ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানির চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নেওয়ার নির্দেশ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে-মির্জা ফখরুল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়-বুয়েট ভিসি প্রকৌশল শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে কমিটি ডেঙ্গু চিকুনগুনিয়া এবং ইনফ্লুয়েঞ্জায় কাবু মানুষ হিজাব বিতর্কে শিক্ষক বরখাস্ত উত্তাল ভিকারুননিসা আজ জাতীয় নির্বাচনের রোডম্যাপ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ডাকসু নির্বাচনে প্রচারণায় উৎসবমুখর ঢাবি ক্যাম্পাস প্রকৌশল শিক্ষার্থীদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গাজীপুরে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি জেনেভা ক্যাম্পে সেনা অভিযানে গ্রেফতার ১১ গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ভূমিদস্যু ও জালিয়াতি সম্রাট আসলামের অবৈধ কর্মকাণ্ডে গোপন তদন্ত শুরু ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৭ বাংলাদেশি প্রধান আসামির মৃত্যুদণ্ড সহযোগীর পাঁচ বছর কারাদণ্ড জটিল রোগে ৩ লাখ টাকা পাবেন সরকারি কর্মচারীরা আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালের বিচার শুরু

জাতীয় প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সভা আহ্বানে গভীর উদ্বেগ

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ১২:১৬:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ১২:১৬:৫৩ পূর্বাহ্ন
জাতীয় প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সভা আহ্বানে গভীর উদ্বেগ
জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি আবু সালেহ এবং মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান আজ এক যুক্ত বিবৃতিতে জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষ কর্তৃক আকস্মিকভাবে ১৬ নভেম্বর শনিবার অতিরিক্ত সাধারণ সভা আহ্বানের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, প্রেস ক্লাবের গঠনতন্ত্রকে উপেক্ষা করে ডিসেম্বর মাসে অনুষ্ঠেয় দ্বি-বার্ষিক সাধারণ সভার পরিবর্তে নভেম্বরে অতিরিক্ত সাধারণ সভা আহ্বান সৎউদ্দেশ্যপ্রণোদিত নয়। সর্বদাই নভেম্বরের এই সময় দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী তফসীল ঘোষণা করা হয়ে থাকে।
বিবৃতিতে বলা হয়, বর্তমান ব্যবস্থাপনা কমিটি অতিরিক্ত সাধারণ সভা আহ্বানের গঠনতান্ত্রিক বিধান অনুসরণ করেনি। কী কারণে
কোন উপযুক্ততার আলোকে তা আহ্বান করছে, তাও স্পষ্ট করেনি। দীর্ঘ ১৫ বছর স্বৈরশাসনে জাতীয় প্রেস ক্লাবের নির্বাচনগুলো এতোদিন স্বৈরাচারের ভয়-ভীতিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ছাত্র-জনতার ঐতিহাতিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের যে নতুন পদযাত্রার সূচনা ঘটেছে, তাতে প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী ২০২৪-এর ডিসেম্বরে অনুষ্ঠেয় একটি সুষ্ঠু এবং ভয়ভীতিমুক্ত নির্বাচনের জন্য সাংবাদিকেরা অপেক্ষা করে আসছেন। এই সময় হঠাৎ বর্তমান ব্যবস্থাপনা কমিটির উল্টো পথে চলা মতলববাজীর অংশ কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। জাতীয় প্রেস ক্লাবের সদস্যরা গঠনতন্ত্রকে সমুন্নত রাখার পক্ষে দৃঢ়ভাবে মতপোষণ করেন।
জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের নেতৃদ্বয় উল্লেখ করেন, বাংলাদেশের সংবিধান এবং জাতীয় প্রেস ক্লাবের গঠনতন্ত্র এখনও রহিত নয়। দেশে কোনো জরুরি অবস্থাও নেই। পূর্ণ গণতন্ত্র বিরাজ করছে। বাংলাদেশের সাংবাদিকদের প্রতিষ্ঠানসমূহ যেমন ঢাকা রিপোর্টার্স ইউনিটি, অর্থনৈতিক রিপোর্টার্স ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অতএব জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন কোনও কারণেই অনুষ্ঠিত না হওয়ার কথা নয়।
বিবৃতিতে এই অতিরিক্ত সাধারণ সভা স্থগিত করে ডিসেম্বরে দ্বি-বার্ষিক সাধারণ সভা আয়োজনের বিজ্ঞপ্তি প্রদানের অনুরোধ জানানো হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স