ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জনমনে বাড়ছে আস্থাহীনতা প্রতিনিয়তই জুলাই যোদ্ধাদের স্মরণ করতে হবেÑ স্বরাষ্ট্র উপদেষ্টা জলবায়ু পরিবর্তনে নিজস্ব সক্ষমতা বাড়াতে হবেÑ রিজওয়ানা কক্সবাজার সৈকতে পর্যটক বাড়লেও নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নেই মিটফোর্ডের ঘটনায় তাবেদার শক্তির এদেশীয় ধারকবাহক জড়িত- রিজভী কুমিল্লায় ভুল সিগন্যালে ট্রেন না থামায় ৪ জন সাময়িক বরখাস্ত জামালপুরে পালিয়ে বেড়াচ্ছে সাজাপ্রাপ্ত আসামি জুয়েল বৃষ্টিতে রাস্তায় চলাচলে জনদুর্ভোগ চরমে চরমপন্থীদের হাতে খুন যুবদলের মাহবুব, ভিডিও ফুটেজে ঘাতকরা শনাক্ত ভারতীয় ৩৪ জেলে ও ২ ট্রলার আটক ওয়ারীতে কিশোরকে হত্যাচেষ্টা, হামলা প্রতিহত করলো জনতা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ফি হলো দ্বিগুণ দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণা সতর্ক থাকার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের নাম তার মৈশানি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ছে ব্যাটারিচালিত রিকশায় জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট

পার্থে বোলারদের দাপট, প্রথমদিনেই ১৭ উইকেটের পতন

  • আপলোড সময় : ২২-১১-২০২৪ ০৭:৪২:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৪ ০৭:৪২:৫৮ অপরাহ্ন
পার্থে বোলারদের দাপট, প্রথমদিনেই ১৭ উইকেটের পতন
স্পোর্টস ডেস্ক
গতকাল শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত বোর্ডার-গাভাস্কার ট্রফি। পার্থ স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার প্রথম টেস্টের ১ম দিনে ছিল বোলারদের দাপট। ভারতকে ১৫০ রানে গুটিয়ে দিয়েও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। ৬৭ রান স্কোরবোর্ডে জমা করতেই যে নেই স্বাগতিকদের ৭ উইকেট। বোলারদের দাপটে প্রথমদিনেই পতন হয়েছে ১৭ উইকেটের। টসে জিতে আগে ব্যাট করতে নামে ভারত। ওপেনার যশস্বী জয়সাওয়ালের মত শুন্য হাতে ফেরেন তিনে নামা দেবদূত পাডিকালও। জশ হ্যাজেলউডের ২য় শিকার হয়ে আউট হওয়া ভিরাট কোহলি করতে পারেননি ৫ রানের বেশি। ওপেন করতে নেমে লোকেশ রাহুল ক্রিজে থিতু হবার ইঙ্গিত দিলেও ২৬ রানে ফিরতে হয় তাঁকে। যদিও তাঁর কট বিহাইন্ডের আউট নিয়ে আছে বিতর্ক। রাহুল ফেরার পর টিকতে পারেননি ধ্রুব জুরেল (১১) ও ওয়াশিংটন সুন্দর (৪)। ৭৩ রানেই ৬ উইকেট হারিয়ে বসে ভারত। সেখান থেকে ৪৮ রানের জুটি গড়েন রিশাব পান্ট ও নিতিশ কুমার রেড্ডি। খ্যাপাটে ব্যাটিংয়ে ৭৮ বলে ৩৭ রান করেন পান্ট। টেস্ট ক্রিকেটে প্রথমবারের মত পান্টকে সাজঘরে ফেরান প্যাট কামিন্স। এরপর নিতিশ কুমার রেড্ডি দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করে দলকে ১৫০ অব্দি নিয়ে যান। অজিদের পক্ষে ৪ উইকেট নেন হ্যাজেলউড। সমান ২ টি করে শিকার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শের। বল হাতে দাপট দেখানো অজিরা ব্যাট করতে নেমে পড়ে বিপাকে। ভারতীয় অধিনায়ক জাসপ্রীত বুমরাহর বোলিংয়ের জবাবই যেনো ছিল না তাঁদের কাছে। দিনের খেলা শেষ হবার আগে ৬৭ রান তুলতে ৭ উইকেট হারায় তাঁরা। ৭ উইকেটের ৪টিই নেন বুমরাহ। ১০ ওভার বল করে কেবল ১৭ রান খরচ করেন তিনি। মোহাম্মদ সিরাজ ২ ও হারশিত রানা ১ টি উইকেট নেন। ১৯ রান নিয়ে অ্যালেক্স ক্যারি ও ৬ রান নিয়ে মিচেল স্টার্ক ২য় দিনের খেলা শুরু করবেন। অজিরা এখনো ভারতের প্রথম ইনিংসের রানের চেয়ে পিছিয়ে ৮৩ রানে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য