ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ কেরানীগঞ্জ-৩: পলকে থামানো মানে তৃণমূলকে থামানো এবার ভূতের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না আইনি জটিলতায় জড়ালেন সুহানা যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয় ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন ফারিয়া ছেলেকে স্কুলে ভর্তি করাতে সিঙ্গাপুরে যাচ্ছেন অপু-শাকিব নিজের অভিনীত সিনেমা দেখে আবেগে কেঁদে দিলেন ‘দ্য রক’ জটিল রোগে ভুগছেন জাংকুক সরকারের ওপর চাপ বেড়েছে ঋণ পরিশোধের কোনো ব্লেম নিতে রাজি নই শেষ পর্যন্ত যুদ্ধ করবো-সিইসি ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামী আটক ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টার প্রতি সেনাপ্রধানের আহ্বান অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের হাইকোর্টের আদেশ স্থগিত ডাকসু নির্বাচনে বাধা নেই তিন প্যানেলের ইশতেহার ঘোষণা সবারই প্রতিশ্রুতি নারীবান্ধব ক্যাম্পাস ডাকসু নিয়ে কোনো ধরনের টালবাহানা চলবে না : ছাত্রদল হলত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ট্রাম্পের নেতৃত্বে মার্কিন প্রভাব: চ্যালেঞ্জ ও অনিশ্চয়তা

ইনজুরিতে এক মাসের জন্য মাঠের বাইরে ভিনিসিয়াস

  • আপলোড সময় : ২৫-১১-২০২৪ ০৯:৫১:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৪ ০৯:৫১:১০ অপরাহ্ন
ইনজুরিতে এক মাসের জন্য মাঠের বাইরে ভিনিসিয়াস
স্পোর্টস ডেস্ক
হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। স্প্যানিশ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ইনজুরির কারনে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের আসন্ন ম্যাচে তিনি খেলতে পারছেন না। এ সম্পর্কে ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ ভিনিসিয়াস জুনিয়রের বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে কিছু পরীক্ষার পর রিয়াল মাদ্রিদের মেডিকেল টিম ইনজুরির মাত্রা নির্নয় করেছে।’ স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যম সূত্র জানা গেছে ব্রাজিলিয়ান এই উইঙ্গার প্রায় মাসখানেক মাঠের বাইরে থাকবেন। এ কারনে আগামীকাল বুধবার এ্যানফিল্ডের ম্যাচ ছাড়াও আগামী ১০ ডিসেম্বরের চ্যাম্পিয়ন্স লিগে আটালান্টা সফরেও ভিনি খেলতে পারবেন না। গত রোববার লা লিগায় লেগানেসের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচটিতে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন ভিনিসিয়াস। কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে প্রথম গোলটিও করিয়েছেন। ২৪ বছর বয়সী ভিনিসিয়াস মৌসুমের শুরুতে দুর্দান্ত ফর্মে ছিলেন। যে কারনে গ্রীষ্মে দলে আসা ফরাসি তারকা এমবাপ্পেকেও ছাড়িয়ে গিয়েছিলেন। ব্যালন ডি’অর ভোটিংয়ে দ্বিতীয় স্থান লাভ করা ভিনিসিয়াস এবারের মৌসুমে এ পর্যন্ত চারটি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে চার গোল করেছেন। এছাড়া লা লিগায় ১৩ ম্যাচে করেছেন ৮ গোল। চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন মাদ্রিদ ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের শুরুটা মোটেই ভাল করতে পারেনি। প্রথম চার ম্যাচে তারা দুটিতে পরাজিত হয়েছে। লিলির কাছে ১-০ গোলে হারের পর শেষ ম্যাচে ঘরের মাঠে এসি মিলানের বিপক্ষে ৩-১ ব্যবধানে পরাজিত হয়েছিল। বর্ধিত কলেবরের এবারের আসরে রিয়াল এই মুহূর্তে টেবিলের ১৮তম স্থানে আছে। নতুন কোচ আর্নে স্লটের অধীনে চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগ উভয় টেবিলে শীর্ষে রয়েছে লিভারপুল।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ

জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ