ঢাকা , সোমবার, ১৯ মে ২০২৫ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আরাকান আর্মির নির্যাতন ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা আনুষ্ঠানিকভাবে জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ-বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশ থেকে খাদ্যসহ পণ্য রফতানি বন্ধ হবে কোস্টগার্ডের আধুনিকায়নে হেলিকপ্টার সংযুক্ত করা হবে : স্বরাষ্ট উপদেষ্টা কোনো এক ব্যক্তি জুলাই অভ্যুত্থান ঘটায়নি-ফরহাদ মজহার সীমান্তে পুশইন ঠেকাতে জনগণের সহায়তা চাইলেন বিজিবি প্রধান ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যায় তিনজন রিমান্ডে এনবিআরে কলম বিরতি, রাজস্ব প্রশাসনে অচলাবস্থা পোশাক শিল্পের উদ্যোক্তারা জ্বালানির নিশ্চিয়তা চান এনবিআর বিলুপ্তিতে রাজস্ব ব্যবস্থা নির্বাহী বিভাগের করায়ত্ত হওয়ার ঝুঁকি -টিআইবি ঢাকার যেসব এলাকায় সভা সমাবেশ-মিছিল নিষিদ্ধ হলো-আইএসপিআর করিডোরের নামে আরেকটা ইসরায়েল গড়তে দেয়া যাবে না-ফজলুর রহমান জনগণের রোষানলে পড়ার আগে নির্বাচন দিন-ফারুক বাংলাদেশকে এড়িয়ে সমুদ্রপথে কলকাতার সঙ্গে যুক্ত হচ্ছে ভারতের উত্তর-পূর্বাঞ্চল যুক্তরাষ্ট্রের শুল্কে আতঙ্কিত হওয়ার কিছু নেই-দেবপ্রিয় ভট্টাচার্য মাইক্রোক্রেডিটকে এনজিওর ধারণা থেকে বেরিয়ে ব্যাংকিংয়ে আসতে হবে আজ বিক্ষোভের ডাক কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি ৭ কলেজের গাজীপুরে একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ টেক্সটাইল নিয়ে কাজ করার সুযোগ রয়েছে-বুটেক্স উপাচার্য

গণবিচ্ছিন্ন মানুষ কোনোদিনই জনগণের কাজে লাগে না- রিজভী

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ০১:১০:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ০১:১০:১৩ পূর্বাহ্ন
গণবিচ্ছিন্ন মানুষ কোনোদিনই জনগণের কাজে লাগে না- রিজভী
অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি অনুরোধ জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিপ্লবী সরকারের উপদেষ্টা তো হবেন বিপ্লবী। তাদের চেতনা থাকবে অত্যন্ত গতিশীল। তা না করে বাংলাদেশে কি আর কোনো উপযুক্ত লোক নেই সরকার চালানোর জন্য যে তাদেরই বাছাই করে নিয়ে আসতে হবে তারা এখন তাদের পছন্দমতো কাজ করছেন এটা হয় কি করে? গণবিছিন্ন মানুষ কোনোদিনই জনগণের উপকারে কাজে লাগে না, গণবিচ্ছিন্ন মানুষ কখনোই কল্যাণকামী এবং বিপ্লবী কোনো কাজ করতে পারে না। গতকাল শুক্রবার বিকেলে নয়াপল্টনে গণঅভ্যুত্থানে রিকশাচালকদের হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিক্ষোভ সমাবেশটির আয়োজন করে সাধারণ রিকশাচালকরা। বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উদ্দেশে বলতে চাই ব্যাংক বীমায় নির্বাচন করে হচ্ছে শ্রমিকরা, শ্রমিক কর্মচারীরা গতকাল (গত বৃহস্পতিবার) গণমাধ্যমে একটি সংবাদ দেখলাম অফিসার কল্যাণ সমিতি না কি যেন একটা কল্যাণ সমিতি নির্বাচন করেছে সেখানে আওয়ামী লীগের সমর্থিত লোকেরা বিজয়ী হয়েছে। এটা কি করে সম্ভব? বিগত ১৫ বছরে হয়তো ছাত্রলীগ- যুবলীগ দেখে দেখে অফিসার নিয়োগ করা হয়েছে, সবকিছু নিয়োগ করা হয়েছে। আবার তারা ইউনিভার্সিটি মতো ইউনিভার্সিটিতে যেমন সাদা দল আছে, নীল দল আছে তেমনি তারা আবার রঙ-বেরঙের সেখানে বিভিন্ন সংগঠন করছে সেখানকার অফিসাররা। আমিও ব্যাংকের চেয়ারম্যান ছিলাম আমি কখনোই ব্যাংকের অফিসারদের এমন সংগঠন দেখিনি। কিন্তু সেখানে নীল দল, সাদা দল কোন রাজনৈতিক দলের সংগঠন থাকে আমরা জানি না। এটা উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপির এ মুখপাত্র বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব আপনি মাঝে মাঝে দেখি আন্দোলনের যে স্পিড সেই স্পিড অনুযায়ী কথা বলেন সেজন্য আপনাকে ধন্যবাদ কিন্তু আপনার ওখানে কি হচ্ছে কারা এরা? কারা এখানে এ নির্বাচন করছে? আবার তারা ফলাও করে বলছে তারা নাকি আওয়ামী লীগ সমর্থিত নীল দল সেখানে জিতেছে। ঘাপটি মেরে ব্যাংকের টাকাগুলো পাচারের ক্ষেত্রে এ লোকগুলোই জড়িত আছে। এদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে ১৫-১৬ বছর ধরে তারা এখনো ভেতরে ষড়যন্ত্র করছে আপনি তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন?এর কারণ কি? রিজভী বলেন, আজকে সালমান এফ রহমান, আজিজ খান আজকে একের পর এক যারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে আর সেই কলাগাছ হয়েছে তারা ন্যায় নৈতিক ব্যবসা-বাণিজ্যের মধ্য দিয়ে নয়, তারা হয়েছেন অনৈতিক ব্যবসা-বাণিজ্যের মধ্য দিয়ে। শেখ হাসিনা যাদেরকে আনুকূল্য দিয়েছেন তারাই আজকে লুটেপুটে, চেটে টাকা পাচার করে আজকে কেউ কেউ বিদেশে অবস্থান করছেন। এ দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে তিনি সুযোগ দিয়েছিলেন তোমরা মারো ধরো, লুটপাট করো কিন্তু আমাকে তোমরা ক্ষমতায় রাখো। অন্তর্র্বতী সরকারের উদ্দেশে তিনি বলেন, আলুর কেজি ৭০ থেকে ৭৫ টাকা এখনো যদি থাকে তাহলে মানুষের যে বিশ্বাস যে আস্থা সেই আস্থা বিশ্বাস তো কমতে থাকবে অন্তর্র্বতী সরকারের প্রতি। আজকে ডিম, তেল এগুলোর দাম এখনো কয়েকটি কোম্পানি নিয়ন্ত্রণ করছে। সে কোম্পানিগুলোকে আপনারা ধরছেন না কেন? এ সিন্ডিকেটবাজদের আপনারা ধরছেন না কেন? কেন ডিমের দাম এখনও আকাশচুম্বী থাকবে? কেন সয়াবিন তেলের দাম এখনো আকাশচুম্বি থাকবে?এ যে নিম্ন আয়ের মানুষ কৃষক, সিএনজিচালক আগে যেমন ছিল এখনো তাই থাকছে কেন এ পরিস্থিতি হবে?এখন তো মানুষ একটু সুখের মুখ দেখবে সেই সুখের মুখ এরা যদি না দেখে এ যে গণতান্ত্রিক চেতনা, এ যে আত্মত্যাগ এই যে রক্তপাত এই যে তাদের অকাতরে জীবন দেয়া এটাতো সম্পূর্ণরূপে ব্যর্থ হবে। আর কয়েকটা আপনার সুখে থাকা উপদেষ্টারা এসে বড় বড় কথা বলবে আর তারা নিজের মতো করে যা ইচ্ছা তাই করবে এটা তো চলতে দেওয়া যায় না। বিএনপির এ নেতা বলেন, অনেকেই দীর্ঘদিন বঞ্চিত ছিলেন শুধু চাচা, মামা,খালু অথবা ছাত্রজীবনে বিরোধীদলের ছাত্র রাজনীতি করেছেন বলে যারা ক্যাডার সার্ভিসে এএসপি ছিলেন তারা এএসপিই থেকে গেছেন তারা এ অন্তর্র্বতী সরকার অর্থাৎ ড.ইউনুস সাহেবের সময় তারা হয়তো প্রমোশন পেয়ে একটা জায়গায় আছেন কিন্তু দেখা যাচ্ছে যারা বঞ্চিত ছিল যাদের প্রমোশন হয়নি পদোন্নতি হয়নি তাদের ওপরই বেশি অ্যাটাক করা হচ্ছে কোন কোন উপদেষ্টা এ জিনিসটা করছে। আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি ছাত্রজীবনে হয়তো ছাত্রদল করেছে কিন্তু সে তো মেধার জোরে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসেছে গত ১৫-১৬ বছরে তাদের কোন পদোন্নতি দেওয়া হয়নি। এখন তো তাদের একটি জায়গায় থাকার কথা কিন্তু চুপচাপ ঘাপটি মেরে থাকা আন্দোলন সংগ্রামের কোন স্পিরিটের সাথে যাদের কোনো সম্পর্ক নাই আমি শুনি তারা সুশীল সমাজের লোক। তারা হচ্ছে গুণীজন তাই তাদেরক উপদেষ্টা করা হয়েছে। এ গুণীজন উপদেষ্টারা তারা তো চাকরিজীবীর মতো কাজ করছে। আন্দোলনে ক্ষতিগ্রস্তদের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে জানিয়ে রিজভী আরও বলেন, আমি এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গত ৪-৫ দিন আগে পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম দেখলাম এখনো অনেকেই হাসপাতালে কাতরাচ্ছেন কারো পিঠের চামড়া খুলে গেছে কারো পা নেই, কেউ কেউ অন্ধ হয়ে গেছেন এদের দায়িত্ব কি রাষ্ট্র নেবে না? এদের দায়িত্ব তো রাষ্ট্রকেই নিতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন ও স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফুর রহমান তুষার।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ