ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিশ্বকাপজয়ী আলমাদাকে দলে ভেড়াচ্ছে অ্যাতলেতিকো মাদ্রিদ ভুটানের সাথে জয় পেলো বাংলাদেশ ৪৩ বছর বয়সে ‘দ্য হান্ড্রেডে’ অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের শাস্তির সম্মুখীন হলেন স্টোকসরা বড় সাকিবের প্রত্যাশা; ছোট সাকিবও হবে অলরাউন্ডার ঢাকায় পৌঁছালো পাকিস্তান দল টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বড় লাফ দিলো রিশাদ বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় মোট ১৪ এনবিআর কর্মকর্তা বরখাস্ত শতকোটি টাকা ব্যয়ে হচ্ছে গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর জুলাইয়ের চেতনায় একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার রাজনৈতিক অস্থিরতার প্রভাব শেয়ারবাজারে ইসিতে ৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও বাছাইয়ে ফেল এনসিপি যৌক্তিক শুল্ক প্রত্যাশা বাংলাদেশের ১৫ টাকা দরে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার-খাদ্য উপদেষ্টা ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট চুক্তি রিভিউ হবে-অর্থ উপদেষ্টা এ বছরের শেষ নাগাদ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চূড়ান্ত সুখবর-পরিবেশ উপদেষ্টা পঞ্চদশ সংশোধনীতে হাসিনা ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করেছিলেন : বদিউল আলম মজুমদার নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫ বাক্সবন্দি মেশিন এখন চায়ের টেবিল

বরখাস্ত করতে পেন্টাগন কর্মকর্তাদের তালিকা করছে ট্রাম্পের দল

  • আপলোড সময় : ১৬-১১-২০২৪ ০২:৪৭:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৪ ০২:৪৭:৫৯ অপরাহ্ন
বরখাস্ত করতে পেন্টাগন কর্মকর্তাদের তালিকা করছে ট্রাম্পের দল
নির্বাচনে জয়লাভের পরপরই মার্কিন প্রতিরক্ষা দফতর থেকে কর্মকর্তা ছাঁটাইয়ের প্রক্রিয়ায় নেমেছে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ার কাজে যুক্ত দল (ট্রানজিশন টিম)। পেন্টাগনের যেসব কর্মকর্তাদের ছাঁটাই করা হবে, তাদের তালিকা তৈরি করছেন তারা। বার্তা সংস্থা রয়টার্স বলছে, যারা যুক্তরাষ্ট্রের সাবেক শীর্ষ জেনারেল মার্ক মিলের সঙ্গে সংশ্লিষ্ট, সম্ভবত সেসব মার্কিন সামরিক কর্মকর্তাদের নিশানা করতে পারে ট্রাম্প প্রশাসন।
ধীরে ধীরে নিজের প্রশাসন সাজাতে শুরু করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী চার বছর যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার হাল ধরতে যাদেরকে পাশে চান, এর মধ্যেই তাদের বাছাই করতে শুরু করেছেন তিনি। একইসঙ্গে কাদের পাশে চান না, তাদের তালিকাও তৈরি করছে ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ার কাজে যুক্ত দল। বিভিন্ন সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, পেন্টাগনের কর্মকর্তাদের বরখাস্তের পরিকল্পনাটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে আছে। ট্রাম্পের প্রশাসন গোছানোর প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। তবে, বরখাস্তের ‘সম্ভাব্য তালিকায়’ মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ অন্তর্ভুক্ত হতে পারেন। এছাড়াও, ট্রাম্পকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দেয়া যুক্তরাষ্ট্রের সাবেক শীর্ষ জেনারেল মার্ক মিলের সঙ্গে যারা সংশ্লিষ্ট, সম্ভবত সেসব মার্কিন সামরিক কর্মকর্তাদের নিশানা করবে ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে রয়টার্স ট্রাম্পের প্রচারণা শিবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও, কোনো সাড়া পাওয়া যায়নি। যদিও এই পরিকল্পনা কতটুকু বাস্তবায়নযোগ্য এবং ট্রাম্প এতে কতটা সায় দেবেন সে বিষয়ে সন্দিহান বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানিয়েছেন। তবে অতীতে মার্কিন প্রতিরক্ষা দফতরের কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা করতে দেখা গেছে ট্রাম্পকে। ট্রাম্প তার নির্বাচনী প্রচারাভিযানের সময় ‘সরব’ জেনারেলদের বরখাস্ত করার বিষয়ে কথা বলেছিলেন। একই সঙ্গে তিনি সেসব সামরিক কর্মকর্তাদের বরখাস্ত করার বিষয়ে কথা বলেছিলেন, যারা ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময় ‘গোলযোগপূর্ণ অবস্থা’র জন্য দায়ী। প্রতিবেদন মতে, ট্রাম্পের প্রশাসন সম্ভবত সেসব মার্কিন সামরিক কর্মকর্তাদের নিশানা করবে, যারা যুক্তরাষ্ট্রের সাবেক শীর্ষ জেনারেল মার্ক মিলের সঙ্গে সংশ্লিষ্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে মার্ক মিলে ছিলেন মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান। প্রখ্যাত মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ডের ‘ওয়ার’ শিরোনামের একটি বই গত মাসে প্রকাশিত হয়। এই বইয়ে মার্ক মিলের উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে। তিনি ট্রাম্পকে ‘ফ্যাসিবাদী’ বলে অভিহিত করেছেন। সাবেক প্রেসিডেন্টের প্রতি ‘বিশ্বাসঘাতকতার’ জন্য মার্ক মিলকে নিশানা করেছেন ট্রাম্পের মিত্ররা।
আরও জানা যায়, মার্ক মিলে যাদের মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বিভিন্ন পদে তুলে এনেছেন, যাদের তিনি নিযুক্ত করেছেন, তাদের প্রত্যেকে বরখাস্ত হবেন। একই সূত্র আরও বলেছে, ‘মার্ক মিলের সঙ্গে সংশ্লিষ্ট সবার একটি বিস্তারিত তালিকা রয়েছে। তাদের সবাইকে বিদায় নিতে হবে।’ জয়েন্ট চিফস অব স্টাফে অন্তর্ভুক্ত হন মার্কিন সামরিক বাহিনীর সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তারা। অর্থাৎ সেনা, নৌ, মেরিন, বিমান, ন্যাশনাল গার্ড ও স্পেস বাহিনীর প্রধানদের সমন্বয়ে জয়েন্ট চিফস অব স্টাফ গঠিত। গত মঙ্গলবার ট্রাম্প তার প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথের নাম ঘোষণা করেন। তিনি রক্ষণশীল মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের একজন ভাষ্যকার। মার্কিন সামরিক বাহিনীতে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা আছে তার। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে হেগসেথের নাম ঘোষণার একদিন পরই মার্কিন সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরখাস্ত করার পরিকল্পনার বিষয়টি প্রকাশিত হলো। অবশ্য হেগসেথ নিজেও পেন্টাগনে শুদ্ধি অভিযান চালানোর ব্যাপারে তার ইচ্ছার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। প্রসঙ্গত, গেল ৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে বড় ব্যবধানে হারিয়ে জয়ী হন রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প। 
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স