চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে দলটির অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল শুক্রবার উপজেলার নিজামপুর এলাকায় দুপুর ১২টা থেকে বিকাল ২টা পর্যন্ত চলা এ সংঘর্ষ হয়। এতে আহত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দলটির স্থানীয় নেতাকর্মীরা জানান, নিজামপুর বাজারে সরকারবাড়ির প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিনের অনুসারীদের সঙ্গে স্থানীয় ওয়াহেদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন সেলিমের অনুসারী নেতাকর্মীদের গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ঝামেলা শুরু হয়। যা শুক্রবারে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের বিষয়ে মিরসরাই উপজেলার বিএনপি যুগ্ম আহ্বায়ক ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন সেলিম বলেন, পরিকল্পিতভাবে নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে? স্থানীয় যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফ ও তার পরিবারের মহিলা সদস্যদের গায়ে তারা হাত তুলেছে? দলীয় বিশৃঙ্খলা যারা করেছে দলের রীতি অনুযায়ী তদন্ত করে তাদের বিচার হওয়া উচিত? মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদেরকে একাধিকবার ফোন দিলেও তিনি কল রিসিভ করেননি?
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata