ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫ বাক্সবন্দি মেশিন এখন চায়ের টেবিল সংখ্যালঘু ঐক্য মোর্চার সংবাদ সম্মেলন নিয়ে পুলিশের ব্যাখ্যা ঐকমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো প্রাণনাশের হুমকি দিল প্রতারক ৪ দফা দাবি জোরপূর্বক প্রত্যাগত ওমান প্রবাসী ফোরামের পুলিশ কল্যাণ তহবিল থেকে দেড় কোটি টাকার অনুদান পাবে ৩৮৯ জন বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া নির্বাচন কমিশনের ৫১ কর্মকর্তাকে বদলি গেটে হাঁটুপানি, ভোগান্তিতে রোগী-স্বজনরা জিয়ার অনুকম্পায় রাজনীতি করে এখন তার পুত্রকে টার্গেট করছেÑ রিজভী চাঁদাবাজির অভিযোগে ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার পঞ্চবেকি বয়া নদীর আয়রন ব্রিজ মৃত্যুফাঁদ ময়মনসিংহে মুক্তিপণ দিয়ে মিললো শিশুর লাশ ৪ লাখ টন চাল কিনবে সরকার, বেসরকারিভাবে ৫ লাখ টনের অনুমতি কে কাকে লাল কার্ড দেখাবে, তা ঠিক করবে জনগণ-ডা. জাহিদ বাংলাদেশিদের মিসরের ভিসা দিতে নিষেধাজ্ঞা নেই : দূতাবাস ইইউ’র প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল ঢাকা আসছে সেপ্টেম্বরে সংরক্ষিত আসন বিলুপ্তির সুপারিশের প্রতিবাদ মহিলা পরিষদের

যে কারণে আটকে আছে রাফী-জিতের ‘লায়ন’

  • আপলোড সময় : ১৯-১১-২০২৪ ০৯:৩৩:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৪ ০৯:৩৩:৫৩ অপরাহ্ন
যে কারণে আটকে আছে রাফী-জিতের ‘লায়ন’
বিনোদন ডেস্ক
মেগাস্টার শাকিব খানের ‘তুফান’ দিয়ে বক্স অফিসে ঝড় তোলেন নির্মাতা রায়হান রাফী। এখন রাফীর পরিকল্পনায় নতুন ছবি ‘লায়ন’। যেখানে থাকছেন ওপার বাংলার নায়ক জিৎ! সম্প্রতি ভারতীয় গণমাধ্যম সূত্রে পাওয়া খবর, বাজেটের কারণে নাকি রায়হান রাফী পরিচালিত ছবির কাজ স্থগিত থাকছে! তাহলে কী বাংলাদেশের ছবিতে দেখা যাবে না জিতকে? ছবিটির কাজ শুরু হলেই রায়হান রাফীর ছবিতে প্রথমবারের মতো পা রাখবেন জিৎ। দুই বাংলার যৌথ প্রযোজনায় তৈরি হবে ‘লায়ন’। এদিকে ওপার বাংলার প্রযোজক শ্যামসুন্দর দে এ খবর ছড়াতেই উৎসবে মাতে তাদের অনুরাগীরা। এও শোনা গেছে, সেই ছবিতে থাকতে পারেন চঞ্চল চৌধুরী বা আফরান নিশোর মতো তারকারা। জানা গেছে, সব ঠিক থাকলে চলতি বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরে ফ্লোরে যাবে ছবিটি। কিন্তু, গত কিছুদিন ধরে নতুন গুঞ্জন, সব কিছু নাকি ঠিক নেই! বাজেটের কারণে স্থগিত ‘লায়ন’। তাহলে কি, জিতের বাংলাদেশে আসা হচ্ছে না? সত্যটি জানাতে ভারতীয় গণমাধ্যমে মুখ খোলেন ছবিটির প্রযোজক শ্যামসুন্দর দে। বলেন, ‘একদম বাজে কথা। কেন ছবি বন্ধ হবে? প্রায় রোজ ছবি নিয়ে পরিচালক রায়হানের সঙ্গে কথা হচ্ছে। কথা হচ্ছে জিতের সঙ্গেও।’ তা হলে কেন এ রকম খবর ছড়াল? শ্যামসুন্দরের মতে, ‘ছবির জন্য একটা জাহাজ লাগবে। সেটি জোগাড় করা সময়সাপেক্ষ, ব্যয়সাপেক্ষও। ফলে দুই দেশের প্রযোজনা সংস্থা খুঁজে দেখছে, সস্তায় কোথায় জাহাজ পাওয়া যায়। তার জন্যই সময় লাগছে। তাই এ বছর নয়, আগামী বছরের গোড়ায় শুরু ছবির শ্যুটিং। সম্ভবত এই খবর থেকেই ছবি বন্ধ হয়ে যাওয়ার মতো ভিত্তিহীন গুঞ্জন রটেছে।’ তিনি আরও জানিয়েছেন, ‘ছবি বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি আরও রটেছে, ছবিতে নিশোও থাকছেন না। এরও ভুল ব্যাখ্যা হয়েছে।’ প্রযোজক জানিয়েছেন, প্রথমে ঠিক ছিল আগামী ঈদে ছবি মুক্তি পাবে। সেই অনুযায়ী শ্যুটিংয়ের যে সময় ঠিক করা হয়েছিল সেই সময় নিশোকে পাওয়া যাচ্ছিল না। কারণ, তার ছবিও ঈদে মুক্তি পাচ্ছে। নিশো ইচ্ছুক নন বলে ছবিতে রাজি হননি, এমন নয়। বরং অভিনয়ের তালিকায় যোগ হতে পারে আরও একটি নাম। তিনি শরিফুল রাজ। দুই বাংলার প্রযোজক এবং পরিচালক তিন অভিনেতাকে বেছেছেন- চঞ্চল, নিশো, রাজ। যার দেওয়া সময়ের সঙ্গে শ্যুটিংয়ের সময় মিলবে তাকে এই ছবিতে দেখা যাবে। তবে এখনও নায়িকা নির্বাচন হয়নি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য