ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫ বাক্সবন্দি মেশিন এখন চায়ের টেবিল সংখ্যালঘু ঐক্য মোর্চার সংবাদ সম্মেলন নিয়ে পুলিশের ব্যাখ্যা ঐকমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো প্রাণনাশের হুমকি দিল প্রতারক ৪ দফা দাবি জোরপূর্বক প্রত্যাগত ওমান প্রবাসী ফোরামের পুলিশ কল্যাণ তহবিল থেকে দেড় কোটি টাকার অনুদান পাবে ৩৮৯ জন বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া নির্বাচন কমিশনের ৫১ কর্মকর্তাকে বদলি গেটে হাঁটুপানি, ভোগান্তিতে রোগী-স্বজনরা জিয়ার অনুকম্পায় রাজনীতি করে এখন তার পুত্রকে টার্গেট করছেÑ রিজভী চাঁদাবাজির অভিযোগে ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার পঞ্চবেকি বয়া নদীর আয়রন ব্রিজ মৃত্যুফাঁদ ময়মনসিংহে মুক্তিপণ দিয়ে মিললো শিশুর লাশ ৪ লাখ টন চাল কিনবে সরকার, বেসরকারিভাবে ৫ লাখ টনের অনুমতি কে কাকে লাল কার্ড দেখাবে, তা ঠিক করবে জনগণ-ডা. জাহিদ বাংলাদেশিদের মিসরের ভিসা দিতে নিষেধাজ্ঞা নেই : দূতাবাস ইইউ’র প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল ঢাকা আসছে সেপ্টেম্বরে সংরক্ষিত আসন বিলুপ্তির সুপারিশের প্রতিবাদ মহিলা পরিষদের

শাহরুখকে হুমকি দেওয়ার অভিযোগে আটক ১

  • আপলোড সময় : ১২-১১-২০২৪ ০৯:৪৭:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৪ ০৯:৪৭:০২ অপরাহ্ন
শাহরুখকে হুমকি দেওয়ার অভিযোগে আটক ১
বিনোদন ডেস্ক
বলিউড বাদশা শাহরুখ খানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন ছত্তিশগড়ের সেই আইনজীবী, যার মোবাইল নম্বর থেকে শাহরুখকে হুমকি দেওয়া হয়েছিল। যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। তবে পুলিশের ডাকে হাজির না হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে থেকে জানা যায়, গ্রেপ্তার হওয়া ওই আইনজীবীর নাম মুহাম্মদ ফয়জান খান। তাকে ছত্তিশগড়ের রায়পুরের বাসা থেকে গতকাল মঙ্গলবার সকালে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি পেশায় এক জন আইনজীবী। অবশ্য তার দাবি, গত ২ নভেম্বর তার ফোনটি চুরি হয়ে যায়। এর পর স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছিলেন ফয়জান। মুম্বাই পুলিশের তদন্তকারী দলকেও সে কথা জানিয়েছিলেন তিনি। দাবি করেছিলেন, চুরি হয়ে যাওয়া ফোনটি ব্যবহার করে অন্য কেউ শাহরুখকে হুমকি দিয়েছেন। চলতি সপ্তাহেই জিজ্ঞাসাবাদের জন্য বান্দ্রা থানায় গিয়ে হাজিরা দেওয়ার কথা ছিল ফয়জানের। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও হাজিরা দেননি তিনি। এর পরেই গতকাল মঙ্গলবার তাকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ফয়জানের বয়ানে অসঙ্গতি রয়েছে। জিজ্ঞাসাবাদেও পুলিশকে সহায়তা করেননি ফয়জান। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ভারতের ছত্তিশগড় থেকে মুম্বাই পুলিশের কাছে একটি উড়োফোন আসে। শাহরুখকে হত্যার হুমকি দিয়ে ৫০ লাখ টাকা দাবি করেন এক অজ্ঞাতনামা যুবক। ওই ফোন পাওয়ার পর থেকে সতর্ক অবস্থানে পুলিশ। ফোনের লোকেশন যাচাই করে এরই মধ্যে ছত্তিশগড়ে পৌঁছেছে তারা। পুলিশ জানিয়েছে, এই উড়োফোনের আড়ালে আছেন ফয়জান নামের এক যুবক। তাঁকে খোঁজার চেষ্টা চলছে। এই ব্যক্তি কোনো সন্ত্রাসী দল, বিশেষ করে লরেন্স বিষ্ণোইয়ার দলের সদস্য কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ। সালমানকে হত্যার হুমকির সঙ্গে শাহরুখের এ ঘটনার কোনো যোগাযোগ আছে কি না, তা নিয়েও চলছিল তদন্ত। বাবা সিদ্দিকির খুনের পর থেকেই একের পর এক হত্যার হুমকি দেয়া হচ্ছে বলিউড মেগাস্টার সালমান খানকে। যার ফলে সালমানের কাছের বন্ধু শাহরুখ খানও রয়েছেন সতর্কতায়। প্রতিবছর জন্মদিনের রাতে মান্নাতের বারান্দায় এসে ভক্তদের দেখা দেন শাহরুখ খান। তবে এ বছরটা ছিল ব্যতিক্রম। তার বাড়ির সামনে হাজারো ভক্ত জড়ো হলেও এবার শাহরুখ আসেননি। অন্যবারের চেয়ে এবার তার বাড়ি ঘেরা ছিল কড়া নিরাপত্তার চাদরে। এমনকি, বাড়ির সামনে যাতে বেশি ভিড় না জমে, সেদিকেও নজর ছিল। পরে জন্মদিনের সন্ধ্যায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে কিছু ভক্তের সঙ্গে দেখা করেন শাহরুখ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য