চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের ইপিজেড এলাকার আকমল আলী ঘাটের জেলেপল্লির ৩৭ বসতঘর ও দোকান আগুনে পুড়ে গেছে। গত শনিবার রাত ১২টা ১০ মিনিটে একটি তেলের দোকান থেকে এ আগুনের সূত্রপাত হয়। পরে গতকাল রোববার ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১২টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত তা নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। গতকাল রোববার ভোর ৬টা ১০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। সেখানে বেশকিছু তেল ও জালের দোকান ছিল। তেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যে কারণে দ্রুত নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে। তেলের দোকান থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত সাপেক্ষে জানা যাবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata