স্পোর্টস ডেস্ক
হার দিয়ে আবু ধাবি টি-টেন লিগ শুরু করলো সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে স্যাম্প আর্মির কাছে ৬ উইকেটে হেরেছে বাংলা টাইগার্স। ম্যাচে বল হাতে ২ উইকেট নেন বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব। আবু ধাবিতে টস হেরে প্রথমে ব্যাট করে ১০ ওভারে ১ উইকেটে ১০৬ রান করে বাংলা টাইগার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন শ্রীলংকার দাসুন শানাকা। তার ২৭ বলের অনবদ্য ইনিংসে ৪টি চার ও ৬টি ছক্কা ছিলো। আফগানিস্তানের ওপেনার হজরতুল্লাহ জাজাই ৩টি চার ও ১টি ছক্কায় ২৬ বলে অপরাজিত ৩৫ রান করেন। বাংলা টাইগার্সের আরেক ওপেনার সংযুক্ত আরব আমিরাতের লুকমান ফয়সাল ৫ রানে আউট হবার পর দ্বিতীয় উইকেটে ৪৩ বলে ৮৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন জাজাই ও শানাকা। তাই ব্যাট করার সুযোগ পাননি সাকিব। জবাবে খেলতে নেমে ৩ বল বাকী রেখে জয়ের বন্দরে পৌঁছায় স্যাম্প আর্মি। দক্ষিণ আফ্রিকার ফাফ ডু-প্লেসিস ২৯ ও ইংল্যান্ডের জ্যাক টেইলর অপরাজিত ২৭ রান করেন। ২ ওভার বল করে ১৫ রানে ২ উইকেট নেন সাকিব।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
