ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
২১৩০ কোটি টাকায় আলেকজান্ডারকে দলে ভেড়ালো লিভারপুল ফাইনাল হেরে কর্মকর্তার মুখে থুতু দিলেন সুয়ারেজ! ভায়োকানোর বিপক্ষে হোঁচট খেলো বার্সা মাঠে ডিম পাড়লো পাখি, এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হলো স্টেডিয়াম পুরুষদের থেকেও বেশি প্রাইজমানি ঘোষণা নারী বিশ্বকাপে! পোরশায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‍্যালিও পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে উন্ডিজ বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল ‘আইএমজি’ সাইমন টোফেলকে নিয়োগ দিলো বিসিবি কর্মশালার মাধ্যমে জাপানিজ ভাষা শিক্ষা দিচ্ছে আর আর গ্রুপ নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে নুর ভালো আছেন তবে ব্যথা আছে -ঢামেক পরিচালক বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ফের রাজনীতিতে বাড়ছে উত্তাপ হলে রাত্রিকালীন বিধিনিষেধ প্রত্যাহার চায় বাম ছাত্রসংগঠনগুলো পরিবেশবান্ধব বৈদ্যুতিক থ্রি-হুইলার ‘বাঘ’ আসতে বাধা কোথায় ১২৩ সংগঠন ১৬০৪ বার অবরোধ করেছে-স্বরাষ্ট্র উপদেষ্টা চবিতে সংঘর্ষে আহত দেড় শতাধিক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি বই মুদ্রণে আন্তর্জাতিক দরপত্রের সিদ্ধান্ত হয়নি

জাতীয় প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সভা আহ্বানে গভীর উদ্বেগ

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ১২:১৬:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ১২:১৬:৫৩ পূর্বাহ্ন
জাতীয় প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সভা আহ্বানে গভীর উদ্বেগ
জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি আবু সালেহ এবং মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান আজ এক যুক্ত বিবৃতিতে জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষ কর্তৃক আকস্মিকভাবে ১৬ নভেম্বর শনিবার অতিরিক্ত সাধারণ সভা আহ্বানের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, প্রেস ক্লাবের গঠনতন্ত্রকে উপেক্ষা করে ডিসেম্বর মাসে অনুষ্ঠেয় দ্বি-বার্ষিক সাধারণ সভার পরিবর্তে নভেম্বরে অতিরিক্ত সাধারণ সভা আহ্বান সৎউদ্দেশ্যপ্রণোদিত নয়। সর্বদাই নভেম্বরের এই সময় দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী তফসীল ঘোষণা করা হয়ে থাকে।
বিবৃতিতে বলা হয়, বর্তমান ব্যবস্থাপনা কমিটি অতিরিক্ত সাধারণ সভা আহ্বানের গঠনতান্ত্রিক বিধান অনুসরণ করেনি। কী কারণে
কোন উপযুক্ততার আলোকে তা আহ্বান করছে, তাও স্পষ্ট করেনি। দীর্ঘ ১৫ বছর স্বৈরশাসনে জাতীয় প্রেস ক্লাবের নির্বাচনগুলো এতোদিন স্বৈরাচারের ভয়-ভীতিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ছাত্র-জনতার ঐতিহাতিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের যে নতুন পদযাত্রার সূচনা ঘটেছে, তাতে প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী ২০২৪-এর ডিসেম্বরে অনুষ্ঠেয় একটি সুষ্ঠু এবং ভয়ভীতিমুক্ত নির্বাচনের জন্য সাংবাদিকেরা অপেক্ষা করে আসছেন। এই সময় হঠাৎ বর্তমান ব্যবস্থাপনা কমিটির উল্টো পথে চলা মতলববাজীর অংশ কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। জাতীয় প্রেস ক্লাবের সদস্যরা গঠনতন্ত্রকে সমুন্নত রাখার পক্ষে দৃঢ়ভাবে মতপোষণ করেন।
জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের নেতৃদ্বয় উল্লেখ করেন, বাংলাদেশের সংবিধান এবং জাতীয় প্রেস ক্লাবের গঠনতন্ত্র এখনও রহিত নয়। দেশে কোনো জরুরি অবস্থাও নেই। পূর্ণ গণতন্ত্র বিরাজ করছে। বাংলাদেশের সাংবাদিকদের প্রতিষ্ঠানসমূহ যেমন ঢাকা রিপোর্টার্স ইউনিটি, অর্থনৈতিক রিপোর্টার্স ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অতএব জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন কোনও কারণেই অনুষ্ঠিত না হওয়ার কথা নয়।
বিবৃতিতে এই অতিরিক্ত সাধারণ সভা স্থগিত করে ডিসেম্বরে দ্বি-বার্ষিক সাধারণ সভা আয়োজনের বিজ্ঞপ্তি প্রদানের অনুরোধ জানানো হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স