ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন মুশফিক-শান্ত

  • আপলোড সময় : ২৫-১১-২০২৪ ০৯:৩৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৪ ০৯:৩৭:২৬ অপরাহ্ন
ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন মুশফিক-শান্ত
স্পোর্টস ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজ ও মিস করতে চলেছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ওয়ানডে সিরিজে না থাকার সম্ভাবনা বেশি অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও। ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা। সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের সিরিজের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের ইনিংসের শেষের দিকে আঙুলে চোট পান মুশফিকুর রহিম। ম্যাচের পরে এক্স-রে একটি ফ্র্যাকচার ধরা পড়ে। একারণে চার থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। অন্যদিকে দ্বিতীয় ওয়ানডেতে নাজমুল হোসেন শান্ত ফিল্ডিং করার সময় কুঁচকিতে চোট পান। এর কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান তিনি। বিসিবির একজন কর্মকর্তা ক্রিকবাজকে নিশ্চিত করে বলেছেন, ‘‘চোট কাটাতে মুশফিকের আরও সময় লাগবে। ফলে আমি মনে করি না, তার পক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলা সম্ভব। আর অধিনায়ক শান্তর উন্নতির দিকে নজর রাখছি আমরা। সে খেলার মতো ফিট হতে পারে কি না, সেটার জন্য দল ঘোষণার ক্ষেত্রে অপেক্ষা করবো আমরা।’’ শান্তর ব্যাপারে তিনি বলেন, ‘‘কুঁচকির ইনজুরি হওয়ায় তাকে নিয়ে কোনো ঝুঁকি নিচ্ছি না আমরা। কারণ সে যদি খেলতে গিয়ে একই জায়গায় আবারও চোট পায়, তাহলে এক থেকে দেড় মাস তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে। এমন কিছু হলে সেটা হবে বিপর্যয়কর, কারণ সামনে চ্যাম্পিয়নস ট্রফি আছে। তবে আমি যা বুঝতে পারছি, সে দ্রুত উন্নতি করছে।’’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ ডিসেম্বর। ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য