প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশে উদ্যোক্তাদের একটি প্রজন্ম তৈরি করতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে, যা সৃজনশীলতার বিকাশ ঘটাতে সহায়ক। তিনি বলেন, আমাদের এমন শিক্ষাব্যবস্থা দরকার, যা শিক্ষার্থীদের সৃজনশীল মানুষ হতে সাহায্য করবে। গতকাল বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয় পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন। এরআগে সচিবালয়ে প্রথম উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, মানুষ জন্মগতভাবে উদ্যোক্তা, তবে আমাদের শিক্ষা ব্যবস্থা চাকরিপ্রার্থী তৈরি করে। এটি একটি ত্রুটিপূর্ণ ব্যবস্থা। তিনি উল্লেখ করেন, আমাদের শিক্ষা ব্যবস্থা এমনভাবে সংস্কার করা উচিত যাতে এটি একটি প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে। আমাদের তরুণদের মধ্যে সৃজনশীলতার যে সম্ভাবনা রয়েছে, তা পূর্ণতার দিকে নিতে হবে। তিনি বলেন, বাংলাদেশে এমন শিক্ষাব্যবস্থা তৈরি করা উচিত নয়, যেখানে শুধু পরীক্ষার নম্বরের ওপর জোর দেয়া হয়। পরীক্ষার নম্বর কত পেয়েছে সেটাই সবকিছু নয়, এটি সবার উপলব্ধি করা উচিত বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশের সমাজে জেনারেশন গ্যাপ কমানোর জন্য আমাদের নতুন প্রজন্মের ভাষা, তাদের আকাক্সক্ষা এবং চিন্তার প্রক্রিয়া বুঝতে হবে। তিনি বলেন, তরুণ ও প্রবীণ প্রজন্মের মধ্যে দূরত্ব বাড়লে এটি সমস্যা তৈরি করবে। আমাদের অবশ্যই দুই প্রজন্মের মধ্যে ধ্যান-ধারণার ব্যবধান কমিয়ে আনতে হবে। অধ্যাপক ইউনূস শিক্ষার্থীদের জাতীয় পাঠ্যক্রমে পারিবারিক মূল্যবোধ অন্তর্ভুক্তির গুরুত্বও তুলে ধরেন। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের।
সচিবালয়ে প্রথম অফিস করেছেন প্রধান উপদেষ্টা : অন্তর্বর্তী সরকার গঠনের পর গতকাল বুধবার প্রথম সচিবালয়ে অফিস করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী এদিন সকাল ১১টায় উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দেন তিনি। সেখানে তাকে অভ্যর্থনা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এরপরই সচিবালয়ের ৬ নম্বর ভবনে অবস্থিত উপদেষ্টা পরিষদের সম্মেলন কক্ষে তাদের নিয়মিত বৈঠকে যোগ দেন প্রধান উপদেষ্টা। এর আগে, অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের কার্যক্রম নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা পরিষদের বৈঠকের তথ্য দিয়েছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ওই বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশের খসড়া আজকের বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানিয়েছিলেন তিনি।
জানা গেছে, এটি অনুমোদন হলে, গণহত্যার অভিযোগে রাজনৈতিক দলগুলোর বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সুপারিশ করতে পারবে বলে সংশোধনীতে প্রস্তাব করা হয়েছে। সুপারিশ অনুযায়ী, গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক দলগুলোর বিচারের সুপারিশ করতে পারবে। এ প্রস্তাব দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশ আজকের বৈঠকে উপস্থাপন করা হয়। এদিকে প্রধান উপদেষ্টা সচিবালয়ে অফিস করায় সচিবালয়সহ আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। উপদেষ্টা সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি ছাড়া প্রবেশ করতে দেয়া হচ্ছে না অন্য কোনো গাড়ি।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার গঠনের পর, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হলেও, এই প্রথম সচিবালয়ে উপদেষ্টা পরিষদ সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হলো।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয় পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা
নতুন প্রজন্মের ভাষা ও আকাক্সক্ষা বুঝতে হবে
- আপলোড সময় : ২১-১১-২০২৪ ১২:২৯:০০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২১-১১-২০২৪ ১২:২৯:০০ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ