ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

কারখানা খুলে দেয়ার দাবিতে মহাসড়ক অবরোধ

  • আপলোড সময় : ২৪-১১-২০২৪ ১০:৩৮:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৪ ১০:৩৮:১০ অপরাহ্ন
কারখানা খুলে দেয়ার দাবিতে মহাসড়ক অবরোধ
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর ডেগেরচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন অমিতি সোয়েটার কারখানার শ্রমিকরা। গতকাল রোববার সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এক ঘণ্টা পর সাড়ে ৯টায় সড়ক থেকে সরে আসেন তারা। লে-অফ নোটিশে কারখানা কর্তৃপক্ষ উল্লেখ করেন, বর্তমানে কারখানায় কোনও কাজ (অর্ডার) না থাকার কারণে গতকাল রোববার থেকে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কারখানা বন্ধ থাকবে। লে-অফ চলাকালীন সময়ে শ্রমিকদের আইন অনুযায়ী লে-অফকালীন ক্ষতিপূরণ প্রদান করা হবে। লে-অফ থাকাকালীন শ্রমিকের সশরীরে কারখানায় এসে হাজিরা দেওয়ার কোনও প্রয়োজন নেই। বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ হঠাৎ কারখানা বন্ধ ঘোষণা করায় আমরা মহাবিপদে পড়েছি। আমরা বুঝতে পারি নাই কর্তৃপক্ষ কারখানা লে-অফ ঘোষণা করবে। আজকেই কারখানা খুলে দিতে হবে। না দিলে আমরা বিক্ষোভ চালিয়ে যাবো।’
প্রায় আড়াইশ শ্রমিক বিক্ষোভ অংশ নিয়েছেন :
গাজীপুর শিল্পপুলিশের পরিদর্শক রাজিব হোসেন বলেন, গত শনিবার অমিতি সোয়েটার কারখানা কর্তৃপক্ষ লে-অফ ঘোষণা করেছে। এতে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। সকালে শ্রমিকরা কারখানায় এসে বন্ধের নোটিশ দেখে তারা মহাসড়কে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে তারা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি), শিল্পপুলিশ, কারখানা মালিক ও শ্রমিক প্রতিনিধিরা শ্রমিকদের সঙ্গে কথা বলে সমাধানে আলোচনা করছেন। মালিকপক্ষ আলোচনায় বসেছে।’ গাজীপুর ট্রাফিক পুলিশের উপপুলিশ পরিদর্শক আল মামুন বলেন, ‘শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে সকাল থেকে এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল বন্ধ ছিল। সকালের ওই সময়ে অনেক যাত্রীকে হেঁটে তাদের গন্তব্যে যেতেও দেখা গেছে। সাড়ে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এখনও সড়কে অন্তত পাঁচ কিলোমিটার থেমে থেমে যানবাহন চলার কারণে চালক ও যাত্রীদের ভোগান্তি বেড়েছে।’ এ ব্যাপারে কথা বলতে অমিতি সোয়েটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ