রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় দুই পাতা নাপা ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে মো. সাকিব (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে রাত পৌনে ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই রাকিব বলেন, আমার ভাই একটি রেস্টুরেন্টে চাকরি করে। পারিবারিক কলহের জেরে নিজ রুমে থাকা দুই পাতা নাপা ওষুধ খেয়ে ফেলে। অসুস্থ হয়ে পড়লে দ্রুত ঢাকা মেডিকেলে নেয়া হয়। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

দাম্পত্য কলহ
নাপা ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু
- আপলোড সময় : ২০-১১-২০২৪ ১১:৩৬:৩৭ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-১১-২০২৪ ১১:৩৬:৩৭ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ