ঢাকা , বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ , ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নাসার সঙ্গে আর্টেমিস চুক্তি স্বাক্ষর বেড়েছে আদানির বকেয়া পরিশোধ ও বিদ্যুৎ আমদানির পরিমাণ জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে ৫৫ বিনিয়োগকারী ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা পেছাতে পিএসসিতে পরীক্ষার্থীদের অবস্থান এসএসসির পরীক্ষার প্রশ্নফাঁসের গুজব ছড়ালে শাস্তিমূলক ব্যবস্থা বাংলাদেশে আরও এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনডিবি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে পাইলট প্রকল্প চালু করবে ইসি ক্রয়াদেশ স্থগিত করছেন মার্কিন ক্রেতারা নকল ঠেকাতে কঠোর নির্দেশনা মাউশির আবারও ফেসবুক লাইভে এলেন শেখ হাসিনা হাসিনাকে নিয়ে মোদির সঙ্গে চূড়ান্ত কথা হয়নি-পররাষ্ট্র উপদেষ্টা হাসিনাকে নিয়ে মোদির সঙ্গে চূড়ান্ত কথা হয়নি-পররাষ্ট্র উপদেষ্টা পহেলা বৈশাখে কোনো হুমকি নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা স্বস্তির বাহন মেট্রোরেলে বাড়ছে যাত্রী অসন্তোষ দোকান-সুপারশপে ইসরায়েলি পণ্য না রাখতে হুমকি আতঙ্কে ব্যবসায়ীরা শুল্ক ইস্যুতে আশায় গুড়েবালি বিনিয়োগের সেরা সময় এখন : ড. ইউনূস খেলাপি ঋণ ও টাকা পাচারে বিপর্যস্ত ব্যাংকখাত ফের আইটেম গানে নাচবেন তামান্না সম্মানসূচক পাম ডি’অর পাচ্ছেন রবার্ট ডি নিরো

শ্রীপুরে তিন শিক্ষার্থীর মৃত্যু

  • আপলোড সময় : ২৪-১১-২০২৪ ১০:৪০:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৪ ১০:৪০:১২ অপরাহ্ন
শ্রীপুরে তিন শিক্ষার্থীর মৃত্যু
৭ কর্মকর্তা-কর্মচারী বহিষ্কার করলো পল্লী বিদ্যুৎ
৮ সদস্যের তদন্ত কমিটি গঠন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনির্ভাসিটি অফ টেকনোলজী (আইইউটি) এর পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থী মৃত্যু ও হতাহতের ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-২ এর ৭ কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে গঠন করা হয়েছে ৮ সদস্য তদন্ত কমিটি।
৭ কর্মকর্তা-কর্মচারী কে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. আকমল হোসেন জানান, গত শনিবার (২৩ নভেম্বর) সকালে গাজীপুরে ইসলামিক ইউনির্ভাসিটি অফ টেকনোলজী (আইইউটি) এর পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থী মৃত্যু হলে এ ঘটনায় তাদেরকে চাকুরীচ্যুত করা হয়েছে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে রাতে এঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম, সদর-কারিগরি) কমলেশ চন্দ্র বর্মন, মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খোন্দকার মাহমুদুল হাসান, এজিএম মো. তানভীর সালাউদ্দিন, জুনিয়র ইঞ্জিনিয়ার মতিউর রহমান, লাইনম্যান পারভেজ মিয়া শাখাওয়াত হোসেন ও আবুল কাশেমকে সাময়িক ভাবে বরখাস্ত করেছেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পক্ষ থেকে প্রধান প্রকৌশলী (প্রকল্প) আব্দুর রহিম মল্লিককে প্রধান করে ৮ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৫ দিনের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট প্রদানেরও নির্দেশ প্রদান করা হয়েছে।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. আকমল হোসেন দৈনিক জনতাকে জানান, গত শনিবার (২৩ নভেম্বর) সকালে গাজীপুরে ইসলামিক ইউনির্ভাসিটি অফ টেকনোলজী (আইইউটি) এর পিকনিকে যাবার সময় সরু পথে ক্রস করা ১১ হাজার বৈদ্যুতিক লাইনটি সরে জমিনে পরিদর্শনের পর রাতেই ওই ৭ কর্মকর্তা-কর্মচারীকে বহিষ্কার করা হয়েছে।
তদন্ত কমিটির প্রধান বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (প্রকল্প) আব্দুর রহিম মল্লিক দৈনিক জনতাকে জানান, ঘটনার দিন শনিবার রাত কমিটি গঠন করার পর থেকেই তদন্ত কমিটি কার্যক্রম শুরু করেছে। তিনি জানান,পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গঠিত কমিটি নির্ধারিত সময়ে রিপোর্ট প্রদান করবেন।
উল্লেখ্য, গত শনিবার (২৩ নভেম্বর) সকালে গাজীপুর ইসলামিক ইউনিভাসিটি অফ টেকনোলজি (আইইউটি) এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় ৪৬০ জন শিক্ষার্থী বিআরটিসি’র ডাবল ডেকার বাসে করে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মাটির মায়া ইকো রিসোর্টের উদ্দেশ্যে রওনা দেন। এতে বিআরটিসি’র ডাবল ডেকারের ৬টি, তিনটি মাইক্রোবাস নিয়ে যাবার সময় বাসগুলো গ্রামীণ সড়কের উদয়খালী বাজার পৌঁছালে বিআরটিসি’র ডাবল ডেকার বাসটি বাজারের উপরে পল্লী বিদ্যুতের তারে স্পর্শ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও ২ শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। নিহতেরা হলেন মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)। এঘটনায় আরো দশজন গুরুতর আহত হন। অপরদিকে ইতোমধ্যে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষে তিন সদস্য ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য