ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কাশ্মীরে ভারী বৃষ্টির পর ভূমিধস, নিহত ৩ রাশিয়ার যুদ্ধবিরতি ঘোষণার পরও ইউক্রেনে হামলা চলছে : জেলেনস্কি জার্মানিতে বন্দুক হামলায় নিহত ২ ইস্টার বার্তায় গাজায় যুদ্ধবিরতির আহ্বান পোপ ফ্রান্সিসের নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ৫৬ জন নিহত যুদ্ধবিরতি চলাকালীন দোনেৎস্কে আক্রমণ করেছে ইউক্রেনীয় বাহিনী: রিপোর্ট ৭০তম জন্মদিনে পৃথিবীতে ফিরলেন নাসার প্রবীণতম সক্রিয় নভোচারী মস্কোয় ইস্টার যুদ্ধবিরতি নিয়ে সংশয় প্রথম দিন হতাশায় শেষে হলো টাইগারদের লাহোরের জন্য দোয়া চাইলেন রিশাদ কানাডা টি-১০ লিগে নাম লেখালেন মিরাজ-তামিম শ্রীলঙ্কা সফরের জন্য স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি তীরে এসে তরী ডোবালো রাজস্থান অবিশ্বাস্য কামব্যাকে জয় পেলো বার্সা শেষ মুহূর্তের নাটকীয়তায় সেরা চারে ম্যানসিটি হেইডেনহেইমের সাথে বায়ার্নের বড়ো জয় নতুন বাজেটে বৈষম্য কমবে সব ক্ষেত্রে সংবিধান পুনর্লিখনে গণপরিষদ-আইনসভা নির্বাচন একই হবে ৬০০ পরিচ্ছন্নতাকর্মী নিয়ে ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান ফিলিস্তিনিদের দুর্দশাকে ‘যীশু খ্রিস্টের কষ্ট’র সঙ্গে তুলনা কলম্বিয়ার প্রেসিডেন্টের

শাহরুখকে হুমকি দেওয়ার অভিযোগে আটক ১

  • আপলোড সময় : ১২-১১-২০২৪ ০৯:৪৭:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৪ ০৯:৪৭:০২ অপরাহ্ন
শাহরুখকে হুমকি দেওয়ার অভিযোগে আটক ১
বিনোদন ডেস্ক
বলিউড বাদশা শাহরুখ খানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন ছত্তিশগড়ের সেই আইনজীবী, যার মোবাইল নম্বর থেকে শাহরুখকে হুমকি দেওয়া হয়েছিল। যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। তবে পুলিশের ডাকে হাজির না হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে থেকে জানা যায়, গ্রেপ্তার হওয়া ওই আইনজীবীর নাম মুহাম্মদ ফয়জান খান। তাকে ছত্তিশগড়ের রায়পুরের বাসা থেকে গতকাল মঙ্গলবার সকালে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি পেশায় এক জন আইনজীবী। অবশ্য তার দাবি, গত ২ নভেম্বর তার ফোনটি চুরি হয়ে যায়। এর পর স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছিলেন ফয়জান। মুম্বাই পুলিশের তদন্তকারী দলকেও সে কথা জানিয়েছিলেন তিনি। দাবি করেছিলেন, চুরি হয়ে যাওয়া ফোনটি ব্যবহার করে অন্য কেউ শাহরুখকে হুমকি দিয়েছেন। চলতি সপ্তাহেই জিজ্ঞাসাবাদের জন্য বান্দ্রা থানায় গিয়ে হাজিরা দেওয়ার কথা ছিল ফয়জানের। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও হাজিরা দেননি তিনি। এর পরেই গতকাল মঙ্গলবার তাকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ফয়জানের বয়ানে অসঙ্গতি রয়েছে। জিজ্ঞাসাবাদেও পুলিশকে সহায়তা করেননি ফয়জান। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ভারতের ছত্তিশগড় থেকে মুম্বাই পুলিশের কাছে একটি উড়োফোন আসে। শাহরুখকে হত্যার হুমকি দিয়ে ৫০ লাখ টাকা দাবি করেন এক অজ্ঞাতনামা যুবক। ওই ফোন পাওয়ার পর থেকে সতর্ক অবস্থানে পুলিশ। ফোনের লোকেশন যাচাই করে এরই মধ্যে ছত্তিশগড়ে পৌঁছেছে তারা। পুলিশ জানিয়েছে, এই উড়োফোনের আড়ালে আছেন ফয়জান নামের এক যুবক। তাঁকে খোঁজার চেষ্টা চলছে। এই ব্যক্তি কোনো সন্ত্রাসী দল, বিশেষ করে লরেন্স বিষ্ণোইয়ার দলের সদস্য কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ। সালমানকে হত্যার হুমকির সঙ্গে শাহরুখের এ ঘটনার কোনো যোগাযোগ আছে কি না, তা নিয়েও চলছিল তদন্ত। বাবা সিদ্দিকির খুনের পর থেকেই একের পর এক হত্যার হুমকি দেয়া হচ্ছে বলিউড মেগাস্টার সালমান খানকে। যার ফলে সালমানের কাছের বন্ধু শাহরুখ খানও রয়েছেন সতর্কতায়। প্রতিবছর জন্মদিনের রাতে মান্নাতের বারান্দায় এসে ভক্তদের দেখা দেন শাহরুখ খান। তবে এ বছরটা ছিল ব্যতিক্রম। তার বাড়ির সামনে হাজারো ভক্ত জড়ো হলেও এবার শাহরুখ আসেননি। অন্যবারের চেয়ে এবার তার বাড়ি ঘেরা ছিল কড়া নিরাপত্তার চাদরে। এমনকি, বাড়ির সামনে যাতে বেশি ভিড় না জমে, সেদিকেও নজর ছিল। পরে জন্মদিনের সন্ধ্যায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে কিছু ভক্তের সঙ্গে দেখা করেন শাহরুখ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য