ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

আসিফ নজরুলকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ১০:১৩:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ১০:১৩:৫২ অপরাহ্ন
আসিফ নজরুলকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা
সাম্প্রতিক সময়ে সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের ওপর হামলার ঘটনা ঘটে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে গিয়ে তিনি এই হামলার শিকার হন।
সরকার এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। ঘটনার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনার তদন্ত শুরু করেছে এবং সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশের দূতাবাস ও স্থায়ী মিশনের মাধ্যমে কেন এমন ঘটনা ঘটল, এবং এর সাথে কাদের যোগসাজশ থাকতে পারে, তা জানতে চেয়ে কূটনৈতিক পত্র পাঠিয়েছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এটি পূর্বপরিকল্পিত হামলা হতে পারে। আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া একজন কর্মকর্তা এবং এক স্থানীয় স্টাফের সঙ্গে ঘটনার সম্পর্ক থাকতে পারে বলে তথ্য পাওয়া গেছে। এর প্রেক্ষিতে লেবার কাউন্সেলর মুহাম্মদ কামরুল ইসলামকে পদচ্যুত করা হয়েছে এবং তাকে ঢাকায় ফিরে আসতে বলা হয়েছে। এছাড়া, স্থানীয় স্টাফ হিসেবে কাজ করা মিজান, যিনি আওয়ামী লীগ আমলে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মচারী ছিলেন, তাকে চাকরিচ্যুত করা হয়েছে। হামলার ঘটনার সঙ্গে জড়িত তিনজন মাস্টারমাইন্ডসহ অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে। এ ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে অবস্থিত সব বাংলাদেশ মিশনে জরুরি পরিপত্র পাঠিয়েছে, যাতে বিদেশ সফরের সময় বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রটোকল এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়। পরিপত্রে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে, যেন কোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়ানো যায়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স