডোর নিয়ে কোনো কথা হয়নি -খলিলুর রহমান মব সৃষ্টির সুযোগ দেয়া হবে না-রমনা ডিসি

ডিএমআরসি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, বাইরে উৎসুক জনতার ভিড়

  • আপলোড সময় : ২৬-১১-২০২৪ ১২:১৮:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৪ ১২:১৮:০৯ পূর্বাহ্ন
ডিএমআরসি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, বাইরে উৎসুক জনতার ভিড়

রাজধানী ডেমরায় অবস্থিত ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে (ডিএমআরসি) দিনভর সংঘর্ষের পর বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্ধ্যার আগেই পুরো কলেজের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। তবে দিনভর সংঘর্ষে কলেজটির বিভিন্ন অংশের ভাঙাচোরা দেখতে বিকেল থেকে সেখানে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। গতকাল সোমবার সন্ধ্যায় সরেজমিনে কলেজটির সামনে গিয়ে এ চিত্র দেখা যায়। সেখানে দেখা গেছে, সেনাবাহিনীর টিম বাইরে অবস্থান করছে। সাংবাদিক ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তবে কলেজের বাইরের সড়কে উৎসুক জনতার ভিড়। এছাড়া ভবনের অধিকাংশ কাচ ভেঙে পড়েছে। ভবনজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাচের টুকরো। ক্লাসরুম, অফিস কক্ষ ও লিফটসহ ধ্বংস থেকে বাদ যায়নি কোনো কিছু।
স্থানীয়ারা বলছেন, সকাল থেকে সংঘর্ষ চলায় আশপাশের এলাকায় জনগণ আতঙ্কে ছিল। সন্ধ্যার পর তারা কলেজের পরিস্থিতি দেখতে এসেছেন। তবে স্থানীয় বাসিন্দা সোবহান মিয়া বলেন, সকালে যখন সংঘর্ষ শুরু হয় তখন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এখন শান্ত। কলেজের সামনে সেনাবাহিনী, এজন্য দেখতে এলাম। ভাঙাচোরা ভবন দেখতে আসা নূর মোহাম্মদ বলেন, এমনিতেই দেখতে এলাম এখানকার অবস্থা। সারাদিন সবাই আতঙ্কে ছিল। আমরাও আশপাশে ছিলাম।
কলেজের ভেতরে প্রবেশের পর কয়েকজন শিক্ষক জানান, সকালে যখন হামলা হয় তখন কয়েকজন শিক্ষার্থী আর শিক্ষক ক্যাম্পাসে ছিলেন। হামলা করে কলেজের অফিস কক্ষ, ল্যাব, ক্লাসরুমে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। কলেজের গুরুত্বপূর্ণ নথি নষ্ট ও জিনিসপত্র চুরির অভিযোগও করেছেন তারা। 
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স