ঢাকা , রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫ , ২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
৮ম দিনে এসেছে ১০২ নতুন বই শিক্ষাখাতে বিশৃঙ্খলা দিশেহারা সরকার শিক্ষাখাতে বিশৃঙ্খলা দিশেহারা সরকার বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি খালেদা জিয়ার ৮ মামলা বাতিলের রায় প্রকাশ ধানমন্ডি-৩২ সহ দেশব্যাপী ভাঙচুর ও সহিংসতায় উদ্বেগ টিআইবির প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে দেশের চলমান পরিস্থিতি তুলে ধরবে বিএনপি বাজারে চাল ও তেল নিয়ে অস্থিরতা কাটছে না উল্টো পথে অটোরিকশা বাসের ধাক্কায় নিহত ৩ আওয়ামীপন্থী ১৪৪ আইনজীবীর বিরুদ্ধে মামলা বিবিসি বাংলা নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন প্রেস সচিব শেখ হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস ও ব্যক্তি আক্রমণ থেকে বিরত থাকুন-প্রধান উপদেষ্টা ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চান কারানির্যাতিত প্রবাসীরা সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িসহ বিভিন্ন স্থানে ভাঙচুর-অগ্নিসংযোগ শাহবাগে জলকামানে মিছিল ছত্রভঙ্গ প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ পরিকল্পনা কমিশন সংস্কারে অর্থনৈতিক সংক্রান্ত টাস্কফোর্সের ৭ সুপারিশ জিজ্ঞাসাবাদ শেষে শাওন ও সাবাকে ছেড়ে দিলো পুলিশ নিষিদ্ধ হচ্ছে আ’লীগ! ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কর্মবিরতি, হামলা

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ১২:০৯:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ১২:০৯:০৩ পূর্বাহ্ন
শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কর্মবিরতি, হামলা

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় এম এম নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কর্মবিরতি পালনের সময় শিল্পপুলিশ ও কারখানার স্টাফদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় কারখানার নিরাপত্তা ইনচার্জ এবং শিল্পপুলিশের এক কনস্টেবলসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার প্রধান ফটকে তালে ঝুলিয়ে তাদের কাছে চাবি রেখে দেয়। ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, শিল্পপুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত আছেন। গতকাল বুধবার সকাল ৯ টার দিকে ওই কারখানার অভ্যন্তরে এ ঘটনা ঘটে। কারখানার প্রশাসনিক কর্মকর্তা মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আহতরা হলেন কারখানার নিরাপত্তা ইনচার্জ আজিজুর রহমান (৪৫) ও গাজীপুর শিল্পপুলিশ-২-এর কনস্টেবল নাহিদ (২৮)। আহত অন্যদের নাম জানা যায়নি। গুরুতর আহত পুলিশ কনস্টেবলকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, শ্রমিক আন্দোলনের সময় কারখানায় হামলা করে ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এম এম নিটওয়্যার এবং ও মামুন নিটওয়্যার লিমিটেড কারখানা কর্তৃপক্ষ ১১৩ জন শ্রমিক ছাঁটাই করে। ছাঁটাইকৃত শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করার পরও তারা আবার চাকরি ফিরে পাওয়ার প্রত্যাশায় কারখানার প্রধান ফটকে জড়ো হয়। তাদের পুনরায় চাকরিতে নিতে দুই দিন যাবৎ সকাল থেকেই কারখানার সকল শ্রমিকরা কর্মবিরতি পালন করে আসছেন। পরে কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। এম এম নিটওয়্যার লিমিটেডের শ্রমিক সাদ্দাম হোসেন বলেন, শুনেছি, নতুন করে আরও শ্রমিক ছাঁটাই করছে। এ খবরে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ভেতরে অন্দোলন করেছে। আমি বের হয়ে চলে আসার পর ভেতরের অবস্থা বলতে পারবো না। এম এম নিটওয়্যার লিমিটিড কারখানার প্রশাসনিক কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, শ্রমিকরা আজও কর্মবিরতি পালন করছে। তাদের দাবি ছাঁটাইকৃত শ্রমিকদের পূনর্বহাল করতে হবে। কিন্তু ছাঁটাইকৃত শ্রমিকদের তাদের সকল পাওনা শ্রম আইন অনুযায়ী পরিশোধ করা হয়েছে। তাদের কোনও অভিযোগ নেই। তিনি আরও বলেন, বর্তমানে যে অবস্থা সময়মতো শিপমেন্ট দিতে না পারলে অর্ডার বাতিল হয়ে যাবে। বড় ধরনের ক্ষতির মুখে পড়বে কারখানা কর্তৃপক্ষ। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ফজল আলী জানান, পুলিশ সদস্য নাহিদকে আহত অবস্থায় তার সহকর্মীরা হাসপাতালে নিয়ে এসেছে। তার মাথায় আঘাত লেগেছে এবং দুটি সেলাই করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী থানার ওসি নজরুল ইসলাম জানান, এম এম নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা ছাঁটাইকৃত শ্রমিকদের পুনরায় চাকরিতে যোগদান করানোর দাবিতে দুই দিন যাবৎ কর্মবিরতি পালন করছে। সেনাসদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স