স্পোর্টস ডেস্ক
কিলিয়ান এমবাপের ফর্মই যেন গত কয়েকদিন হয়ে দাঁড়িয়েছিলো ‘টক অব দ্য ফুটবল ওয়ার্ল্ড’। ফর্মে না থাকার কারণে ফ্রান্স জাতীয় দলে পর্যন্ত রাখেননি কোচ দিদিয়ের দেশম। বাধ্য হয়ে একদিন আগে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, এমবাপের এই বাজে ফর্ম খুব দ্রুতই কেটে যাবে। কোচের কথা অক্ষরে অক্ষরে যেন পালন করার চেষ্টা করলেন এমবাপে। লেগানেসের মাঠে গিয়ে এই ফরাসী তারকার গোলেই এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত লেগানেসের মাঠ থেকে ০-৩ ব্যবধানে জয় নিয়ে ফিরেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এই জয়ে স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার আরও কাছে পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তারা আছে দ্বিতীয় স্থানে। ৩৪ পয়েন্ট নিয়ে বার্সা শীর্ষে। তবে, তারা খেলেছে একটি ম্যাচ বেশি। অর্থাৎ ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট বার্সার। এক ম্যাচ কম খেলে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৪৩তম মিনিটে গোলের সূচনা করেন কিলিয়ান এমবাপে। দ্বিতীয়ার্ধেও যথারীতি আক্রমণে আধিপত্য করে রিয়াল। ৬৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভালভার্দে। ৭৫তম মিনিটে ভিনিসিউসের পাস থেকে গিলেরের কোনাকুনি শট পা দিয়ে ঠেকান গোলরক্ষক। ৮৫তম মিনিটে জয় নিশ্চিত করে ফেলেন বেলিংহ্যাম। লুকা মদ্রিচের কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি লেগানেস। ব্রাহিম দিয়াজের শট ক্রসবারে লেগে ফিরলে ফিরতি শটে গোল করেন বেলিংহ্যাম।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata