পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একাধিক মাইক্রোবাস লক্ষ্য করে বন্দুক হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৯ জন। স্থানীয় কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থিত খাইবার পাখতুনখোয়া একটি উপজাতি অধ্যুসিত অঞ্চল। এই অঞ্চলের লোয়ার কুররম জেলায় গতকাল বৃহস্পতিবার বন্দুক হামলার ঘটে। জেলার উচেত এলাকায় কয়েকটি যাত্রীবাহী মাইক্রোবাস লক্ষ্য করে উড়ো গুলি চালায় বন্দুকধারীরা। খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্য সচিব নাদিম আসলাম চৌধুরী জানিয়েছেন, হামলায় এখন পর্যন্ত ৩৮ জন নিহত ও ২৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এই ঘটনাকে ‘বড় ট্রাজেডি’ উল্লেখ করে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। আফগানিস্তান সীমান্তবর্তী উপজাতীয় এই এলাকায় জমির দখল নিয়ে শিয়া ও সুন্নিদের মধ্যে কয়েক দশক ধরে দ্বন্দ্ব চলে আসছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। জিয়ারাত হুসেন নামে স্থানীয় এক বাসিন্দা টেলিফোনে রয়টার্সকে বলেছেন, সেখানে যাত্রীবাহী পরিবাহনের দুটি বহর ছিল। একটা পেশোয়ার থেকে পারাচিনার এবং অন্যটি পারাচিনার থেকে পেশোয়ারে যাচ্ছিল। হাঠাৎ সশস্ত্র ব্যক্তিরা পরিবহনের ওপর গুলি চালায়।
                           
                           
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
                            
                       
     
                            
                        পাকিস্তানে মাইক্রোবাসে বন্দুক হামলায় নিহত ৩৮
- আপলোড সময় : ২১-১১-২০২৪ ০৭:২৩:১৯ অপরাহ্ন
- আপডেট সময় : ২১-১১-২০২৪ ০৭:২৩:১৯ অপরাহ্ন
 
                                  
                     
                             
                            
                             কমেন্ট বক্স 
                            
 
                          
                       
                        
                                      সর্বশেষ সংবাদ
                                
                                 
  দৈনিক জনতা ডেস্ক :
 দৈনিক জনতা ডেস্ক :  
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                