ঢাকা , রবিবার, ০৩ অগাস্ট ২০২৫ , ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করব মানসম্মত সেবা দিতে পারছে না সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলো বাংলাদেশের ওপর নিবিড় নজর রাখছি : জয়শঙ্কর ‘চূড়ান্ত কূটনৈতিক বিজয়’ বলছেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক চুক্তি সরকারের কূটনৈতিক বিজয় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৩৮ গাজীপুরে শাপলা তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে ২ যুবকের মৃত্যু পাবনায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ চলতি বছর করোনায় আক্রান্ত ৭২০ জন মৃত্যু আরও এক ডোপ টেস্টে পজিটিভ হলে রাকসু নির্বাচনের প্রার্থিতা বাতিল গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় আরও একটি মামলা যশোরে বিএনপি কর্মীদের বিরুদ্ধে সরকারি চাল ছিনতাইয়ের অভিযোগ হাজারীবাগে বৃদ্ধা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্ত্রীকে গলা কেটে হত্যা, থানায় স্বামীর আত্মসমর্পণ বরিশালে বাড়িতে হামলা করে যুবককে হত্যা কিছুদিনের মধ্যেই সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা লোকসানে বন্ধ হচ্ছে পোলট্রি খাতের হাজার হাজার প্রান্তিক ক্ষুদ্র খামার পোরশায় ধর্ষণ মামলার আসামি আবুল হাসান গ্রেফতার কোনো দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই : সেনা সদর সর্দি-জ্বরে জর্জরিত দেশ

মিরপুর ও সোনারগাঁয়ে বিস্ফোরণে দগ্ধ ১০

  • আপলোড সময় : ২৫-১১-২০২৪ ১২:১৪:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৪ ১২:১৪:২৯ পূর্বাহ্ন
মিরপুর ও সোনারগাঁয়ে বিস্ফোরণে দগ্ধ ১০
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বসুন্ধরা গ্রুপের একটি অ্যারোসল ও এয়ারফ্রেশনার কারখানায় বিস্ফোরণে ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারি জানান,   সকালে সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন– বিপ্লব (২৮), আরিফ (১৭), হাসান (২২), শাওন (২৪), হোসাইন (১৮), চঞ্চল (২৬), তামজিদ শেখ (৪০), তন্ময় (২৫), নুর ইসলাম (২৩) এবং আল আমিন (২৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে তারা কারখানার ইউনিট ওয়ানে অ্যারোসল ও এয়ারফ্রেশনার তৈরির কাজ করছিলেন। তখন সেখানে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে আশপাশে থাকা কমপক্ষে ১০ জন শ্রমিক দগ্ধ হন। সঙ্গে সঙ্গে কারখানা অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। পরে দগ্ধদের উদ্ধার করে রাজধানীতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
বসুন্ধরা পেপার মিল ইউনিট-১-এর সিকিউরিটি ইনচার্জ মোর্শেদ আলম বলেন, ‘কারখানার ভেতরে এয়ারফ্রেশনারের বোতলে গ্যাস পূর্ণ করার সময় অগ্নিকাণ্ড ঘটেছে। আমাদের কর্মীরা তাৎক্ষণিকভাবে আগুন নেভায়। এতে ১০ জনের মতো শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’ সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সুজন হালদার বলেন, ‘কারখানার প্রত্যেক লাইনে ১০ জন শ্রমিক কাজ করতেন। মেশিন ওভার হিট হয়ে ওই লাইনের সবাই আহত হয়েছেন। খবর পেয়ে আমরা সেখানে উপস্থিত হলেও তার আগেই আগুন নিয়ন্ত্রণে এনেছেন কারখানার নিজস্ব কর্মীরা।’
মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭
রাজধানীর মিরপুর-১১ সি ব্লকের এভিনিউ-৫ এর একটি বাসার গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ সাত জন দগ্ধ হয়েছেন। গতকাল রোববার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন আব্দুল খলিল (৪০), রুমা আক্তার (৩২), আব্দুল্লাহ (১৩), মোহাম্মদ (১০), ইসমত (৪), স্বপ্না (২৫) ও শাহ্জাহান (৩৪)। তাদের মধ্যে তিন জনে অবস্থা আশঙ্কাজনক। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান জানান, গতকাল সকালে মিরপুর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ দগ্ধ সাত জনকে আমাদের এখানে আনা হয়। তাদের মধ্যে আব্দুল খলিলের শরীরের ৯৫ শতাংশ, আব্দুল্লাহর ৩৮ শতাংশ, মোহাম্মদের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। ওই তিন জনকে ভর্তি কার হয়েছে। বাকি চার জন পর্যবেক্ষণে রয়েছে।’
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স