ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ- অ্যাটর্নি জেনারেল একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না সাত বছর পর চীন সফরে গেলেন নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর- তারেক রহমান অদৃশ্য অরাজকতায় ষড়যন্ত্রের আভাস পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করতে হবে গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী বিচার-সংস্কার নির্বাচনের মুখোমুখি গ্রহণযোগ্য নয়-সাকি তথ্য ক্যাডারে অসন্তোষ হতাশা সিনিয়রদের নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে-মির্জা ফখরুল আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না : পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ

পথের পাঁচালী সিনেমার সেই দুর্গা আর নেই

  • আপলোড সময় : ১৯-১১-২০২৪ ০৯:৩৪:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৪ ০৯:৩৪:৩৫ অপরাহ্ন
পথের পাঁচালী সিনেমার সেই দুর্গা আর নেই
বিনোদন ডেস্ক
সত্যজিৎ রায় নির্মিত ‘পথের পাঁচালী’ সিনেমায় ‘দুর্গা’ চরিত্র রূপায়নকারী উমা দাশগুপ্ত মারা গেছেন। গত সোমবার সকাল ৮টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বিধায়ক-পরিচালক-অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছেন ভারতীয় সংবাদমাধ্যম। ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, কয়েক বছর আগে ক্যানসারে আক্রান্ত হন উমা দাশগুপ্ত। ক্যানসার মুক্তও হয়েছিলেন। সম্প্রতি ফের ক্যানসারে আক্রান্ত হন। অসুস্থ হয়ে পড়ায় বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেখানেই মারা যান এই অভিনেত্রী। উমা দাশগুপ্ত ও চিরঞ্জিৎ চক্রবর্তী একই ভবনে বসবাস করেন। এ তথ্য উল্লেখ করে চিরঞ্জিৎ বলেন, ‘সকালে উনার মেয়ের সঙ্গে দেখা হয়েছিল। তখনই জানালেন, উমাদি চলে গিয়েছেন। কয়েক বছর আগে ক্যানসার হয়েছিল তার।’ ১৯৫৫ সালে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ সিনেমায় ‘অপুর’ দিদি ‘দুর্গা’ চরিত্রে অভিনয় করেন উমা দাশগুপ্ত। কিশোরী বয়েসের সেই চরিত্র পর্দায় জীবন্ত করেছিলেন তিনি। এরপর তাকে আর পর্দায় দেখা যায়নি। তবে একটি সিনেমায় অভিনয় করেই বিশ্বজোড়া খ্যাতি কুড়ান উমা। পেশাগত জীবনে তিনি শিক্ষক ছিলেন। এ বিষয়ে কথা বলতে সংবাদমাধ্যমটি যোগাযোগ করে সত্যজিৎ রায়ের পুত্র পরিচালক সন্দীপ রায়ের সঙ্গে। উমা দাশগুপ্তর সঙ্গে তার কোনো স্মৃতি আছে কিনা? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তখন শিশু। ফলে সেভাবে কোনো স্মৃতিই আর নেই। উমাদির বয়স তখন মাত্র ১৪ বছর। পরে আর অভিনয় করেননি। ফলে উনার সঙ্গে আমাদের আর যোগাযোগ ছিল না।’ শৈশব থেকেই থিয়েটার করতেন অভিনেত্রী উমা দাশগুপ্ত। যে স্কুলে পড়তেন সেখানকার প্রধান শিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের খুব ভালো সম্পর্ক ছিল। সেই শিক্ষকের সুবাদেই সত্যজিৎ আবিষ্কার করেছিলেন ‘পথের পাঁচালী’ সিনেমার ‘দুর্গা’ উমা দাশগুপ্তকে। তবে উমা দাশগুপ্তর বাবা চাননি মেয়ে রুপালি জগতে পা রাখুক, পরে সত্যজিৎ রায় নিজেই পরিবারকে রাজি করান। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত টাইম ম্যাগাজিনের জরিপে পৃথিবীর ১০০ বছরের সেরা চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নেয় সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ সিনেমা। ১৯২০ থেকে ২০১০; মোট দশ দশকের সেরা সিনেমা বাছাই করে টাইম। এতে পঞ্চাশের দশকের সেরা ১০টি চলচ্চিত্রের মধ্যে চতুর্থ অবস্থানে জায়গা পায় ‘পথের পাঁচালী’। এক শতাব্দীর এই তালিকায় এটিই একমাত্র ভারতীয় সিনেমা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত বাংলা উপন্যাস ‘পথের পাঁচালী’। এ উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় একই নামে নির্মাণ করেন সিনেমা। এতে অভিনয় করেছিলেন— কানু বন্দ্যোপাধ্যায়, করুণা বন্দ্যোপাধ্যায়, সুবীর বন্দ্যোপাধ্যায়, পিনাকী সেনগুপ্ত, উমা দাশগুপ্ত, চুনীবালা দেবী, তুলসী চক্রবর্তী প্রমুখ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য