ঢাকা , বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ , ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ আমতলীতে প্রকাশিত সংবাদের গুরুত্ব ধামাচাপা দিতে গিয়ে সুপারের সংবাদ সম্মেলন গাজীপুরে সন্ত্রাসী সুমন শেখের টর্চার সেলে পুলিশের অভিযান, গ্রেফতার ৩ ডিজিটাল হচ্ছে বিনিয়োগকারীদের নিরাপত্তা ছাড়পত্র গণধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেন ঢাবি থেকে বহিষ্কার নির্বাচন সামনে রেখে ৪ হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে-আইজিপি মাতারবাড়ী মহেশখালীকে সাংহাই সিঙ্গাপুরের মতো দেখতে চাই-আশিক চৌধুরী মহেশখালী-মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে পল্টন মোড় অবরোধ গণঅধিকার পরিষদের জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে ইসিতে আবেদন আগস্টে সড়ক, রেল ও নৌ-পথ দুর্ঘটনায় নিহত ৫৬৩ নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র হতে পারে-ডা. জাহিদ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২৫ বিচারপতি সাক্ষাৎ রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী অসুস্থ, জেরা হয়নি রাজসাক্ষীর ফেরারি আসামিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা রংপুরে জ্বালানি তেলের সংকট, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কেরানীগঞ্জ-৩ আসন ঘিরে সরব রাজনৈতিক অঙ্গন চট্টগ্রামে স্থানীয়দের সঙ্গে পর্যটকদের সংঘর্ষ আহত ১৫ ৯০ দিনের মধ্যে তদন্তের নির্দেশ লোহালিয়া নদীতে মিলল ২ যুবকের লাশ
যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৮৮

  • আপলোড সময় : ২১-১১-২০২৪ ০৭:২২:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৪ ০৭:২২:২১ অপরাহ্ন
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৮৮
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বেইত লাহিয়া ও শেখ রাদওয়ান এলাকায় ইসরাইলি বাহিনীর বোমাবর্ষণে ৮৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে আনা একটি প্রস্তাবে ভেটো ক্ষমতার প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া লেবানন ও সিরিয়ায় ইসরাইলের হামলায় তাইরে এলাকায় ৯ জন এবং পালমাইরাতে ৩৬ জন নিহত হয়েছে। খবর আলজাজিরার।
গাজার উত্তরের শহর বেইত লাহিয়ার আল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সুফিয়ান জানান, ইসরাইলের হামলার পর হাসপাতালটিতে বেশ কয়েকজন ফিলিস্তিনির মরদেহ নিয়ে আসা হয়। মরদেহগুলোর বেশিরভাগই ছিল নারী ও শিশুদের। তিনি আরও জানান, এখনও ধ্বংসস্তূপের নিচে অনেক মরদেহ চাপা পড়ে আছে। তাছাড়া ধ্বংসস্তূপের নিচে যারা আটকা পড়েছে তাদের বের করে আনার কোনো উপায় নেই। গাজার উত্তরাঞ্চল অবরুদ্ধ করে রেখেছে ইসরাইলি বাহিনী। ইসরাইলি সেনা সদস্যরা জরুরি বিভাগের লোকজনকে এবং ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সংস্থার সদস্যদের সেখানে প্রবেশে ও কাজ করতে বাধা দিচ্ছে। ইসরাইলি হামলায় শুধু বেইত লাহিয়াতেই মারা গেছে ৬৬ ফিলিস্তিনি। এ ছাড়া আহত হয়েছে আরও বহু লোক। অন্যদিকে শেখ রাদওয়ান এলাকায় ইসরাইলি হামলায় মারা গেছে আরও ২২ জন। অন্যদিকে, লেবাননের তাইরে এলাকায় ইসরাইলি বোমাবর্ষণে ৯ জন নিহত হয়েছে। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে। তাছাড়া, সিরিয়ার পালমাইরা এলাকায় বেশ কয়েকটি আবাসিক ভবনে ইসরাইলি বাহিনীর বোমাবর্ষণে ৩৬ জন নিহত এবং কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে আনা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। গাজা থেকে ইসরাইলি জিম্মিদের উদ্ধারে যুদ্ধবিরতির প্রস্তাব কোনো কাজে আসবে না এই যুক্তি দিয়ে যুক্তরাষ্ট্র তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করে। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত গণহত্যায় এ পর্যন্ত কমপক্ষে ৪৩ হাজার ৯৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নিরীহ শিশু ও নারী। হামলায় আরও কমপক্ষে এক লাখ চার হাজার ৯২ জন লোক আহত ও পঙ্গু হয়ে গেছে। এ ছাড়া লেবাননে ইসরাইলের হামলায় মারা গেছে তিন হাজার ৫৫৮ জন ও আহত হয়েছে ১৫ হাজার ১২৩ জন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ