ঢাকা , বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ , ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
শোক সংবাদ ৫ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়টি জনগণ বলছে -স্বরাষ্ট্র উপদেষ্টা আনন্দ-গান-শোভাযাত্রায় পহেলা বৈশাখ উদযাপন ভারত নেপাল ও ভুটান থেকে কিছু পণ্যের আমদানি নিষিদ্ধ ঘোষণা রেলে ইঞ্জিন-কোচ সংকটে বন্ধ রয়েছে ৭৯টি ট্রেন ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২ পার্বত্য চট্টগ্রামে পানির তীব্র সংকট পাহাড়ে জনজীবন বিপর্যয় প্লট দুর্নীতিতে শেখ হাসিনা-জয়সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা রাষ্ট্র সংস্কারে জাতীয় সনদ শিগগিরই -আলী রীয়াজ আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি’র বৈঠক সয়াবিন তেল-গ্যাসের দাম বৃদ্ধি অযৌক্তিক-জামায়াত সীমান্তে ২৩ লাখ টাকার হিরার নাকফুল ফেলে পলায়ন বেতন-বোনাস না দিয়ে কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন বর্জ্য ব্যবস্থাপনার জন্য মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে- পরিবেশ উপদেষ্টা ১১৭ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন ২৪ ঘণ্টার মধ্যে কুয়েট ভিসির পদত্যাগ দাবি দুই সপ্তাহের মধ্যে চালের দাম আরও সহনীয় পর্যায়ে আসবে : বাণিজ্য উপদেষ্টা বরিশালে আদালতে মামলা জট

যুক্তরাজ্যের বিরুদ্ধে সাইবার যুদ্ধ চালাতে প্রস্তুত রাশিয়া

  • আপলোড সময় : ২৫-১১-২০২৪ ০৯:৫৩:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৪ ০৯:৫৩:৫৮ অপরাহ্ন
যুক্তরাজ্যের বিরুদ্ধে সাইবার যুদ্ধ চালাতে প্রস্তুত রাশিয়া
ইউক্রেনের প্রতি সমর্থন দুর্বল করতে যুক্তরাজ্য এবং তাদের মিত্র দেশগুলোর উপর সাইবার হামলা চালাতে প্রস্তুত রাশিয়া। এ বিষয়ে আগামী সপ্তাহে হতে যাওয়া ন্যাটো সম্মেলনের বৈঠকে সতর্কবার্তা দেবেন যুক্তরাজ্যের একজন জ্যৈষ্ঠ মন্ত্রী। গত রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে হতে যাওয়া ন্যাটো বৈঠকে রাশিয়ার সাইবার হামলার বিষয়ে সতর্ক করবেন ল্যাঙ্কাস্টারের ডাচির চ্যান্সেলর প্যাট ম্যাকফ্যাডেন। যিনি যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তার দায়িত্বও পালন করেন। আসন্ন বৈঠকে যুক্তরাজ্যের এনার্জি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে রাশিয়ার সম্ভাব্য হামলা এবং হামলাকে ছোট করে না দেখতে ন্যাটো দেশগুলোর প্রতি আহ্বান জানাবেন ম্যাকফাডেন। যুক্তরাজ্যের এনার্জি অবকাঠামোতে হামলা চালালে লাখ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়বে। এর আগেও সাইবার হামলা নিয়ে কয়েক দফা হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। সর্বশেষ এই হুঁশিয়ারিকে ইউক্রেনের বিরুদ্ধে চালানো ‘গোপন যুদ্ধ’ বলে অভিহিত করেছেন ম্যাকফাডেন। আগামী সপ্তাহে লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে হতে যাওয়া ন্যাটো সাইবার প্রতিরক্ষা সম্মেলনের বক্তৃতায় রাশিয়ার সাইবার হামলা নিয়ে আরও কথা বলবেন ম্যাকফাডেন। সাইবার যুদ্ধ যুক্তরাজ্যকে অস্থিতিশীল এবং দুর্বল করতে পারে বলেও সতর্ক করবেন তিনি। রাশিয়ার এই হুঁশিয়ারিকে ‘আক্রমণাত্মক ও বেপরোয়া’ বলে উল্লেখ করেছেন ম্যাকফাডেন। ম্যাকফ্যাডেন যুক্তরাজ্যের পাওয়ার গ্রিড বন্ধ করার মধ্য দিয়ে লাখ লাখ মানুষকে অন্ধকারে ঠেলে দেয়ার রাশিয়ার সক্ষমতার বিষয়ে জোর দেবেন বলেও প্রতিবেদনে বলা হয়। সেপ্টেম্বরে, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর একটি যৌথ প্রতিরক্ষা ব্রিফিংয়ে  ইউক্রেনকে সহায়তা করার প্রচেষ্টা ব্যাহত করার জন্য বেশ কয়েকটি পরিকল্পিত সাইবার হামলার অভিযোগ আনা হয়েছিল রাশিয়ার বিরুদ্ধে। এছাড়া যুক্তরাজ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কয়েকটি সাইবার-আক্রমণ চালানো হয়েছে। যার জন্য কয়েকটি রাশিয়াপন্থি হ্যাকিং গ্রুপকে দায়ী করা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স