ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ- অ্যাটর্নি জেনারেল একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না সাত বছর পর চীন সফরে গেলেন নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর- তারেক রহমান অদৃশ্য অরাজকতায় ষড়যন্ত্রের আভাস পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করতে হবে গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী বিচার-সংস্কার নির্বাচনের মুখোমুখি গ্রহণযোগ্য নয়-সাকি তথ্য ক্যাডারে অসন্তোষ হতাশা সিনিয়রদের নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে-মির্জা ফখরুল আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না : পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ

যুক্তরাজ্যের বিরুদ্ধে সাইবার যুদ্ধ চালাতে প্রস্তুত রাশিয়া

  • আপলোড সময় : ২৫-১১-২০২৪ ০৯:৫৩:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৪ ০৯:৫৩:৫৮ অপরাহ্ন
যুক্তরাজ্যের বিরুদ্ধে সাইবার যুদ্ধ চালাতে প্রস্তুত রাশিয়া
ইউক্রেনের প্রতি সমর্থন দুর্বল করতে যুক্তরাজ্য এবং তাদের মিত্র দেশগুলোর উপর সাইবার হামলা চালাতে প্রস্তুত রাশিয়া। এ বিষয়ে আগামী সপ্তাহে হতে যাওয়া ন্যাটো সম্মেলনের বৈঠকে সতর্কবার্তা দেবেন যুক্তরাজ্যের একজন জ্যৈষ্ঠ মন্ত্রী। গত রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে হতে যাওয়া ন্যাটো বৈঠকে রাশিয়ার সাইবার হামলার বিষয়ে সতর্ক করবেন ল্যাঙ্কাস্টারের ডাচির চ্যান্সেলর প্যাট ম্যাকফ্যাডেন। যিনি যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তার দায়িত্বও পালন করেন। আসন্ন বৈঠকে যুক্তরাজ্যের এনার্জি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে রাশিয়ার সম্ভাব্য হামলা এবং হামলাকে ছোট করে না দেখতে ন্যাটো দেশগুলোর প্রতি আহ্বান জানাবেন ম্যাকফাডেন। যুক্তরাজ্যের এনার্জি অবকাঠামোতে হামলা চালালে লাখ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়বে। এর আগেও সাইবার হামলা নিয়ে কয়েক দফা হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। সর্বশেষ এই হুঁশিয়ারিকে ইউক্রেনের বিরুদ্ধে চালানো ‘গোপন যুদ্ধ’ বলে অভিহিত করেছেন ম্যাকফাডেন। আগামী সপ্তাহে লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে হতে যাওয়া ন্যাটো সাইবার প্রতিরক্ষা সম্মেলনের বক্তৃতায় রাশিয়ার সাইবার হামলা নিয়ে আরও কথা বলবেন ম্যাকফাডেন। সাইবার যুদ্ধ যুক্তরাজ্যকে অস্থিতিশীল এবং দুর্বল করতে পারে বলেও সতর্ক করবেন তিনি। রাশিয়ার এই হুঁশিয়ারিকে ‘আক্রমণাত্মক ও বেপরোয়া’ বলে উল্লেখ করেছেন ম্যাকফাডেন। ম্যাকফ্যাডেন যুক্তরাজ্যের পাওয়ার গ্রিড বন্ধ করার মধ্য দিয়ে লাখ লাখ মানুষকে অন্ধকারে ঠেলে দেয়ার রাশিয়ার সক্ষমতার বিষয়ে জোর দেবেন বলেও প্রতিবেদনে বলা হয়। সেপ্টেম্বরে, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর একটি যৌথ প্রতিরক্ষা ব্রিফিংয়ে  ইউক্রেনকে সহায়তা করার প্রচেষ্টা ব্যাহত করার জন্য বেশ কয়েকটি পরিকল্পিত সাইবার হামলার অভিযোগ আনা হয়েছিল রাশিয়ার বিরুদ্ধে। এছাড়া যুক্তরাজ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কয়েকটি সাইবার-আক্রমণ চালানো হয়েছে। যার জন্য কয়েকটি রাশিয়াপন্থি হ্যাকিং গ্রুপকে দায়ী করা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স