ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানির চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নেওয়ার নির্দেশ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে-মির্জা ফখরুল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়-বুয়েট ভিসি প্রকৌশল শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে কমিটি ডেঙ্গু চিকুনগুনিয়া এবং ইনফ্লুয়েঞ্জায় কাবু মানুষ হিজাব বিতর্কে শিক্ষক বরখাস্ত উত্তাল ভিকারুননিসা আজ জাতীয় নির্বাচনের রোডম্যাপ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ডাকসু নির্বাচনে প্রচারণায় উৎসবমুখর ঢাবি ক্যাম্পাস প্রকৌশল শিক্ষার্থীদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

দেশে আসছে শিবপ্রসাদের ‘বহুরূপী’, যাচ্ছে ‘দামাল’

  • আপলোড সময় : ২১-১১-২০২৪ ০৭:১৭:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৪ ০৭:১৭:৩১ অপরাহ্ন
দেশে আসছে শিবপ্রসাদের ‘বহুরূপী’, যাচ্ছে ‘দামাল’
বিনোদন ডেস্ক
নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘বহুরূপী’। গেল দুর্গাপূজায় মুক্তি পাওয়া সিনেমাটি ইতিমধ্যেই দারুণ সাড়া ফেলেছে পশ্চিমবঙ্গে। এবার এটি আসছে বাংলাদেশে। আর সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছে ইমপ্রেস টেলিফিল্ম। এর বিপরীতে পশ্চিমবঙ্গে যাচ্ছে রায়হান রাফীর ‘দামাল’। খোঁজ নিয়ে জানা যায়, সিনেমা দুটির বিনিময়ের ক্ষেত্র এখনও চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে প্রযোজক-পরিচালক মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘বহুরূপি সিনেমাটি আনার জন্য তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছে ইমপ্রেস টেলিফিল্ম। কিন্তু মন্ত্রণালয় এখনও অনুমতি দেয়নি। সামনে মিটিং হওয়ার কথা রয়েছে, আমরা আশাবাদী; এখন দেখা যাক কী সিদ্ধান্ত হয়।’ এদিকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানান, সাফটা চুক্তি আওতায় ভারতের যে দুটি সিনেমা বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে তার মধ্যে আছে- ‘পুষ্পা ২’ ও ‘বহুরূপী’। নির্মাতার কথায়, ‘বহুরূপীর সঙ্গে আদান-প্রদানে ওপার বাংলার (বাংলাদেশ) যে ছবিটি এ দেশে (ভারত) দেখানো হবে, সেটা হলো “দামাল”। এটা রায়হান রাফীর ছবি, যিনি কিনা “তুফান”র মতো ছবির পরিচালক। ছবির প্রযোজনা সংস্থার সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। সাগর ভাই ও চ্যানেল আইয়ের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, আমাদের ছবির সাফল্যের প্রথম স্মারক সাগর ভাই-ই আমাদের কাছে পাঠিয়েছিলেন। আমরা খুবই উদগ্রীব হয়ে আছি যে “বহুরূপী” কবে ওপার বাংলায় দেখানো হবে। ওপারের বহু মানুষও এই ছবি দেখার অপেক্ষায় রয়েছেন।’ শিবপ্রসাদ আরও বলেন, ‘বহুরূপীর যে প্রথা, আর্ট ফর্ম, সেই সংস্কৃতি ওপার বাংলার মানুষেরও জানা উচিত। এই একই প্রথা পরিমণ্ডলের মধ্যে দিয়ে দুই বাংলা বড় হয়েছে, সেটা বাংলার মানুষের জানা উচিত। তবে এর মাঝেও একটা দুঃখের জায়গা আছে যে, লালফিতের গেরোয় আমরা একটু আটকে, অপেক্ষা করছি কবে দুই দেশের রাষ্ট্রীয় সিলমোহর পাব? কবে মুক্তির দিন মুক্তির দিন নির্দিষ্ট হবে। বাকি সবকিছুই হয়ে গিয়েছে, শুধু ফাইনাল অনুমতির অপেক্ষায়। আশা করছি, এই গেরো কেটে যাবে।’ দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা-২’ সিনেমাটি আমদানির কথা জানিয়েছিল ঢাকার অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। তবে এ নিয়েও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন জানান, শাকিব খানের ‘দরদ’ নিয়ে ব্যস্ত থাকায় ‘পুষ্পা-২’ আপাতত আমদানি করছে না তার প্রতিষ্ঠান। উল্লেখ্য, উইনডোজ প্রোডাকশনের ব্যানারে ‘বহুরূপী’ সিনেমাটি নির্মিত হয়েছে এক দুর্র্ধষ ব্যাংক ডাকাতির গল্প নিয়ে। এতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তীসহ অনেকে। অন্যদিকে, রায়হান রাফীর ‘দামাল’ তৈরি হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের বিভিন্ন ঘটনা অবলম্বনে। আর এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম, শাহনাজ সুমি, সুমিত, রাশেদ অপু, ইন্তেখাব দিনার, পূজা, সামিয়া অথৈসহ অনেকে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য