ঢাকা , মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফের আইটেম গানে নাচবেন তামান্না সম্মানসূচক পাম ডি’অর পাচ্ছেন রবার্ট ডি নিরো মালাইকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সিআইডিতে আসছে নতুন এসিপি বাংলাদেশে আসছেন পাকিস্তানি গায়িকা আইমা বেগ হলে বাড়লো জংলির শো ছেলেকে নিয়ে ছুটি কাটাতে সিঙ্গাপুরে অপু নতুন ছবি নিয়ে পর্দায় আসছেন মোশাররফ করিম সকল শিক্ষা প্রতিষ্ঠানে পহেলা বৈশাখ উদযাপনের নির্দেশ মাউশির ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে ঢ়ুকে নারীকে কুপিয়ে হত্যা মোদির মতো নেতাকে ছুড়ে ফেলার বিকল্প নেই -সারজিস আট মাসের শিশুকে অপহরণের পর বিক্রি, ৮ দিন পর যশোর থেকে উদ্ধার ঈদযাত্রার ১১ দিনে সড়কে ঝরল ২৪৯ প্রাণ নওগাঁ বাড়ির ভেতরে মিললো ভাইবোনের মরদেহ পহেলা বৈশাখে পান্তা-ইলিশ নয় জাটকা সংরক্ষণের আহ্বান মৎস্য উপদেষ্টার ডিজিএফআই কর্মকর্তা হত্যা মামলায় আরসা প্রধানসহ ১০ জন কারাগারে মার্চে ৪৪২ নারী নির্যাতনের শিকার, ধর্ষণ ১৬৩ -মহিলা পরিষদ ১০ এপ্রিলের মধ্যে যোগদানের নির্দেশ প্রধান শিক্ষকদের বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে স্টার্টআপ খাতে ৯০০ কোটি টাকার তহবিল সবার অংশগ্রহণে ঐকমত্য প্রতিষ্ঠা করাই আমাদের প্রচেষ্টা -আলী রীয়াজ

প্রথম উইকেন্ডেই ফ্লপ দ্যা রকের ‘রেড ওয়ান’!

  • আপলোড সময় : ১৯-১১-২০২৪ ০৯:৩৬:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৪ ০৯:৩৬:২১ অপরাহ্ন
প্রথম উইকেন্ডেই ফ্লপ দ্যা রকের ‘রেড ওয়ান’!
বিনোদন ডেস্ক
ডোয়াইন জনসন। এই নামেই তিনি সিনেমার পর্দায় আসেন। তবে বিশ্ববাসীর কাছে তিনি ‘দ্য রক’ নামেই বহুল পরিচিত। রেসলিংয়ের মাঠে দুর্র্ধষ এক রেসলার তিনি। নানা বয়সের দর্শকের কাছেই তিনি সেরা। অভিনয়ে নাম লিখিয়েও দ্য রক খ্যাত তারকা একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে সবার প্রত্যাশা পূরণ করে যাচ্ছিলেন। তবে সেই সাফল্যের পথচলায় এলো ধাক্কা। জনসন অভিনীত ক্রিসমাস অ্যাকশন-কমেডি ‘রেড ওয়ান’ প্রত্যাশা অনুযায়ী সাফল্য পায়নি। আশানুরূপ দর্শক টানতে পারছেন না এই মহাতারকা। যা হতাশ করছে তার ভক্তদেরও। ছবিটি উত্তর আমেরিকার ৪,০৩২টি থিয়েটারে মুক্তি পেয়েছে। প্রথম দিনে মাত্র ৩৪.১ মিলিয়ন আয় করতে পেরেছে। ২৫০ মিলিয়ন ডলারে নির্মিত সিনেমাটির বিশ্বজুড়ে প্রচার ও বিপণন ব্যয় আছে আরও ১০০ মিলিয়ন ডলার। এমন ব্যয়বহুল সিনেমার প্রথম দিনের আয় ৩৪ মিলিয়ন ডলার খুবই কম বলে মনে করছেন সিনে বিশ্লেষকরা। ‘রেড ওয়ান’ তিন সপ্তাহ ধরে শীর্ষে থাকা ‘ভেনম : দ্য লাস্ট ড্যান্স’ সিনেমাকে পরাজিত করেছে। তবে বড় বাজেটের কারণে সিনেমাটি সফল হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে এরইমধ্যে। তুলনা হিসেবে ‘জোকার ২’ ছবিকে টানছেন অনেকেই। ২০০ মিলিয়ন বাজেটের ছবিটি তার উদ্বোধনী সপ্তাহান্তে ৩৭ মিলিয়ন ডলার আয় করেও ফ্লপ হিসেবে বিবেচিত হয়েছে। অন্যদিকে ‘কিলারস অব দ্যা ফ্লাওয়ার মুন’ সিনেমাটি অনেক বেশি খরচে নির্মিত হলেও ২৩ মিলিয়ন ডলার উদ্বোধনী আয় দিয়ে ভালো ব্যবসা করেছিল। তাই ‘রেড ওয়ান’ সিনেমার ৩৪ মিলিয়ন ডলার উদ্বোধন আয়কে সরাসরি মন্দ হিসেবে দেখা হচ্ছে না। যদি ছবিটি সামনের দিনগুলোতে আয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারে তবে সাফল্যের মুখ দেখবে। কিন্তু সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন সমালোচকরা। কারণ সিনেমাটির জন্য প্রচুর খারাপ রিভিউ এসেছে। রোটেন টমোটেতো এ ছবির ক্রিটিক রেটিং এসেছে মাত্র ০৩৩%। যা একইদিনে মুক্তি পাওয়া ‘গ্লাডিয়েটর ২’ ছবির বেলাতে ৭৫ শতাংশ! এজন্যই ‘রেড ওয়ান’ টিম বেশ দুশ্চিন্তায় আছে যে এই রিভিউ সিনেমাটিকে ফ্লপের দিকে ঠেলে দিতে পারে। চলচ্চিত্র বিশেষজ্ঞ ডেভিড এ. গ্রস বলেন, উদ্বোধনী আয় খুব একটা ভয়াবহ নয় তবে এত উচ্চ বাজেটের সিনেমা হিসেবে ‘রেড ওয়ান’-এর জন্য পরিমাণটি যথেষ্টও নয়। এ ধরনের সিনেমার অন্তত ১৫০ মিলিয়ন ডলারের বেশি বাজেটে তৈরি করা উচিত না।’ বিদেশী বাজারে ‘রেড ওয়ান’ দ্বিতীয় সপ্তাহে ১৪.৭ মিলিয়ন ডলার যোগ করেছে। যার ফলে তার আন্তর্জাতিক আয় ৫০ মিলিয়ন এবং সর্বমোট বৈশ্বিক আয় ৮৪.১ মিলিয়নে পৌঁছেছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য