ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিএসএফ মহাপরিচালকের ব্যাখ্যায় দ্বিমত বিজিবির ডিজির ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের শিশু ধর্ষণ আশঙ্কাজনক বৃদ্ধিতে গভীর উদ্বেগ সিলেটে পুকুর থেকে সাদাপাথর উদ্ধার ভোলাগঞ্জের পাথর লুট করে ১৫০০-২০০০ ব্যক্তি বাংলাভাষী লোকজনকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে দেশছাড়া করতে দেব না- মমতা রোডম্যাপকে স্বাগত জানাই-জোনায়েদ সাকি ইসির রোডম্যাপে খুশি বিএনপি-মির্জা ফখরুল ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না

এক ম্যাচ হারলেই কথা পরিবর্তন হয়ে যাবে: তাসকিন

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৪ ০৯:১০:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৪ ০৯:১০:২১ অপরাহ্ন
এক ম্যাচ হারলেই কথা পরিবর্তন হয়ে যাবে: তাসকিন তাসকিন
স্পোর্টস ডেস্ক
একে তো সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি জিম্বাবুয়েতার ওপর বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে তেমন চ্যালেঞ্জও জানাতে পারছে না তারাসব মিলিয়ে ফেইক কনফিডেন্সঅর্জনের সেই পুরোনো শঙ্কা উঁকি দিতে শুরু করেছে আবারতবে তাসকিন আহমেদ তুলে ধরলেন তাদের উভয় সঙ্কটের কথাজিম্বাবুয়ের বিপক্ষে জিতলে সেটাকে যেমন পাত্তা দেন না অনেকে, কিন্তু হেরে গেলে তো মহাবিপদ, মাথায় ভেঙে পড়বে পাহাড়! হারার মতো অবস্থা অবশ্য এখনও হয়নি একবারওপ্রথম তিন ম্যাচ জিতে এরইমধ্যে সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশদুটি ম্যাচে তো লড়াই জমাতেই পারেনি জিম্বাবুয়েবাকি একটিতে কেবল একটু লড়াই তারা করতে পেরেছে শেষ দিকেতবে বাংলাদেশের এই জয়েও সঙ্গী অনেক প্রশ্নতিন ম্যাচে তেমন ভালো কিছু করতে পারেনি বাংলাদেশের টপ-অর্ডারপ্রথম টি-টোয়েন্টিতে তিনবার জীবন পেয়ে ৬৭ রান করেন তানজিদ হাসানপরের দুই ম্যাচে ব্যর্থ তিনিলিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্তর ব্যাট তো একরকম ঘুমিয়েই আছেবোলিংয়ে শুরুটা ভালো করলেও তিন ম্যাচেই পরের দিকে কমে গেছে কার্যকারিতনিখুঁতভাবে কাজ শেষ করতে পারেননি বোলাররা এক ম্যাচেওজিম্বাবুয়ের বিপক্ষে এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই জন্ম নিচ্ছে নানা আলোচনাঅভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান  কদিন আগে বলেছেন, বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে বা যুক্তরাষ্ট্র দলের সঙ্গে খেলা আদর্শ প্রস্তুতি নয়একই সঙ্গে তিনি তুলে ধরেছেন, ২০২২ বিশ্বকাপের আগে নিউ জিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলাটা দলের জন্য কতটা উপকারী ছিলজিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টির আগে বৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলনে তাসকিনের কাছে জানতে চাওয়া হলো এসব নিয়েইঅভিজ্ঞ পেসার তুলে ধরলেন কন্ডিশনের ভিন্নতার কথাফেইক কনফিডেন্স নাৃ. আসলে যে কোনো জায়গায়ই ভালো করতে পারলে আত্মবিশ্বাস তৈরি হয়হয়তো কন্ডিশনের দিক থেকে... আমরা এখনও জানি না যুক্তরাষ্ট্রে কোন কন্ডিশনে খেলা হবেবেশিরভাগ ড্রপ-ইন উইকেটে খেলা হতে পারেআমাদের বেশিরভাগ ক্রিকেটারের যুক্তরাষ্ট্রে খেলার অভিজ্ঞতা কমওখানে গিয়ে নতুনভাবে মানিয়ে নিতে হবে” “আমরা বাংলাদেশে খেলি, খেলতেও হবেকন্ডিশন তো আমরা বদলে ফেলতে পারব নাআরেকটু স্পোর্টিং কন্ডিশন হলে হয়তো আরেকটু ভালো হতোতবে আমাদের এখনও কিন্তু ভালো ক্রিকেট খেলতে হচ্ছেআরেকটা বিষয় হলো, যখন যুক্তরাষ্ট্রে যাব, নতুনভাবে মানিয়ে নিতে হবেএকটা ভালো দিক হলো, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনটা ম্যাচ খেলবসেখান থেকে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে সাহায্য পাওয়া যেতে পারেতবে জিম্বাবুয়ে সিরিজটি যে বিশ্বকাপে চোখ রেখেই খেলছে বাংলাদেশ, সেটি মেনে নিয়েছেন তাসকিনএকইসঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, এই সিরিজে কোনো ম্যাচে নেতিবাচক ফল জন্ম দেবে ভিন্নরকম আলোচনাআসলে যতই কথা হচ্ছে জিম্বাবুয়ে নিয়ে, আবার যদি একটা ম্যাচ হেরে যাই তখন কিন্তু আবার অন্যরকম কথা হবেজিতলে কৃতিত্বটা কম পাই আমরা ছোট দলের সঙ্গে খেললেহারলে কিন্তু সবাই বলবে জিম্বাবুয়ের সঙ্গে হেরে গেছে” “দুর্ভাগ্যবশত আমাদের অনেক কথাই শুনতে হয়কিন্তু যখন খেলতে নামি, যে প্রতিপক্ষই হোক, সেরাটা দিয়ে চেষ্টা করিহ্যাঁ, কখনও ভালো বা কখনও খারাপ হয়কিন্তু এই উন্নতির ধারাটা রেখে সবাই খেলার চেষ্টা করিসবার মধ্যে এটাই লক্ষ্য বিশ্বকাপে কীভাবে ভালো করা যায়এই লক্ষ্য নিয়েই এগোচ্ছি, অনুশীলন করছিচট্টগ্রামে প্রথম তিন ম্যাচে দারুণ বোলিং করেছেন তাসকিনসব মিলিয়ে ওভারপ্রতি স্রেফ ৪.৪১ রান খরচায় তিনি নিয়েছেন ৬টি উইকেটলম্বা সময় পর দলে ফেরা মোহাম্মদ সাইফ উদ্দিনের তিন ম্যাচে শিকার ৭ উইকেটঅফ স্পিনার শেখ মেহেদি হাসান, লেগ স্পিনার রিশাদ হোসেনরাও করেছেন ভালো বোলিংব্যাটিংয়ে তিন ম্যাচেই সফল তাওহিদ হৃদয়কিন্তু প্রথম ম্যাচের পর থেকে ব্যর্থ টপ-অর্ডারের তিন ব্যাটসম্যানইবোলারদের কারণেই মূলত এর প্রভাব পড়েনি কোনো ম্যাচের ফলেতবু লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্তদের এমন ফর্ম যে চিন্তার কারণ তা মানেন তাসকিনতার বিশ্বাস, শেষ দুই ম্যাচে ঘুরে দাঁড়াবেন ব্যাটসম্যানরাব্যাটিং বা যেদিনই যেটা খারাপ হয়, দর্শক বা বাইরের যে কারও চেয়ে আমরাই বেশি হতাশ হই সবার আগেকারণ দিন শেষে আমাদের খেলতে হয়আমরা কিন্তু ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি কীভাবে আমাদের ব্যাটিং বা বোলিং আরও উন্নতি করা যায়এটা আমরাও বুঝতে পারছি প্রত্যাশামাফিক শুরু হচ্ছে নাএটা নিয়ে কাজ হচ্ছেআসলে সর্বোচ্চ চেষ্টা করা ছাড়া কিছুই হাতে নেইচেষ্টা করে যাচ্ছি, আশা করি সামনে ভালো কিছু হবেএই দুই ম্যাচেও আগের ম্যাচগুলো থেকে ভালো হবে ব্যাটিংমিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার চতুর্থ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশখেলা শুরু সন্ধ্যা ৬টায়
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য