ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫ , ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় নেই বিল গেটস পাকিস্তানে ভারি বর্ষণ ও বন্যায় ১৯ জনের মৃত্যু শিশুদের ম্যালেরিয়া চিকিৎসায় প্রথমবারের মতো ওষুধের অনুমোদন নেপাল-চীন সীমান্তে বন্যায় নিখোঁজ অন্তত ২৯ নাইজেরিয়ায় অতর্কিত হামলায় নিহত অন্তত ৪০ মানবতার গল্প নিয়ে পর্দায় আসছে ‘সুপারম্যান’ ইসলাম ধর্ম গ্রহণ করলেন নীল ছবির তারকা যে কারণে রাশমিকার সঙ্গে জুটি বাঁধতে বিজয়ের আপত্তি পোশাকের কারণে সমালোচনার মুখে নেহা কক্কর প্রকাশ পেলো ‘কান্তারা: চ্যাপ্টার ১’ এর প্রথম ঝলক নতুন সিনেমা নিয়ে আসছেন জয়া আহসান ফরিদা পারভীনের সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানা গেলো অবশেষে বড়ো পর্দায় ফিরছেন মিম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে আনার পরামর্শ দিলেন প্রধান উপদেষ্টা ৭৫ জন জুলাইযোদ্ধার বিদেশে চিকিৎসা খরচ ৭৮ কোটি ৫২ লাখ টাকা কাকরাইলে পুলিশের বাধার পর শহীদ মিনারে বিডিআর সদস্যরা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ চুন্নু আউট, জাপার নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী ১৫ শতাংশ ভোট পেতে পারে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আ’লীগ : সানেমের জরিপ ঝিনাইদহে পুলিশ হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন মুশফিক-শান্ত

  • আপলোড সময় : ২৫-১১-২০২৪ ০৯:৩৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৪ ০৯:৩৭:২৬ অপরাহ্ন
ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন মুশফিক-শান্ত
স্পোর্টস ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজ ও মিস করতে চলেছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ওয়ানডে সিরিজে না থাকার সম্ভাবনা বেশি অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও। ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা। সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের সিরিজের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের ইনিংসের শেষের দিকে আঙুলে চোট পান মুশফিকুর রহিম। ম্যাচের পরে এক্স-রে একটি ফ্র্যাকচার ধরা পড়ে। একারণে চার থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। অন্যদিকে দ্বিতীয় ওয়ানডেতে নাজমুল হোসেন শান্ত ফিল্ডিং করার সময় কুঁচকিতে চোট পান। এর কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান তিনি। বিসিবির একজন কর্মকর্তা ক্রিকবাজকে নিশ্চিত করে বলেছেন, ‘‘চোট কাটাতে মুশফিকের আরও সময় লাগবে। ফলে আমি মনে করি না, তার পক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলা সম্ভব। আর অধিনায়ক শান্তর উন্নতির দিকে নজর রাখছি আমরা। সে খেলার মতো ফিট হতে পারে কি না, সেটার জন্য দল ঘোষণার ক্ষেত্রে অপেক্ষা করবো আমরা।’’ শান্তর ব্যাপারে তিনি বলেন, ‘‘কুঁচকির ইনজুরি হওয়ায় তাকে নিয়ে কোনো ঝুঁকি নিচ্ছি না আমরা। কারণ সে যদি খেলতে গিয়ে একই জায়গায় আবারও চোট পায়, তাহলে এক থেকে দেড় মাস তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে। এমন কিছু হলে সেটা হবে বিপর্যয়কর, কারণ সামনে চ্যাম্পিয়নস ট্রফি আছে। তবে আমি যা বুঝতে পারছি, সে দ্রুত উন্নতি করছে।’’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ ডিসেম্বর। ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য